ETV Bharat / bharat

Bomb Scare on Taj Express তাজ এক্সপ্রেসে বোমাতঙ্ক, ধৃত 1 - ট্রেনে ভুয়ো ফোনে বোমাতঙ্ক

জানা গিয়েছে, যে ব্যক্তি পুলিশকে ফোন করে বোমা রাখার গুজব ছড়িয়েছিলেন (Bomb Scare on Taj Express) তিনি মানসিক ভারসাম্যহীন ৷ এর আগেও তিনি এ রকম কাণ্ড ঘটিয়েছেন ৷ মনোজ কুমার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Taj Express Bomb Scare
তাজ এক্সপ্রেসে বোমাতঙ্ক
author img

By

Published : Aug 16, 2022, 6:35 PM IST

আগ্রা, 16 অগস্ট: ভুয়ো ফোনের জেরে স্বাধীনতা দিবসের দিন বোমাতঙ্ক ছড়ায় তাজ এক্সপ্রেসে (Hoax Bomb scare on Taj Express triggers panic among passengers) ৷ যদিও মথুরা স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়েও কোনও বোমা উদ্ধার হয়নি ৷ ভুয়ো হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে মনোজ কুমার নামে এক ব্যক্তিকে সোমবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, সোমবার পুলিশের 112 নম্বরে ফোন করে হুমকি দেয় ওই অভিযুক্ত যুবক ৷ বলা হয়, তাজ এক্সপ্রেসের ডি-2 কোচের 54 নম্বর সিটে বোমা রাখা রয়েছে ৷ দিল্লি স্টেশনে ঢোকার পরে ট্রেনটিতে বিস্ফোরণ হবে ৷ এই হুমকি ফোন আসার পরেই জিআরপি ও আরপিএফ ট্রেনটিতে তল্লাশি চালায় ৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷ ট্রেনটিতে সে সময়ে প্রায় 1600 যাত্রী ছিলেন ৷ যদিও কোনও বোমা উদ্ধার হয়নি ৷

আরও পড়ুন: অনন্তনাগে নদীতে বাস উলটে মৃত 7 জওয়ান

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে মনোজ কুমার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে ৷ আর আগেও তিনি এরকম কাণ্ড ঘটিয়েছেন ৷

আগ্রা, 16 অগস্ট: ভুয়ো ফোনের জেরে স্বাধীনতা দিবসের দিন বোমাতঙ্ক ছড়ায় তাজ এক্সপ্রেসে (Hoax Bomb scare on Taj Express triggers panic among passengers) ৷ যদিও মথুরা স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়েও কোনও বোমা উদ্ধার হয়নি ৷ ভুয়ো হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে মনোজ কুমার নামে এক ব্যক্তিকে সোমবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, সোমবার পুলিশের 112 নম্বরে ফোন করে হুমকি দেয় ওই অভিযুক্ত যুবক ৷ বলা হয়, তাজ এক্সপ্রেসের ডি-2 কোচের 54 নম্বর সিটে বোমা রাখা রয়েছে ৷ দিল্লি স্টেশনে ঢোকার পরে ট্রেনটিতে বিস্ফোরণ হবে ৷ এই হুমকি ফোন আসার পরেই জিআরপি ও আরপিএফ ট্রেনটিতে তল্লাশি চালায় ৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷ ট্রেনটিতে সে সময়ে প্রায় 1600 যাত্রী ছিলেন ৷ যদিও কোনও বোমা উদ্ধার হয়নি ৷

আরও পড়ুন: অনন্তনাগে নদীতে বাস উলটে মৃত 7 জওয়ান

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে মনোজ কুমার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে ৷ আর আগেও তিনি এরকম কাণ্ড ঘটিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.