বেঙ্গালুরু, 9 ফেব্রুয়ারি : হিজাব বিতর্কে বিশেষ বেঞ্চ গঠন করলেন কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতু রাজ অবস্থি (Chief Justice Ritu Raj Awasthi) ৷ প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত এই বেঞ্চে রয়েছেন বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত, বিচারপতি জে এম খাজ়ি (Justice J M Khazi) ৷ আজ দুপুর 2.30 নাগাদ এই বেঞ্চে হিজাব নিয়ে মামলার শুনানি হবে (Hijab Row Plea Hearing in 3 judges bench led by CJ Ritu Raj Awasthi) ৷
মঙ্গলবার থেকে বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিতের (Justice Krishna S Dixit) সিঙ্গল বেঞ্চে হিজাব নিষিদ্ধ করা নিয়ে একগুচ্ছ মামলার শুনানি চলছিল ৷ উদুপি (Udupi) জেলার মুসলিম পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরতে বাধা দেওয়া নিয়ে মামলা দায়ের করেন ৷ এই বিষয়ে ব্যক্তিগত অধিকারের আইন সংক্রান্ত বেশ কিছু সাংবিধানিক প্রশ্ন সামনে এসেছে, যা খুবই গুরুত্বপূর্ণ ৷ বুধবার বিচারপতি দীক্ষিত বলেন, "এই বিতর্কে বহু প্রশ্ন উঠে আসছে ৷ এর নিষ্পত্তিতে কোনও বৃহত্তর বেঞ্চ গঠন করা যায় কি না, সে বিষয়ে প্রধান বিচারপতি সিদ্ধান্ত নিন ৷"
কর্নাটকে হিজাব পরা নিয়ে অশান্তির পরিবেশ তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রী বাসবরাজ মঙ্গলবার থেকে তিন দিনের জন্য স্কুল, কলেজ, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন ৷ এ নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, নোবেলজয়ী মালালা ইউসুফজাই ৷ শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷
কর্নাটক থেকে এর প্রভাব ছড়িয়ে পড়েছে দেশের বেশ কিছু রাজ্যে ৷ হায়দরাবাদে কয়েকটি কলেজের পড়ুয়ারা প্রতিবাদ মিছিল করেন ৷ শোনা যায়, "আমরা বিচার চাই এবং আমরা হিজাবকে সমর্থন করি" স্লোগান ৷ মহারাষ্ট্রের থানেতেও হিজাব পরার পক্ষে বিক্ষোভ দেখায় মুসলিম ছাত্রছাত্রীরা ৷ কলকাতার পার্ক সার্কাস অঞ্চলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় 500 ছাত্রী হিজাব পরে প্রতিবাদে নেমেছিলেন ৷ তাঁরা জাতীয় পতাকা হাতে নিয়ে এন্টালি এবং পার্ক সার্কাস ঘুরে তাঁদের ক্যাম্পাসে ফেরে ৷
আরও পড়ুন : Malala Yousafzai on hijab row: মুসলিম মহিলাদের কোণঠাসা করা বন্ধ করুন, হিজাব বিতর্কে আর্জি মালালার