ETV Bharat / bharat

"রাহুল প্রধানমন্ত্রী থাকলে দেশে কোরোনায় আরও মৃত্যু হত" - কোরোনা সংক্রমণ

হিমাচল প্রদেশের বনমন্ত্রী রাকেশ পাথানিয়া রাহুল গান্ধির তীব্র সমালোচনা করলেন । তিনি বলেন, কোরোনা সংক্রমণের সময় রাহুল যদি দেশের প্রধানমন্ত্রী পদে থাকতেন তাহলে নিশ্চিত ভাবে কোরোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আরও বেশি বৃদ্ধি পেত ।

himachal minister
রাকেশ পাথানিয়া
author img

By

Published : Nov 2, 2020, 10:17 PM IST

পালামপুর (হিমাচল প্রদেশ ), 2 নভেম্বর : দেশে কোরোনা আক্রান্ত ও এরফলে মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একাধিকবার সমালোচনা করেন রাহুল গান্ধি । রাহুলের সমালোচনাকে নরেন্দ্র মোদি কোনও জবাব না দিয়ে উপেক্ষা করার রাস্তা নেন । কিন্তু তাঁর দলের পক্ষ থেকে রাহুল গান্ধিকেও পালটা জবাব দেওয়া হয় । কোরোনা আবহে এই রাজনৈতিক তরজা প্রায় লেগেই আছে । এবার হিমাচল প্রদেশের বনমন্ত্রী রাকেশ পাথানিয়া প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির তীব্র সমালোচনা করলেন । তিনি রাহুলের সমালোচনা করে বলেন, কোরোনা সংক্রমণের সময় রাহুল যদি দেশের প্রধানমন্ত্রী পদে থাকতেন তাহলে নিশ্চিত ভাবে কোরোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আরও বেশি বৃদ্ধি পেত । রাহুলের সমালোচনার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে বলেন, মোদি দেশের প্রধানমন্ত্রী থাকায় কোরোনা সংক্রমণের ভয়াবহতাকে রোখা সম্ভব হয়েছে । তিনি কাঙরা জেলার জয়সিংহপুরে সফরে এসে এই কথা বলেন ।

বনমন্ত্রী রাকেশ পাথানিয়া দাবি করেন সামনের নির্বাচনে BJP ক্ষমতায় আসবে । তিনি বলেন, কংগ্রেসে মুখ্যমন্ত্রী পদের দাবিদার নিয়ে অভ্যন্তরীণ লড়াই চলছে । একদিকে যেমন আশা কুমারী মুখ্যমন্ত্রী প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্যদিকে বালিও এই দৌড়ে আছেন ।


তিনি আরও বলেন যে অন্তত 14 জন নেতা কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদে লড়াই করছেন এবং এমন পরিস্থিতিতে কংগ্রেস টিকতে পারবে না। রাকেশ পাঠানিয়া আরও বলেন যে কংগ্রেসের নিজেদের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ হওয়া উচিত যাতে কাকে মুখ্যমন্ত্রী পদে তুলে ধরবে তা নিয়ে।

পালামপুর (হিমাচল প্রদেশ ), 2 নভেম্বর : দেশে কোরোনা আক্রান্ত ও এরফলে মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একাধিকবার সমালোচনা করেন রাহুল গান্ধি । রাহুলের সমালোচনাকে নরেন্দ্র মোদি কোনও জবাব না দিয়ে উপেক্ষা করার রাস্তা নেন । কিন্তু তাঁর দলের পক্ষ থেকে রাহুল গান্ধিকেও পালটা জবাব দেওয়া হয় । কোরোনা আবহে এই রাজনৈতিক তরজা প্রায় লেগেই আছে । এবার হিমাচল প্রদেশের বনমন্ত্রী রাকেশ পাথানিয়া প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির তীব্র সমালোচনা করলেন । তিনি রাহুলের সমালোচনা করে বলেন, কোরোনা সংক্রমণের সময় রাহুল যদি দেশের প্রধানমন্ত্রী পদে থাকতেন তাহলে নিশ্চিত ভাবে কোরোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আরও বেশি বৃদ্ধি পেত । রাহুলের সমালোচনার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে বলেন, মোদি দেশের প্রধানমন্ত্রী থাকায় কোরোনা সংক্রমণের ভয়াবহতাকে রোখা সম্ভব হয়েছে । তিনি কাঙরা জেলার জয়সিংহপুরে সফরে এসে এই কথা বলেন ।

বনমন্ত্রী রাকেশ পাথানিয়া দাবি করেন সামনের নির্বাচনে BJP ক্ষমতায় আসবে । তিনি বলেন, কংগ্রেসে মুখ্যমন্ত্রী পদের দাবিদার নিয়ে অভ্যন্তরীণ লড়াই চলছে । একদিকে যেমন আশা কুমারী মুখ্যমন্ত্রী প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্যদিকে বালিও এই দৌড়ে আছেন ।


তিনি আরও বলেন যে অন্তত 14 জন নেতা কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদে লড়াই করছেন এবং এমন পরিস্থিতিতে কংগ্রেস টিকতে পারবে না। রাকেশ পাঠানিয়া আরও বলেন যে কংগ্রেসের নিজেদের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ হওয়া উচিত যাতে কাকে মুখ্যমন্ত্রী পদে তুলে ধরবে তা নিয়ে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.