ETV Bharat / bharat

Himachal Rains: নাগাড়ে বৃষ্টিতে ধ্বস্ত হিমাচল সম্পূর্ণ স্বাভাবিক হতে এক বছর লেগে যাবে: মুখ্যমন্ত্রী সুখু - সুখবিন্দর সিং সুখু

Sukhvinder Singh Sukhu on Himachal Rains: নাগাড়ে বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচলপ্রদেশ সম্পূর্ণ স্বাভাবিক হতে এক বছর সময় লেগে যাবে বলে জানালেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ৷

Himachal Rains
নাগাড়ে বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচল
author img

By

Published : Aug 17, 2023, 6:37 PM IST

সিমলা, 17 অগস্ট: নাগাড়ে বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচলপ্রদেশ ৷ বৃষ্টিজনিত কারণে গত তিন দিনে সেখানে 72 জনের মৃত্যু হয়েছে । বর্ষার শুরু থেকেই বৃষ্টি প্রবল আকারে আঘাত হেনেছে পাহাড়ি রাজ্যে ৷ ভারী বৃষ্টিতে সিমলা, কুলু, মাণ্ডি ও চাম্বা-সহ প্রায় সব জেলাই বিপর্যস্ত ৷ হাজারেরও বেশি রাস্তা ধ্বংস হয়ে গিয়েছে ৷ পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত এক বছর সময় লেগে যাবে বলে জানিয়েছেন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ৷

তিনি বলেন, "আমার সরকার রাস্তা, বিদ্যুৎ ও জল সরবরাহের মতো নানা সুবিধেগুলি পুনরুদ্ধার করার চেষ্টা করছে । এগুলি করতে সাময়িক ভাবে এক মাস সময় লাগলেও, পুনরায় আবার পরিকাঠামো গড়ে তুলতে এক বছর সময় লেগে যাবে ৷"

সুখু আরও বলেন, বৃষ্টির কারণে যে পরিকাঠামোগত ক্ষতি হয়েছে, তা ঠিক করতে 2024 সালের সেপ্টেম্বর মাস লেগে যাবে ৷ হিমাচলের উদ্যানপালকরা আপেলের বাজারে পৌঁছতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, সে জন্য রাস্তাগুলি আগে সারানো হবে বলে জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী ৷

কেন্দ্রের থেকে সাহায্য: মুখ্যমন্ত্রী সুখু আরও বলেন যে, বৃষ্টির কারণে হিমাচল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ৷ বহু রাস্তায় ভেসে গিয়েছে এবং অনেক বাড়িঘরও ধ্বংস হয়ে গিয়েছে । বিপর্যয়ে আক্রান্ত এলাকাগুলি পরিদর্শন করেছে কেন্দ্রীয় দল ৷ রাজ্য কেন্দ্রের থেকে প্রথম দফার ত্রাণের অর্থের অপেক্ষায় রয়েছে বলে জানান সুখু ৷

আরও পড়ুন: হিমাচল প্রদেশে ভূমিধসে একদিনে 55 জনের মৃত্যু

3 দিনে 72 জনের মৃত্যু: হিমাচলের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার চন্দ শর্মা জানিয়েছেন, 13, 14 ও 15 অগস্টের মধ্যে 72 জনের মৃত্যু হয়েছে ৷ তিনি জানান, ধসে চাপা পড়ে যাওয়া জায়গাগুলিতে উদ্ধারকাজ চলছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি ৷ 13 ও 14 অগস্টই 50 জনেরও বেশি মানুষ মারা গিয়েছে বলে জানান তিনি ৷

বন্যা কবলে কাংড়া: কুলু, মাণ্ডি, সোলান ও সিমলা ছাড়াও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কাংড়াও ৷ বুধবার আকাশপথে ওই এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী সুখু ৷ কাংড়ার ফতেপুর ও ইন্দোরা বিধানসভা কেন্দ্রে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তার জন্য পং বাঁধ থেকে ছাড়া জলকে দায়ী করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী ৷ প্রায় 2,200 লোককে নিরাপদ স্থানে সরানো হয়েছে ৷

পাহাড়ি এই রাজ্য গত চার দিনে 157 শতাংশেরও বেশি বৃষ্টির সাক্ষী থেকেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সুখু ৷ তিনি জানান, বন্ধ থাকা 1,220টি রাস্তার মধ্যে 400টি খুলে দেওয়া হয়েছে ৷ সিমলায় বৃষ্টির কারণে উপড়ে গিয়েছে 500টি গাছ ৷

সিমলা, 17 অগস্ট: নাগাড়ে বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচলপ্রদেশ ৷ বৃষ্টিজনিত কারণে গত তিন দিনে সেখানে 72 জনের মৃত্যু হয়েছে । বর্ষার শুরু থেকেই বৃষ্টি প্রবল আকারে আঘাত হেনেছে পাহাড়ি রাজ্যে ৷ ভারী বৃষ্টিতে সিমলা, কুলু, মাণ্ডি ও চাম্বা-সহ প্রায় সব জেলাই বিপর্যস্ত ৷ হাজারেরও বেশি রাস্তা ধ্বংস হয়ে গিয়েছে ৷ পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত এক বছর সময় লেগে যাবে বলে জানিয়েছেন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ৷

তিনি বলেন, "আমার সরকার রাস্তা, বিদ্যুৎ ও জল সরবরাহের মতো নানা সুবিধেগুলি পুনরুদ্ধার করার চেষ্টা করছে । এগুলি করতে সাময়িক ভাবে এক মাস সময় লাগলেও, পুনরায় আবার পরিকাঠামো গড়ে তুলতে এক বছর সময় লেগে যাবে ৷"

সুখু আরও বলেন, বৃষ্টির কারণে যে পরিকাঠামোগত ক্ষতি হয়েছে, তা ঠিক করতে 2024 সালের সেপ্টেম্বর মাস লেগে যাবে ৷ হিমাচলের উদ্যানপালকরা আপেলের বাজারে পৌঁছতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, সে জন্য রাস্তাগুলি আগে সারানো হবে বলে জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী ৷

কেন্দ্রের থেকে সাহায্য: মুখ্যমন্ত্রী সুখু আরও বলেন যে, বৃষ্টির কারণে হিমাচল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ৷ বহু রাস্তায় ভেসে গিয়েছে এবং অনেক বাড়িঘরও ধ্বংস হয়ে গিয়েছে । বিপর্যয়ে আক্রান্ত এলাকাগুলি পরিদর্শন করেছে কেন্দ্রীয় দল ৷ রাজ্য কেন্দ্রের থেকে প্রথম দফার ত্রাণের অর্থের অপেক্ষায় রয়েছে বলে জানান সুখু ৷

আরও পড়ুন: হিমাচল প্রদেশে ভূমিধসে একদিনে 55 জনের মৃত্যু

3 দিনে 72 জনের মৃত্যু: হিমাচলের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার চন্দ শর্মা জানিয়েছেন, 13, 14 ও 15 অগস্টের মধ্যে 72 জনের মৃত্যু হয়েছে ৷ তিনি জানান, ধসে চাপা পড়ে যাওয়া জায়গাগুলিতে উদ্ধারকাজ চলছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি ৷ 13 ও 14 অগস্টই 50 জনেরও বেশি মানুষ মারা গিয়েছে বলে জানান তিনি ৷

বন্যা কবলে কাংড়া: কুলু, মাণ্ডি, সোলান ও সিমলা ছাড়াও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কাংড়াও ৷ বুধবার আকাশপথে ওই এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী সুখু ৷ কাংড়ার ফতেপুর ও ইন্দোরা বিধানসভা কেন্দ্রে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তার জন্য পং বাঁধ থেকে ছাড়া জলকে দায়ী করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী ৷ প্রায় 2,200 লোককে নিরাপদ স্থানে সরানো হয়েছে ৷

পাহাড়ি এই রাজ্য গত চার দিনে 157 শতাংশেরও বেশি বৃষ্টির সাক্ষী থেকেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সুখু ৷ তিনি জানান, বন্ধ থাকা 1,220টি রাস্তার মধ্যে 400টি খুলে দেওয়া হয়েছে ৷ সিমলায় বৃষ্টির কারণে উপড়ে গিয়েছে 500টি গাছ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.