ETV Bharat / bharat

হোলিতে নিষেধাজ্ঞা জারি দিল্লিতে, নিয়ম ভাঙলে কড়া শাস্তি - সত্যেন্দ্র জৈন

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ওই আবেদনে জানিয়েছেন যে করোনা ভাইরাসের নতুন সংক্রমণের কথা মাথায় রেখে হোলিতে জমায়েত যাতে না করা হয়৷

হোলিতে নিষেধাজ্ঞা জারি দিল্লিতে, নিয়ম ভাঙলে কড়া শাস্তি
হোলিতে নিষেধাজ্ঞা জারি দিল্লিতে, নিয়ম ভাঙলে কড়া শাস্তি
author img

By

Published : Mar 27, 2021, 6:33 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে ৷ প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে সব রাজ্যের প্রশাসনের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে দোল ও হোলির উৎসব ৷ সেই কথা মাথায় রেখেই হোলি নিয়ে জাতীয় রাজধানীর অঞ্চলের মানুষের কাছে আবেদন করল দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সরকার ৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ওই আবেদনে জানিয়েছেন যে করোনা ভাইরাসের নতুন সংক্রমণের কথা মাথায় রেখে হোলিতে জমায়েত যাতে না করা হয় ৷

দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষর তরফে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে উৎসবের সময় কোথাও কোনও জমায়েত করেছে, তা প্রশাসনের তরফে খতিয়ে দেখা হবে ৷ সত্যেন্দ্র জৈনের আবেদন, ‘‘আমি সকলের কাছে আবেদন করছি যে বাড়িতেই উৎসব পালন করুন ৷ উৎসব তো প্রতিবছর আসবে ৷ পরিস্থিতি ভালো হলে আবার প্রকাশ্যে উৎসব পালন করা যাবে ৷ এবার কোভিড-19 এর সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় প্রকাশ্যে উৎসব পালন করা এড়িয়ে চলাই ভালো ৷’’

আরও পড়ুন : বিলগ্নিকরণ অথবা বন্ধ করা হবে, এয়ার ইন্ডিয়ার ভবিষ্যৎ স্পষ্ট করল কেন্দ্র

তাছাড়া যাঁরা দিল্লির বাইরে থেকে আসছেন, তাঁদের ব়্যানডম পরীক্ষা করা হচ্ছে রেল স্টেশন ও এয়ারপোর্টে ৷

নয়াদিল্লি, 27 মার্চ : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে ৷ প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে সব রাজ্যের প্রশাসনের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে দোল ও হোলির উৎসব ৷ সেই কথা মাথায় রেখেই হোলি নিয়ে জাতীয় রাজধানীর অঞ্চলের মানুষের কাছে আবেদন করল দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সরকার ৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ওই আবেদনে জানিয়েছেন যে করোনা ভাইরাসের নতুন সংক্রমণের কথা মাথায় রেখে হোলিতে জমায়েত যাতে না করা হয় ৷

দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষর তরফে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে উৎসবের সময় কোথাও কোনও জমায়েত করেছে, তা প্রশাসনের তরফে খতিয়ে দেখা হবে ৷ সত্যেন্দ্র জৈনের আবেদন, ‘‘আমি সকলের কাছে আবেদন করছি যে বাড়িতেই উৎসব পালন করুন ৷ উৎসব তো প্রতিবছর আসবে ৷ পরিস্থিতি ভালো হলে আবার প্রকাশ্যে উৎসব পালন করা যাবে ৷ এবার কোভিড-19 এর সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় প্রকাশ্যে উৎসব পালন করা এড়িয়ে চলাই ভালো ৷’’

আরও পড়ুন : বিলগ্নিকরণ অথবা বন্ধ করা হবে, এয়ার ইন্ডিয়ার ভবিষ্যৎ স্পষ্ট করল কেন্দ্র

তাছাড়া যাঁরা দিল্লির বাইরে থেকে আসছেন, তাঁদের ব়্যানডম পরীক্ষা করা হচ্ছে রেল স্টেশন ও এয়ারপোর্টে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.