জয়পুর, 8 নভেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রথে বৈদ্যুতিক তারে আঘাতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল রাজস্থান সরকার ৷ ওই রাজ্যের আজমেঢ়ের বিভাগীয় কমিশনারের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে ৷ এই কমিটি দু'দিনের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধান করবে এবং রাজস্থানের স্বরাষ্ট্র দফতরে রিপোর্ট জমা দেবে বলে জানা গিয়েছে । পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়েও কমিটি তাদের পরামর্শ দেবে বলে খবর ।
স্বরাষ্ট্র দফতরের সচিব নির্দেশ জারি করেছেন: রাজস্থানে স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব আনন্দ কুমারের তরফে আজমেঢ়ের বিভাগীয় কমিশনারকে এই নিয়ে একটি চিঠি লেখা হয় ৷ সেই চিঠিতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রথ বৈদ্যুতিক তারে আটকে যাওযার ঘটনা নিয়ে তদন্ত করতে নির্দেশ দেন ৷ দু’দিনের মধ্যে এই বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে ৷ কমিটি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করবে এবং কারা দোষী তা খুঁজে করবে ৷ আর ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেই বিষয়ে পরামর্শ দিতে বলা হয়েছে ।
ঘটনাটি ঠিক কী ঘটেছে: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রথে বিদ্যুতের তার আটকে যাওয়ার ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার ৷ সেই সময় অমিত শাহ রাজস্থানের দিদওয়ানা জেলার কুচামান, মাকরানা ও পার্বতসার বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার সারছিলেন ৷ তিনি রথে চড়েছিলেন প্রচার চালাচ্ছিলেন ।
বিদিয়াদে সভা সেরে তিনি যখন পার্বতসার যাচ্ছিলেন, তখন রথ স্থানীয় ডানকোলি এলাকায় বৈদ্যুতিক তারে স্পর্শ করে ৷ দুর্ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনও ক্ষতি হয়নি ৷ তবে এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান অমিত শাহ । কারণ, রথটি একটি হাই টেনশন বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কা খায় । এতে তারটি ভেঙে স্পার্কিং হয়৷ ফলে বড়সড় দুর্ঘটনা ঘটনার প্রবল সম্ভাবনা ছিল ৷ তবে সৌভাগ্যবশত তা হয়নি ৷
আরও পড়ুন: বিদ্যুৎস্তম্ভে ধাক্কা অমিত শাহের রথের, রাজস্থানে বাতিল রোড শো