ETV Bharat / bharat

Centre Extends AFSPA: নাগাল্যান্ডে আরও ছ'মাস বহাল আফস্পা, সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের - স্বরাষ্ট্র মন্ত্রক

নাগাল্যান্ডের ন'টি জেলায় আফস্পার মেয়াদ বাড়ছে আজ থেকে ৷ কার্যকর থাকবে আগামী 6 মাস (AFSPA in Nagaland) ৷

AFSPA in Nagaland
ETV Bharat
author img

By

Published : Oct 1, 2022, 10:00 AM IST

Updated : Oct 1, 2022, 10:45 AM IST

নয়াদিল্লি, 1 অক্টোবর: বিতর্কিত আফস্পা (আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট)-র মেয়াদ ফের বাড়াল কেন্দ্রীয় সরকার ৷ নাগাল্যান্ডের 9টি জেলা- ডিমাপুর, নিউল্যান্ড, চুমৌকেদিমা, মন, কিফিরে, নোকলাক, ফেক, পেরেন এবং জুনহেবোতোয় শনিবার থেকে এই নতুন নির্দেশ কার্যকর হবে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি নোটিফিকেশন অনুযায়ী 2023 সালের 30 মার্চ পর্যন্ত সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদানকারী এই আইন কার্যকর থাকছে (Home Ministry extends Armed Forces Special Powers Act in 9 districts in Nagaland ) বলে জানা গিয়েছে ।

এর সঙ্গে নাগাল্যান্ডের (Nagaland) আরও 4টি জেলার 16টি থানা এলাকাতেও আফস্পা কার্যকর হচ্ছে ৷ কোহিমার 5টি থানা এলাকা, মোকোকচুং জেলার 6টি থানা এলাকা, লঙ্গলেংগ জেলার ইয়াংগলোক থানায়, ওখা জেলার 4টি থানায় ৷ শুক্রবার জারি করা একটি নোটিফিকেশনে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷

আরও পড়ুন: উত্তর-পূর্বের সব রাজ্য থেকে আফস্পা প্রত্যাহারের আশ্বাস মোদির

কয়েক দশক ধরে উত্তর-পূর্বের তিনটি রাজ্যে বিতর্কিত এই আইন বহাল রয়েছে ৷ আফস্পার আওতায় নিরাপত্তাবাহিনী যে কোনও অবস্থায় অভিযান চালাতে পারে ৷ কোনও ওয়ারেন্ট ছাড়াই কাউকে গ্রেফতার করার অধিকার আছে এই আইনের ধারায় ৷ এমনকী গুলি করে মারার অতিরিক্ত ক্ষমতাও দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ৷

এ বছরের 31 মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নাগাল্যান্ড, অসম এবং মণিপুরের (Nagaland, Assam, and Manipur) বেশ কয়েকটি জায়গা থেকে আফস্পা প্রত্যাহার (Withdraw AFSPA) করে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল ৷ সেবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় কয়েকটি জায়গা থেকে আফস্পার আওতায় থাকা এলাকা কমানো হল ৷ এতে মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বে দীর্ঘস্থায়ী শান্তি ফিরবে ৷ তবে স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জানিয়েছিলেন, এর মানে এমন নয় যে পুরোপুরি আফস্পা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ৷

নোটিফিকেশনে সংশ্লিষ্ট জায়গাগুলিকে 'অশান্ত এলাকা' (disturbed area) হিসেবে উল্লেখ করা হয়েছে ৷ 1958-র আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ারস) অ্যাক্ট অনুযায়ী 1 অক্টোবর, 2022 থেকে পরবর্তী 6 মাসের জন্য এই আইন কার্যকর থাকবে ৷ যদি না নির্ধারিত সময়ের আগে তা প্রত্যাহার করে নেওয়া হয়, শুক্রবার জানিয়েছে মন্ত্রক ৷ এর আগে 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আফস্পা লাগু হয়েছিল ৷

আরও পড়ুন: অরুণাচলপ্রদেশের 3টি জেলায় 6 মাসের জন্য আফস্পা বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি, 1 অক্টোবর: বিতর্কিত আফস্পা (আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট)-র মেয়াদ ফের বাড়াল কেন্দ্রীয় সরকার ৷ নাগাল্যান্ডের 9টি জেলা- ডিমাপুর, নিউল্যান্ড, চুমৌকেদিমা, মন, কিফিরে, নোকলাক, ফেক, পেরেন এবং জুনহেবোতোয় শনিবার থেকে এই নতুন নির্দেশ কার্যকর হবে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি নোটিফিকেশন অনুযায়ী 2023 সালের 30 মার্চ পর্যন্ত সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদানকারী এই আইন কার্যকর থাকছে (Home Ministry extends Armed Forces Special Powers Act in 9 districts in Nagaland ) বলে জানা গিয়েছে ।

এর সঙ্গে নাগাল্যান্ডের (Nagaland) আরও 4টি জেলার 16টি থানা এলাকাতেও আফস্পা কার্যকর হচ্ছে ৷ কোহিমার 5টি থানা এলাকা, মোকোকচুং জেলার 6টি থানা এলাকা, লঙ্গলেংগ জেলার ইয়াংগলোক থানায়, ওখা জেলার 4টি থানায় ৷ শুক্রবার জারি করা একটি নোটিফিকেশনে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷

আরও পড়ুন: উত্তর-পূর্বের সব রাজ্য থেকে আফস্পা প্রত্যাহারের আশ্বাস মোদির

কয়েক দশক ধরে উত্তর-পূর্বের তিনটি রাজ্যে বিতর্কিত এই আইন বহাল রয়েছে ৷ আফস্পার আওতায় নিরাপত্তাবাহিনী যে কোনও অবস্থায় অভিযান চালাতে পারে ৷ কোনও ওয়ারেন্ট ছাড়াই কাউকে গ্রেফতার করার অধিকার আছে এই আইনের ধারায় ৷ এমনকী গুলি করে মারার অতিরিক্ত ক্ষমতাও দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ৷

এ বছরের 31 মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নাগাল্যান্ড, অসম এবং মণিপুরের (Nagaland, Assam, and Manipur) বেশ কয়েকটি জায়গা থেকে আফস্পা প্রত্যাহার (Withdraw AFSPA) করে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল ৷ সেবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় কয়েকটি জায়গা থেকে আফস্পার আওতায় থাকা এলাকা কমানো হল ৷ এতে মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বে দীর্ঘস্থায়ী শান্তি ফিরবে ৷ তবে স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জানিয়েছিলেন, এর মানে এমন নয় যে পুরোপুরি আফস্পা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ৷

নোটিফিকেশনে সংশ্লিষ্ট জায়গাগুলিকে 'অশান্ত এলাকা' (disturbed area) হিসেবে উল্লেখ করা হয়েছে ৷ 1958-র আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ারস) অ্যাক্ট অনুযায়ী 1 অক্টোবর, 2022 থেকে পরবর্তী 6 মাসের জন্য এই আইন কার্যকর থাকবে ৷ যদি না নির্ধারিত সময়ের আগে তা প্রত্যাহার করে নেওয়া হয়, শুক্রবার জানিয়েছে মন্ত্রক ৷ এর আগে 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আফস্পা লাগু হয়েছিল ৷

আরও পড়ুন: অরুণাচলপ্রদেশের 3টি জেলায় 6 মাসের জন্য আফস্পা বাড়াল কেন্দ্র

Last Updated : Oct 1, 2022, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.