ইম্ফল, 30 জুন: পদত্যাগের জল্পনা ওড়ালেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং । তিনি নিজেই টুইটারে পোস্ট করে লিখেছেন, "আমি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি না ।" মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন এন সিং-এর কনভয়কে রাজভবনের দিকে অগ্রসর হতে বাধা দেয় বিক্ষোভকারীরা । শুক্রবার সকাল থেকেই ইম্ফলে হাই-ভোল্টেজ নাটক চলছিল বীরেন সিং-এর পদত্যাগ নিয়ে ৷ তিনি রাজভবনে পদত্যাগ করতে যাচ্ছেন খবর চাউড় হতেই, রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা ।
মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে রাজভবনের গেট পর্যন্ত মহিলা সমর্থকদের ব্যারিকেড করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । শুক্রবার নিজের বাসভবন থেকে বেরিয়ে এসে ভিড়ের উদ্দেশে হাত নেড়ে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী । একই সঙ্গে, তিনি পদত্যাগ করছেন না বলেও জানান মুখ্যমন্ত্রী । খোদ মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই ধীরে ধীরে জনতা এলাকা ছাড়তে শুরু করে ।
অসমর্থিত সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নিজের পদত্যাগপত্র ইতিমধ্য়েই তৈরি করে ফেলেছিলেন । কিন্তু তাঁর সমর্থকরা তাঁকে তা ছিঁড়ে ফেলতে বলেন । সমর্থকদের আবেগ দেখেই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন মুখ্যমন্ত্রী বীরেন সিং।
এর আগে কালো রঙের জামা পরে কয়েক হাজার যুবক এবং মহিলারা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বসে বীরেন সিংয়ের পদত্যাগ বিরুদ্ধে প্রতিবাদ দেখায় । সূত্রের খবর, যে ইম্ফলে সকাল থেকে জোরালো গুজব ছিল যে বৃহস্পতিবার রাজ্যে নতুন করে হিংসার জেরে আরও তিনজনের মৃত্যু হয় এবং পাঁচজন গুরুতর আহত হয় । এরপরই জল্পনা শুরু হয়, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কথা ভাবছেন বীরেন সিং ।
এই বিষয়ে একজন মহিলা নেত্রী বলেন, "রাজ্যের এই সংকটময় সময়ে বীরেন সিং সরকারের উচিত দৃঢ়ভাবে দাঁড়ানো এবং সমস্যা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ।" উল্লেখ্য, এক দিন আগেই কাংপোকপি জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্দেহভাজন দাঙ্গাবাজদের মধ্যে গুলি বিনিময় এবং সংঘর্ষের জেরে ফের মৃত্যুর ঘটনা ঘটে । পুলিশ সূত্রে খবর, শুক্রবার মৃতের সংখ্যা বেড়ে তিন হয়েছে । সংঘর্ষের জেরে একজন হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন ছিল । এদিন তার মৃত্যু হয় ।
আরও পড়ুন: রাজনীতির মঞ্চে অম্বাতি রায়ডু, যোগ দিতে পারেন জগনমোহন রেড্ডির ওয়াইএসআরসিপিতে
বৃহস্পতিবার হারাওথেল গ্রামে সশস্ত্র দাঙ্গাকারীরা বিনা উস্কানিতে গুলি চালায় বলে অভিযোগ । সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর জওয়ানরা পরিস্থিতি মোকাবিলায় ক্যালিব্রেটেড পদ্ধতিতে পালটা প্রতিক্রিয়া দেয় । ঘটনায় দু'জনের মৃত্যু হয় । মৃতদের সম্প্রদায়ের লোকজন দু'জনের দেহ তুলে নিয়ে গিয়ে পালটা মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করতে যায় । নিরাপত্তা রক্ষীরা তাদের অবশ্য সিংয়ের বাসভবনের দিকে অগ্রসর হতে বাধা দেয় । এরপরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ ফের শুরু হয় । পুলিশকে টিয়ার গ্যাসের শেল ব্যবহার করতে হয় । উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জও করে পুলিশ ।