ETV Bharat / bharat

Hijab Row : কর্নাটক হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে হিজাব মামলার শুনানি - হিজাব বিতর্কে কর্নাটকের প্রধান বিচারপতি

গতকাল বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত জানিয় দিয়েছিলেন হিজাব বিতর্কের মামলার জন্য বৃহত্তর বেঞ্চ গঠন প্রয়োজন ৷ আজ প্রধান বিচারপতির বেঞ্চে তার শুনানি (Hijab Row) ৷

Hijab Row Plea Hearing led by Karnataka High Court CJ
কর্নাটক হাইকোর্টে হিজাব মামলার শুনানি
author img

By

Published : Feb 10, 2022, 10:45 AM IST

বেঙ্গালুরু, 9 ফেব্রুয়ারি : হিজাব বিতর্কে বিশেষ বেঞ্চ গঠন করলেন কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতু রাজ অবস্থি (Chief Justice Ritu Raj Awasthi) ৷ প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত এই বেঞ্চে রয়েছেন বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত, বিচারপতি জে এম খাজ়ি (Justice J M Khazi) ৷ আজ দুপুর 2.30 নাগাদ এই বেঞ্চে হিজাব নিয়ে মামলার শুনানি হবে (Hijab Row Plea Hearing in 3 judges bench led by CJ Ritu Raj Awasthi) ৷

মঙ্গলবার থেকে বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিতের (Justice Krishna S Dixit) সিঙ্গল বেঞ্চে হিজাব নিষিদ্ধ করা নিয়ে একগুচ্ছ মামলার শুনানি চলছিল ৷ উদুপি (Udupi) জেলার মুসলিম পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরতে বাধা দেওয়া নিয়ে মামলা দায়ের করেন ৷ এই বিষয়ে ব্যক্তিগত অধিকারের আইন সংক্রান্ত বেশ কিছু সাংবিধানিক প্রশ্ন সামনে এসেছে, যা খুবই গুরুত্বপূর্ণ ৷ বুধবার বিচারপতি দীক্ষিত বলেন, "এই বিতর্কে বহু প্রশ্ন উঠে আসছে ৷ এর নিষ্পত্তিতে কোনও বৃহত্তর বেঞ্চ গঠন করা যায় কি না, সে বিষয়ে প্রধান বিচারপতি সিদ্ধান্ত নিন ৷"

আরও পড়ুন : Priyanka Gandhi on Hijab Row : ‘‘বিকিনি বা জিনস, কী পরবেন তা মহিলাদের ব্যক্তিগত সিদ্ধান্ত’’, হিজাব বিতর্কে সরব প্রিয়াঙ্কা

কর্নাটকে হিজাব পরা নিয়ে অশান্তির পরিবেশ তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রী বাসবরাজ মঙ্গলবার থেকে তিন দিনের জন্য স্কুল, কলেজ, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন ৷ এ নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, নোবেলজয়ী মালালা ইউসুফজাই ৷ শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

কর্নাটক থেকে এর প্রভাব ছড়িয়ে পড়েছে দেশের বেশ কিছু রাজ্যে ৷ হায়দরাবাদে কয়েকটি কলেজের পড়ুয়ারা প্রতিবাদ মিছিল করেন ৷ শোনা যায়, "আমরা বিচার চাই এবং আমরা হিজাবকে সমর্থন করি" স্লোগান ৷ মহারাষ্ট্রের থানেতেও হিজাব পরার পক্ষে বিক্ষোভ দেখায় মুসলিম ছাত্রছাত্রীরা ৷ কলকাতার পার্ক সার্কাস অঞ্চলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় 500 ছাত্রী হিজাব পরে প্রতিবাদে নেমেছিলেন ৷ তাঁরা জাতীয় পতাকা হাতে নিয়ে এন্টালি এবং পার্ক সার্কাস ঘুরে তাঁদের ক্যাম্পাসে ফেরে ৷

আরও পড়ুন : Malala Yousafzai on hijab row: মুসলিম মহিলাদের কোণঠাসা করা বন্ধ করুন, হিজাব বিতর্কে আর্জি মালালার

বেঙ্গালুরু, 9 ফেব্রুয়ারি : হিজাব বিতর্কে বিশেষ বেঞ্চ গঠন করলেন কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতু রাজ অবস্থি (Chief Justice Ritu Raj Awasthi) ৷ প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত এই বেঞ্চে রয়েছেন বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত, বিচারপতি জে এম খাজ়ি (Justice J M Khazi) ৷ আজ দুপুর 2.30 নাগাদ এই বেঞ্চে হিজাব নিয়ে মামলার শুনানি হবে (Hijab Row Plea Hearing in 3 judges bench led by CJ Ritu Raj Awasthi) ৷

মঙ্গলবার থেকে বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিতের (Justice Krishna S Dixit) সিঙ্গল বেঞ্চে হিজাব নিষিদ্ধ করা নিয়ে একগুচ্ছ মামলার শুনানি চলছিল ৷ উদুপি (Udupi) জেলার মুসলিম পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরতে বাধা দেওয়া নিয়ে মামলা দায়ের করেন ৷ এই বিষয়ে ব্যক্তিগত অধিকারের আইন সংক্রান্ত বেশ কিছু সাংবিধানিক প্রশ্ন সামনে এসেছে, যা খুবই গুরুত্বপূর্ণ ৷ বুধবার বিচারপতি দীক্ষিত বলেন, "এই বিতর্কে বহু প্রশ্ন উঠে আসছে ৷ এর নিষ্পত্তিতে কোনও বৃহত্তর বেঞ্চ গঠন করা যায় কি না, সে বিষয়ে প্রধান বিচারপতি সিদ্ধান্ত নিন ৷"

আরও পড়ুন : Priyanka Gandhi on Hijab Row : ‘‘বিকিনি বা জিনস, কী পরবেন তা মহিলাদের ব্যক্তিগত সিদ্ধান্ত’’, হিজাব বিতর্কে সরব প্রিয়াঙ্কা

কর্নাটকে হিজাব পরা নিয়ে অশান্তির পরিবেশ তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রী বাসবরাজ মঙ্গলবার থেকে তিন দিনের জন্য স্কুল, কলেজ, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন ৷ এ নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, নোবেলজয়ী মালালা ইউসুফজাই ৷ শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

কর্নাটক থেকে এর প্রভাব ছড়িয়ে পড়েছে দেশের বেশ কিছু রাজ্যে ৷ হায়দরাবাদে কয়েকটি কলেজের পড়ুয়ারা প্রতিবাদ মিছিল করেন ৷ শোনা যায়, "আমরা বিচার চাই এবং আমরা হিজাবকে সমর্থন করি" স্লোগান ৷ মহারাষ্ট্রের থানেতেও হিজাব পরার পক্ষে বিক্ষোভ দেখায় মুসলিম ছাত্রছাত্রীরা ৷ কলকাতার পার্ক সার্কাস অঞ্চলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় 500 ছাত্রী হিজাব পরে প্রতিবাদে নেমেছিলেন ৷ তাঁরা জাতীয় পতাকা হাতে নিয়ে এন্টালি এবং পার্ক সার্কাস ঘুরে তাঁদের ক্যাম্পাসে ফেরে ৷

আরও পড়ুন : Malala Yousafzai on hijab row: মুসলিম মহিলাদের কোণঠাসা করা বন্ধ করুন, হিজাব বিতর্কে আর্জি মালালার

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.