নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর : হিমাচলপ্রদেশের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সোমবার তিনি বলেন, ভারতীয় রাজ্যগুলির মধ্যে হিমাচলপ্রদেশই প্রথম, যেখানে করোনার প্রথম ডোজের টিকাকরণের (COVID-19 vaccination) কাজ 100 শতাংশ সম্পূর্ণ হয়েছে ৷ হিমাচলের এই সাফল্যে তিনি গর্বিত বলেও জানিয়েছেন মোদি ৷
আরও পড়ুন : Corona in India : দেশে কমল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু
এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হিমাচলপ্রদেশের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ যাঁদের টিকাকরণ হয়ে গিয়েছে, তাঁদের সঙ্গেও কথা হয় তাঁর ৷ মোদি সকলের উদ্দেশে বলেন, ‘‘হিমাচলপ্রদেশ নিজেকে চ্যাম্পিয়ন হিসাবে প্রতিষ্ঠা করেছে ৷ ইতিমধ্যেই এই রাজ্যে করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার কাজ 100 শতাংশ শেষ হয়েছে ৷ এক তৃতীয়াংশ যোগ্য প্রাপককে দ্বিতীয় ডোজের টিকাও দেওয়া হয়ে গিয়েছে ৷ হিমাচলপ্রদেশ আমাকে গর্বিত হওয়ার সুযোগ করে দিয়েছে ৷ আমি এই রাজ্যেকে ন্যূনতম পরিকাঠামোর জন্য লড়াই করতে দেখেছি ৷ কিন্তু, এখন সব ঠিক আছে ৷ আমি রাজ্যের সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে চাই ৷’’
এই প্রসঙ্গে কথা বলার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরেরও (Chief Minister Jairam Thakur) ভূয়সী প্রশংসা করেন মোদি ৷ তিনি বলেন, ‘‘পার্বত্য এলাকা হওয়ায় হিমাচলপ্রদেশের পরিকাঠামোগত অনেক সমস্যা রয়েছে ৷ সমস্যা রয়েছে যাতায়াত এবং পণ্য মজুত করার ক্ষেত্রেও ৷ কিন্তু রাজ্য সরকার পরিস্থিতিকে খুব সুন্দরভাবে পরিচালনা করেছে ৷’’
আরও পড়ুন : Kerala Exams : করোনা পরিস্থিতি উদ্বেগের, কেরালার ইলেভেনের পরীক্ষা স্থগিত করল সুপ্রিম কোর্ট
এদিন ভিডিয়ো কনফারেন্সেই প্রধানমন্ত্রী জানান, হিমাচলপ্রদেশ ছাড়াও সিকিম এবং দাদরা নগর হাভেলিতে করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার প্রক্রিয়া 100 শতাংশ সারা হয়ে গিয়েছে ৷ তারাও করোনা মোকাবিলায় বড়সড় সাফল্য অর্জন করেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী মোদি ৷ এদিনের ভিডিয়ো কনফারেন্সে অন্যদের পাশাপাশি হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও উপস্থিত ছিলেন ৷