নয়াদিল্লি, 6 অক্টোবর: দেশ থেকে চরম বামপন্থা ও মাওবাদ দু’বছরের মধ্য়ে শেষ করে দেওয়া হবে ৷ শুক্রবার এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এ দিন নয়াদিল্লিতে চরম বামপন্থা নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেই বৈঠকেই তিনি এই কথা জানিয়েছেন ৷
দেশের যে রাজ্যগুলিতে এখনও মাওবাদীরা সক্রিয়, সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন উপস্থিত ছিলেন ৷
সেখানে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যগুলির শীর্ষ আমলারাও উপস্থিত ছিলেন ৷ আর ছিলেন কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ সেখানে অমিত শাহ জানান যে গত চার দশকের মধ্যে 2022 সালেই মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটেছে ৷
চরম বামপন্থা ও মাওবাদীদের কীভাবে উপড়ে ফেলা যাবে, তার রূপরেখা ঠিক করতেই এই বৈঠক এ দিন হয় ৷ এর আগে এই ধরনের বৈঠক 2021 সালের সেপ্টেম্বরে হয়েছিল ৷
এ দিনের বৈঠকে যোগ দেওয়ার আগে সোশাল মিডিয়ায় মাওবাদীদের ‘মানবতার অভিশাপ’ বলে উল্লেখ করে একটি পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ মাওবাদীদের শেষ করে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বদ্ধপরিকর বলেও ওই পোস্টে দাবি করেন তিনি ৷
এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, "মাওবাদ মানবতার জন্য একটি অভিশাপ এবং আমরা এটির সমস্ত রূপের শিকার থেকে উৎপাটন করার জন্য সংকল্পবদ্ধ । আমি আজ নয়াদিল্লিতে বামপন্থী চরমপন্থা সম্পর্কিত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করার জন্য মুখিয়ে রয়েছি, যাতে চরম বামপন্থামুক্ত দেশ গড়ে তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির দৃষ্টিভঙ্গি পূরণের জন্য আমাদের প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি ।’’
উল্লেখ্য, চরম বামপন্থার ভয়ের বিরুদ্ধে লড়াই এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং সরকার দ্রুততম সময়ে এই বিপদকে সামান্য স্তরে নামিয়ে আনার ব্যাপারে আশাবাদী । সেই কারণেই মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে বিভিন্নভাবে উন্নয়নের কাজ চালাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷
সংবাদসংস্থা- এএনআই
আরও পড়ুন: কংগ্রেসের দুর্নীতি প্রকাশ্যে আনতে রাজস্থানে প্রয়োজন বিজেপির সরকারের, দাবি নরেন্দ্র মোদির