সিমলা, 10 ডিসেম্বর: হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, কংগ্রেস সরকার বিজেপির মতো জনগণকে ঠকাবে না। কংগ্রেস সরকার পর্যায়ক্রমে 10টি গ্যারান্টিই পূরণ করবে। যার মধ্য়ে তিনটি গ্যারান্টি পূরণ হয়েছে বলেও জানান তিনি। আগামী বছর আরও তিনটি গ্যারান্টি সম্পন্ন হবে। 11 ডিসেম্বর পাহাড়ি রাজ্যটিতে এক বছর পূর্‘ হচ্ছে তাঁর সরকারের ৷ ঠিক তার সন্ধিক্ষণে তেলেঙ্গানায় কংগ্রেসের জয় এবং মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে পরাজয়ের বিষয়ে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানালেন, নির্বাচনে পরাজয় আদতে জয়ের দিকেই নিয়ে যায়।
হিমাচলের অর্থনৈতিক বোঝা নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানান, সামনের লোকসভা ভোটে জনগণ তাঁর সরকারের পারফরম্যান্সের ভিত্তিতেই ভোট দেবে। হিমাচলের কংগ্রেস ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হতে চলেছে। এই উপলক্ষে ইটিভির সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু তাঁর সরকারের কাজগুলির বর্ণনা দিয়েছেন ৷ ঋণের বোঝা এবং রাজ্যের সরকারি কর্মচারীদের দায়বদ্ধতার মধ্যে পড়ে রাজ্যের ভয়াবহ অর্থনৈতিক অবস্থা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং বলেন, "সরকারের প্রচেষ্টার কারণে হিমাচলের অর্থনীতিতে 20 শতাংশ উন্নতি হয়েছে।" একইসঙ্গে মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভাল নয়, তবে কংগ্রেস সরকার পুরনো পেনশন স্কিম পুনরুদ্ধারের আকারে তার সবচেয়ে বড় প্রাক-নির্বাচনের গ্যারান্টি পূরণ করেছে। এখন কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ও বকেয়া পরিশোধের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানান, ক্ষমতায় আসার আগে তিনি সিমলার বালিকা আশ্রমে গিয়েছিলেন ৷ সেখানে নিঃস্ব মেয়েদের সঙ্গে দেখা করেছিলেন। তাঁর সরকার সমাজের বঞ্চিত অংশের জন্য মূলত কাজ করার চেষ্টা করেছে। রাজ্যে অনাথ শিশুদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। তাদের শিক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থাও করা হয়েছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং বলেন, "ধর্মশালায় সরকারের এক বছরের মেয়াদ পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে সরকারের এক বছরের কাজের হিসাব জনগণের সামনে তুলে ধরা হবে। সরকার কাজ করে এবং জনগণ সেই কাজ যাচাই করে।" মুখ্যমন্ত্রী জানান, তিনি ক্ষমতায় এসেছেন ক্ষমতার আনন্দ উপভোগ করার জন্য নয় ৷ বরং ব্যবস্থা বদলাতে। তিনি বলেন, "কংগ্রেস সরকার বিজেপির মতো জনগণকে ঠকাবে না।"
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, তাঁর সরকার আগের সরকারের মতো যুবকদের বোকা বানাবে না। বিগত সরকারের আমলে নিয়োগ সংক্রান্ত মামলাগুলো আদালতে বিচারাধীন ছিল। এমনকী সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলাগুলোর সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগও নিয়েছে বর্তমান সরকার। রাজ্য নির্বাচন কমিশন সম্পর্কে একটি প্রশ্নে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং বলেন, "হিমাচল প্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিছু নিয়োগ করা হচ্ছে। দীপক সানন কমিটির রিপোর্ট আসার পরে, রাজ্য নির্বাচন কমিশনকে শীঘ্রই মূল্যায়ন করে কার্যকর করা হবে।" লোকসভা নির্বাচন সম্পর্কে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং বলেন, "জনগণ সরকারের এক বছরের মেয়াদে করা কাজ বিবেচনা করেই ভোট দেবে। কংগ্রেস নির্বাচনের আগে 10টি গ্যারান্টি দিয়েছিল। যার মধ্যে তিনটি সম্পন্ন হয়েছে। বাকি তিনটি গ্যারান্টি পরের বছর এবং 2025 এর পরেও পূরণ করা হবে। এভাবে পাঁচ বছরে পর্যায়ক্রমে সব গ্যারান্টি সম্পন্ন হবে।"
আরও পড়ুন