পটনা, 28 অগস্ট: বিরোধী দলগুলির জোট ইন্ডিয়ার প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে জল্পনার শেষ নেই রাজনৈতিক মহলে ৷ এই অবস্থায় বিহারের মন্ত্রী তথা জেডি(ইউ) নেতা শ্রবণ কুমার স্পষ্ট করে দিয়েছেন যে, প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে পোষণ করেন না নীতীশ কুমার ৷ তাঁর শুধু প্রাথমিক লক্ষ্য, 2024 সালের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটকে জয়ী করা । তবে হিন্দি বলয়ের লোকেরা নীতীশকেই যোগ্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলে মনে করছেন বলে দাবি বিহারের মন্ত্রীর ৷
জনতা দল (ইউনাইটেড) নেতা শ্রবণ কুমার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছেন, "নীতীশ কুমার নিজে প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা রাখেন না । 2024 সালের লোকসভা নির্বাচনের পরে ইন্ডিয়া জোট যাতে সরকার গঠন করতে পারে সেটাই তাঁর লক্ষ্য ।" তিনি অবশ্য এটাও বলেছেন, হিন্দি বলয়ের লোকেরা "আলোচনা করছেন যে নীতীশ কুমারই প্রধানমন্ত্রী পদের জন্য যোগ্য প্রার্থী ৷"
বিহার, উত্তরপ্রদেশ ও ছত্তীশগড়ের লোকজন আলোচনা করছেন যে নীতীশ কুমার প্রধানমন্ত্রী পদের যোগ্য প্রার্থী । এ বিষয়ে বিহারের মন্ত্রী বলেন, "নীতীশ কুমার ফুলপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়বেন কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । ইন্ডিয়ার তৃতীয় বৈঠক 31 অগস্ট এবং 1 সেপ্টেম্বর মুম্বইতে নির্ধারিত হয়েছে ৷ সেখানে জোটের নীতি ও কৌশল নিয়ে আলোচনা করা হবে ৷"
এ দিকে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা অশোক চভন শনিবার বলেন যে, প্রায় 26 থেকে 27টি দল ইন্ডিয়ার তৃতীয় বৈঠকে অংশ নেবে ।
তিনি বলেন, "প্রায় 26 থেকে 27টি দল বৈঠকে অংশ নেবে । 31 অগস্ট সন্ধ্যায় মুম্বইয়ে একটি ইনফর্মাল সমাবেশ এবং 1 সেপ্টেম্বর একটি আনুষ্ঠানিক বৈঠক হবে । এখনও পর্যন্ত দুটি বৈঠকের আয়োজন করা হয়েছে এবং এই তৃতীয় বৈঠকে পরবর্তী এজেন্ডা আলোচনা করা হবে । আমরা একটি সাধারণ লোগো তৈরি করার কথা ভাবছি এবং এটি 31 আগস্ট উন্মোচন করা হতে পারে ৷"
সংবাদসংস্থা এএনআই-এর একটি সূত্রের মতে, কংগ্রেস নেতা পিএল পুনিয়া বলেছেন যে, ইন্ডিয়ার জন্য প্রধানমন্ত্রী পদের নামগুলি আসন্ন লোকসভা নির্বাচনে জোটের জয়ের পরে সিদ্ধান্ত নেওয়া হবে ৷
আরও পড়ুন: মুম্বইয়ের বৈঠকেই হতে পারে 'ইন্ডিয়া' জোটের আনুষ্ঠানিক লোগো উন্মোচন