ETV Bharat / bharat

অক্সিজেনের বরাদ্দ বাড়িয়ে 300 মেট্রিক টন করার দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর - টিকাকরণ

করোনা আবহে অক্সিজেন ও টিকার অভাবে জেরবার পঞ্জাব ৷ এই প্রেক্ষাপটে রাজ্য়ের জন্য মেডিক্য়াল অক্সিজেনের বরাদ্দ বাড়িয়ে 300 মেট্রিক টন করার দাবি তুললেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷ একই সঙ্গে টিকার জোগান অব্য়াহত রাখারও দাবি তুলেছেন তিনি ৷ সরাসরি প্রধানমন্ত্রীর কাছে এই দাবি রেখেছেন অমরিন্দর ৷

Hike quota of oxygen to 300 MT, Punjab CM urges Modi
অক্সিজেনের বরাদ্দ বাড়িয়ে 300 মেট্রিক টন করার দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
author img

By

Published : May 9, 2021, 8:13 PM IST

চণ্ডীগড়, 9 মে : করোনা আবহে রাজ্য়ে অক্সিজেনের বরাদ্দ বাড়ানোর আর্জি পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের ৷ নরেন্দ্র মোদির কাছে তাঁর আবেদন, পঞ্জাবের জন্য মেডিক্য়াল অক্সিজেনের বরাদ্দ বাড়িয়ে 300 মেট্রিক টন করা হোক ৷ একইসঙ্গে রাজ্য়ে করোনা টিকার জোগানও যাতে অব্যাহত রাখা হয়, প্রধানমন্ত্রীকে সেই আবেদনও করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷ কারণ, এই মুহূর্তে অক্সিজেন এবং টিকা, দু’টোরই অভাবে ধুঁকছে ভারতের এই রাজ্য ৷

সূত্রের খবর, করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য বিভিন্ন রাজ্য়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ সেই আলোচনার সময়েই মোদির দৃষ্টি আকর্ষণ করেন অমরিন্দর ৷ পঞ্জাবের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি তোলেন তিনি ৷

পরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তাঁকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ৷ অমরিন্দরের আশা, পঞ্জাবের পরিস্থিতি যথেষ্ট গুরুত্ব দিয়েই বিচার করবে কেন্দ্র ৷ দ্রুত পাঠানো হবে অক্সিজেন ও টিকা ৷

আরও পড়ুন : অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা

প্রসঙ্গত, টিকার অভাবে এখনও পর্যন্ত 18 থেকে 44 বছর বয়সিদের টিকাকরণ শুরু করতে পারেনি পঞ্জাব সরকার ৷ তবে আগামী সোমবার থেকেই সেই প্রক্রিয়া শুরু করা হবে ৷ তার জন্য পঞ্জাবে টিকার 1 লাখ ডোজ পাঠানো হচ্ছে ৷ অন্যদিকে, টিকার অভাব ভাবাচ্ছে 45 বছর ও তার বেশি বয়সিদের টিকাকরণ নিয়েও ৷

চণ্ডীগড়, 9 মে : করোনা আবহে রাজ্য়ে অক্সিজেনের বরাদ্দ বাড়ানোর আর্জি পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের ৷ নরেন্দ্র মোদির কাছে তাঁর আবেদন, পঞ্জাবের জন্য মেডিক্য়াল অক্সিজেনের বরাদ্দ বাড়িয়ে 300 মেট্রিক টন করা হোক ৷ একইসঙ্গে রাজ্য়ে করোনা টিকার জোগানও যাতে অব্যাহত রাখা হয়, প্রধানমন্ত্রীকে সেই আবেদনও করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷ কারণ, এই মুহূর্তে অক্সিজেন এবং টিকা, দু’টোরই অভাবে ধুঁকছে ভারতের এই রাজ্য ৷

সূত্রের খবর, করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য বিভিন্ন রাজ্য়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ সেই আলোচনার সময়েই মোদির দৃষ্টি আকর্ষণ করেন অমরিন্দর ৷ পঞ্জাবের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি তোলেন তিনি ৷

পরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তাঁকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ৷ অমরিন্দরের আশা, পঞ্জাবের পরিস্থিতি যথেষ্ট গুরুত্ব দিয়েই বিচার করবে কেন্দ্র ৷ দ্রুত পাঠানো হবে অক্সিজেন ও টিকা ৷

আরও পড়ুন : অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা

প্রসঙ্গত, টিকার অভাবে এখনও পর্যন্ত 18 থেকে 44 বছর বয়সিদের টিকাকরণ শুরু করতে পারেনি পঞ্জাব সরকার ৷ তবে আগামী সোমবার থেকেই সেই প্রক্রিয়া শুরু করা হবে ৷ তার জন্য পঞ্জাবে টিকার 1 লাখ ডোজ পাঠানো হচ্ছে ৷ অন্যদিকে, টিকার অভাব ভাবাচ্ছে 45 বছর ও তার বেশি বয়সিদের টিকাকরণ নিয়েও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.