ETV Bharat / bharat

Muslim Marriage at Hindu Temple: সম্প্রীতির বার্তা দিয়ে মন্দির প্রাঙ্গণে নিকাহ সারলেন মুসলিম যুগল - সম্প্রীতির বার্তা

সম্প্রীতির বার্তা দিয়ে সিমলার এক মন্দির প্রাঙ্গণে নিকাহ সারলেন এক মুসলিম যুগল (Muslim Marriage at Hindu Temple)৷ মৌলবী, সাক্ষী ও একজন আইনজীবীর উপস্থিতিতে হল বিয়ে ৷

Muslim Marriage at Hindu Temple ETV Bharat
মন্দির প্রাঙ্গণে নিকাহ
author img

By

Published : Mar 6, 2023, 3:05 PM IST

সিমলা (হিমাচল প্রদেশ), 6 মার্চ: সমাজে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে বিয়ের আয়োজনে চমক দিলেন এক মুসলিম যুগল (Muslim Marriage at Hindu Temple)৷ একটি হিন্দু মন্দির প্রাঙ্গণে ইসলামিক রীতিনীতি মেনে বিয়ে করলেন তাঁরা ।

মন্দির প্রাঙ্গণে হল নিকাহ: রবিবার সিমলা (Himachal Pradesh News) জেলার রামপুরে হয় এই বিয়ে ৷ বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত ঠাকুর সত্যনারায়ণ মন্দির চত্বরে এই বিয়ে হয় । মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের লোকজন একত্রিত হয়ে মন্দিরে মুসলিম দম্পতির বিয়ের অনুষ্ঠান প্রত্যক্ষ করেন । মৌলবী, সাক্ষী ও একজন আইনজীবীর উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে নিকাহ অনুষ্ঠান সম্পন্ন হয় (Muslim couple married at Hindu temple premises)।

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা দেওয়াই উদ্দেশ্য: মন্দির প্রাঙ্গণে এই বিয়ে করার উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া । উল্লেখ্য, সত্যনারায়ণ মন্দির প্রাঙ্গণই বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা কার্যালয় ।

যা বললেন মন্দির ট্রাস্টের সম্পাদক: ঠাকুর সত্যনারায়ণ টেম্পল ট্রাস্ট রামপুরের সাধারণ সম্পাদক বিনয় শর্মা সংবাদসংস্থা এএনআইকে বলেন, "বিশ্ব হিন্দু পরিষদ মন্দির ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা কার্যালয় পরিচালনা করে । বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএসকে প্রায়ই মুসলিম বিরোধী বলে অভিযুক্ত করা হয় । কিন্তু এখানে হিন্দু মন্দির প্রাঙ্গণে এক মুসলিম দম্পতি বিয়ে করলেন । এটা নিজেই একটি উদাহরণ যে সনাতন ধর্ম সর্বদা সবাইকে অন্তর্ভুক্ত করে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে ।"

আরও পড়ুন: 'তিনি আমার বাবার মতো ছিলেন...', হিন্দু কর্মচারীর শব বহনের পর মন্তব্য মুসলিম ব্যবসায়ীর

সম্প্রীতির বার্তা দিলেন কনের বাবা: কনের বাবা মহেন্দ্র সিং মালিক বলেন, "মেয়ের বিয়ে হয়েছে রামপুরের সত্যনারায়ণ মন্দির প্রাঙ্গণে । বিশ্ব হিন্দু পরিষদ ও মন্দির ট্রাস্টের লোকেরা ইতিবাচক ও সক্রিয়ভাবে এই বিয়েতে উপস্থিত ছিলেন । এই বিয়ের আয়োজনে তাঁরা সহযোগিতা করেছেন ।" তিনি আরও বলেন, এই বিয়ের মাধ্যমে রামপুরবাসী জনগণের মধ্যে ভ্রাতৃত্বের বার্তা তুলে ধরেছে । অন্যকে এমন কোনও বিভ্রান্তিকর কথা বলা ঠিক নয়, যা পারস্পরিক ভ্রাতৃত্ব নষ্ট করে ।

বিয়ের কনে এমটেক সিভিল ইঞ্জিনিয়ার ও স্বর্ণপদক বিজয়ী এবং তাঁর জামাই একজন সিভিল ইঞ্জিনিয়ার ।

সিমলা (হিমাচল প্রদেশ), 6 মার্চ: সমাজে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে বিয়ের আয়োজনে চমক দিলেন এক মুসলিম যুগল (Muslim Marriage at Hindu Temple)৷ একটি হিন্দু মন্দির প্রাঙ্গণে ইসলামিক রীতিনীতি মেনে বিয়ে করলেন তাঁরা ।

মন্দির প্রাঙ্গণে হল নিকাহ: রবিবার সিমলা (Himachal Pradesh News) জেলার রামপুরে হয় এই বিয়ে ৷ বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত ঠাকুর সত্যনারায়ণ মন্দির চত্বরে এই বিয়ে হয় । মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের লোকজন একত্রিত হয়ে মন্দিরে মুসলিম দম্পতির বিয়ের অনুষ্ঠান প্রত্যক্ষ করেন । মৌলবী, সাক্ষী ও একজন আইনজীবীর উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে নিকাহ অনুষ্ঠান সম্পন্ন হয় (Muslim couple married at Hindu temple premises)।

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা দেওয়াই উদ্দেশ্য: মন্দির প্রাঙ্গণে এই বিয়ে করার উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া । উল্লেখ্য, সত্যনারায়ণ মন্দির প্রাঙ্গণই বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা কার্যালয় ।

যা বললেন মন্দির ট্রাস্টের সম্পাদক: ঠাকুর সত্যনারায়ণ টেম্পল ট্রাস্ট রামপুরের সাধারণ সম্পাদক বিনয় শর্মা সংবাদসংস্থা এএনআইকে বলেন, "বিশ্ব হিন্দু পরিষদ মন্দির ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা কার্যালয় পরিচালনা করে । বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএসকে প্রায়ই মুসলিম বিরোধী বলে অভিযুক্ত করা হয় । কিন্তু এখানে হিন্দু মন্দির প্রাঙ্গণে এক মুসলিম দম্পতি বিয়ে করলেন । এটা নিজেই একটি উদাহরণ যে সনাতন ধর্ম সর্বদা সবাইকে অন্তর্ভুক্ত করে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে ।"

আরও পড়ুন: 'তিনি আমার বাবার মতো ছিলেন...', হিন্দু কর্মচারীর শব বহনের পর মন্তব্য মুসলিম ব্যবসায়ীর

সম্প্রীতির বার্তা দিলেন কনের বাবা: কনের বাবা মহেন্দ্র সিং মালিক বলেন, "মেয়ের বিয়ে হয়েছে রামপুরের সত্যনারায়ণ মন্দির প্রাঙ্গণে । বিশ্ব হিন্দু পরিষদ ও মন্দির ট্রাস্টের লোকেরা ইতিবাচক ও সক্রিয়ভাবে এই বিয়েতে উপস্থিত ছিলেন । এই বিয়ের আয়োজনে তাঁরা সহযোগিতা করেছেন ।" তিনি আরও বলেন, এই বিয়ের মাধ্যমে রামপুরবাসী জনগণের মধ্যে ভ্রাতৃত্বের বার্তা তুলে ধরেছে । অন্যকে এমন কোনও বিভ্রান্তিকর কথা বলা ঠিক নয়, যা পারস্পরিক ভ্রাতৃত্ব নষ্ট করে ।

বিয়ের কনে এমটেক সিভিল ইঞ্জিনিয়ার ও স্বর্ণপদক বিজয়ী এবং তাঁর জামাই একজন সিভিল ইঞ্জিনিয়ার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.