ETV Bharat / bharat

HP Poll Results 2022: হিমাচলে 9 আসনে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি-কংগ্রেসের - রাহুল গান্ধি

হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ক্ষমতায় রয়েছে বিজেপি (BJP) ৷ কিন্তু সেখানে গত 37 বছরে কোনও রাজনৈতিক দল পরপর দু’বার জিততে পারেনি ৷ এবারও কি তাই হবে ? হাড্ডাহাড্ডি লড়াই চলছে কংগ্রেস (Congress) ও বিজেপির মধ্যে ৷

Himachal Pradesh Election Result 2022BJP and Congress in neck and neck competition in 9 constituencies
HP Poll Results 2022: হিমাচলে 9 আসনে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি-কংগ্রেসের
author img

By

Published : Dec 8, 2022, 2:27 PM IST

সিমলা (হিমাচল প্রদেশ), 8 ডিসেম্বর: গুজরাতে গেরুয়া ঝড়ে (Gujarat Assembly Election Result 2022) বিরোধীরা ধূলিস্যাৎ হয়ে গিয়েছে ৷ কিন্তু ভিন্ন পরিস্থিতি পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে ৷ সেখানে শেষ পর্যন্ত কে জিতবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে (Himachal Pradesh Election Result 2022) ৷ 68টি আসনের বিধানসভায় 9টি আসনই নির্ধারক হতে পারে সরকার গঠনের ক্ষেত্রে ৷ কারণ, বিজেপি (BJP) ও কংগ্রেসের (Congress) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ৷

বিলাসপুরে কংগ্রেসের বামবের ঠাকুর কার্যত তাড়া করছেন বিজেপির ত্রিলোক জামওয়ালকে ৷ দু’জনের ভোট শতাংশের ব্যবধান মাত্র দুই ৷ একই পরিস্থিতি ভাটিয়াতেও ৷ সেখানেই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিজেপির বিক্রম সিং ও কংগ্রেসের কুলদীপ পাঠানিয়ার মধ্যে ৷ এখানেই বিজেপির চেয়ে দুই শতাংশ ভোটে পিছিয়ে কংগ্রেস ৷ ইন্দোরা আসনে বিজেপির রীতা দেবী সামান্য ভোটে কংগ্রেসের মালেন রাজনের চেয়ে পিছিয়ে রয়েছেন ৷

এছাড়া জসওয়ান প্রাগপুর, ঝনদুতা, রামপুরেও একই পরিস্থিতি ৷ এই আসনগুলিতে কখনও বিজেপি এগিয়ে যাচ্ছে৷ তো আবার পরক্ষণে কংগ্রেস এগিয়ে যাচ্ছে ৷ একই অবস্থা শিলাই, শ্রী রেনুকাজি, সুজানপুরেও ৷ এই আসনগুলিতেও নরেন্দ্র মোদি (Narendra Modi) ও রাহুল গান্ধির (Rahul Gandhi) দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ৷

আরও পড়ুন: সিরাজ বিধানসভাকেন্দ্রে জিতলেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর

সিমলা (হিমাচল প্রদেশ), 8 ডিসেম্বর: গুজরাতে গেরুয়া ঝড়ে (Gujarat Assembly Election Result 2022) বিরোধীরা ধূলিস্যাৎ হয়ে গিয়েছে ৷ কিন্তু ভিন্ন পরিস্থিতি পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে ৷ সেখানে শেষ পর্যন্ত কে জিতবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে (Himachal Pradesh Election Result 2022) ৷ 68টি আসনের বিধানসভায় 9টি আসনই নির্ধারক হতে পারে সরকার গঠনের ক্ষেত্রে ৷ কারণ, বিজেপি (BJP) ও কংগ্রেসের (Congress) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ৷

বিলাসপুরে কংগ্রেসের বামবের ঠাকুর কার্যত তাড়া করছেন বিজেপির ত্রিলোক জামওয়ালকে ৷ দু’জনের ভোট শতাংশের ব্যবধান মাত্র দুই ৷ একই পরিস্থিতি ভাটিয়াতেও ৷ সেখানেই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিজেপির বিক্রম সিং ও কংগ্রেসের কুলদীপ পাঠানিয়ার মধ্যে ৷ এখানেই বিজেপির চেয়ে দুই শতাংশ ভোটে পিছিয়ে কংগ্রেস ৷ ইন্দোরা আসনে বিজেপির রীতা দেবী সামান্য ভোটে কংগ্রেসের মালেন রাজনের চেয়ে পিছিয়ে রয়েছেন ৷

এছাড়া জসওয়ান প্রাগপুর, ঝনদুতা, রামপুরেও একই পরিস্থিতি ৷ এই আসনগুলিতে কখনও বিজেপি এগিয়ে যাচ্ছে৷ তো আবার পরক্ষণে কংগ্রেস এগিয়ে যাচ্ছে ৷ একই অবস্থা শিলাই, শ্রী রেনুকাজি, সুজানপুরেও ৷ এই আসনগুলিতেও নরেন্দ্র মোদি (Narendra Modi) ও রাহুল গান্ধির (Rahul Gandhi) দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ৷

আরও পড়ুন: সিরাজ বিধানসভাকেন্দ্রে জিতলেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.