গুয়াহাটি, 7 সেপ্টেম্বর: কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'র সূচনা আজ ৷ বুধবার সকালেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি শ্রীপেরামবুুদুরে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান ৷ তাঁর সঙ্গে ছিলেন অন্য কংগ্রেস নেতা কর্মীরা ৷ শুরুর আগে এই যাত্রাকে 'এই শতকের কমেডি' বলে কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma slams congress over Bharat Jodo Yatra) ৷
এর আগে বিজেপি নেতা একটি সংবাদসংস্থাকে বলেছিলেন, "1947 সালে কংগ্রেসের সময়কালে ভারত বিভক্ত হয়েছিল ৷ তারা যদি ভারত জোড়ো যাত্রা আরম্ভ করতে চায়, তাহলে রাহুলের পাকিস্তানে যাওয়া উচিত ৷" তিনি এই যাত্রার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, "এই যাত্রা করে ভারতের কী উপকার হবে ? ভারত ঐক্যবদ্ধই আছে ৷"
-
India was divided in 1947 under Congress. Now, Congress should go to Pakistan for 'Bharat Jodo Yatra'. Rahul Gandhi should hold this Yatra in Pakistan because India is united: Assam CM Himanta Biswa Sarma pic.twitter.com/pjLUxmEBXj
— ANI (@ANI) September 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India was divided in 1947 under Congress. Now, Congress should go to Pakistan for 'Bharat Jodo Yatra'. Rahul Gandhi should hold this Yatra in Pakistan because India is united: Assam CM Himanta Biswa Sarma pic.twitter.com/pjLUxmEBXj
— ANI (@ANI) September 6, 2022India was divided in 1947 under Congress. Now, Congress should go to Pakistan for 'Bharat Jodo Yatra'. Rahul Gandhi should hold this Yatra in Pakistan because India is united: Assam CM Himanta Biswa Sarma pic.twitter.com/pjLUxmEBXj
— ANI (@ANI) September 6, 2022
আরও পড়ুন: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, শ্রীপেরামবুদুরে বাবার সমাধিস্থলে রাহুল
স্বভাবত এ নিয়ে ফের উত্তাল বিজেপি-কংগ্রেস যুদ্ধ ৷ অসম মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের উত্তরে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Chhattisgarh CM) বলেন, "তিনি (হিমন্ত বিশ্বশর্মা) বিষ ছড়াচ্ছেন ৷ তিনি নিশ্চয়ই আরএসএসের অফিসে গিয়েছেন এবং সেখানে 'অখণ্ড ভারত' ম্যাপটিও দেখেছেন ৷"
-
The Bharat Jodo Yatra is a Comedy of the Century!
— Himanta Biswa Sarma (@himantabiswa) September 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The Bharat that we live in today is resilient, robust & united. The only time India was divided was in 1947 because Congress agreed for it. Rahul Gandhi ji should go to Pakistan for 'Bharat Jodo Yatra' if they want unification. pic.twitter.com/PzACrtB0eq
">The Bharat Jodo Yatra is a Comedy of the Century!
— Himanta Biswa Sarma (@himantabiswa) September 7, 2022
The Bharat that we live in today is resilient, robust & united. The only time India was divided was in 1947 because Congress agreed for it. Rahul Gandhi ji should go to Pakistan for 'Bharat Jodo Yatra' if they want unification. pic.twitter.com/PzACrtB0eqThe Bharat Jodo Yatra is a Comedy of the Century!
— Himanta Biswa Sarma (@himantabiswa) September 7, 2022
The Bharat that we live in today is resilient, robust & united. The only time India was divided was in 1947 because Congress agreed for it. Rahul Gandhi ji should go to Pakistan for 'Bharat Jodo Yatra' if they want unification. pic.twitter.com/PzACrtB0eq
অন্যদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Congress Gen Secy in-charge of communications Jairam Ramesh) বলেন, "আমি অসমের মুখ্যমন্ত্রীকে গুরুত্ব দিই না ৷ 20-25 বছর কংগ্রেসে থাকার পর তাঁকে প্রতিদিন তাঁর সততার প্রমাণ করতে হয় ৷ সম্প্রতি তিনি বিজেপিতে পরিযায়ী হিসেবে যোগ দিয়েছেন ৷ তাই তাঁকে এখন প্রতিদিনই উত্তেজনামূলক বিবৃতি দিতে হবে ৷"
হিমন্ত বিশ্বশর্মা (Assam CM) আরেকটি টুইটে লেখেন, "ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) এই শতকের কমেডি ! আমরা যে ভারতে বসবাস করি, তা স্থিতিশীল, শক্তিশালী এবং ঐক্যবদ্ধ ৷" দেশভাগের দায় কংগ্রেসের উপর চাপিয়ে লেখেন, "একটাই সময়ে দেশ বিভক্ত হয়েছিল ৷ সেটা 1947 সালের ঘটনা ৷ দেশ বিভক্ত হয়েছিল কারণ কংগ্রেস তাতে রাজি হয়েছিল ৷ দেশকে একত্রিত করতে হলে রাহুল গান্ধিজির পাকিস্তানে (should conduct this campaign in Pakistan) গিয়ে ভারত জোড়ো যাত্রা করা উচিত ৷"