ETV Bharat / bharat

Calcutta High Court : নিয়ম বহির্ভূত নিয়োগ আরও 500 ! সোমবার ফের হলফনামা দেওয়ার নির্দেশ এসএসসিকে - চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ দুর্নীতি

25 নয়, এসএসসিতে নিয়ম বহির্ভূত ভাবে আরও 500 জনকে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ৷ আদালতের নির্দেশের ভিত্তিতেই আজ হাইকোর্টে হলফনামা জমা দেয় স্কুল সার্ভিস কমিশন । সেই হলফনামা ত্রুটিপূর্ণ বলে তা নস্যাৎ করে ফের আধঘণ্টার মধ্যে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ৷

Calcutta High Court
চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ দুর্নীতিতে সোমবার ফের স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Nov 18, 2021, 4:42 PM IST

Updated : Nov 18, 2021, 6:09 PM IST

কলকাতা, 18 নভেম্বর : চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ দুর্নীতিতে সোমবার ফের স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । আজ এই মামলার জমা দেওয়া হলফনামায় ত্রুটি থাকায় তা বাতিল করে তা সংশোধন করে আধঘণ্টার মধ্যে ফের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের আঞ্চলিক কেন্দ্রের সেক্রেটারিদের নাম উল্লেখ করার নির্দেশও দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি । সেই মোতাবেক হলফনামা জমাও দেয় এসএসসি ৷ এই হলফনামা যে সত্য়ি, তা সোমবার আবার হলফনামা দিয়ে জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে ৷

পাশাপাশি নতুন করে আরও 500 জনের নাম পাওয়া গিয়েছে । যাঁদের নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ৷ এই 500 জনকেও মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ মামলাকারীকে এই 500 জনের তথ্য পরিষ্কার করে আদালতকে সোমবার জানাতে হবে বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

একইসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকেও এই মামলায় যুক্ত করলেন বিচারপতি ৷ তিনি আজ তাঁর নির্দেশে জানিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্টকে জানাতে হবে তাঁরা কোথা থেকে প্রার্থীদের রেকমেন্ডেশন লেটার পেয়েছিলেন, যার ভিত্তিতে এদের নিয়োগপত্র দেওয়া হয়েছে । মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি বিশেষভাবে সংরক্ষণ করার নির্দেশও দিয়েছে আদালত ৷ পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে সোমবারে নতুন হলফনামা দিয়ে জানাতে হবে, তাঁরা যে তথ্য আদালতের কাছে আজ হলফনামা আকারে দিয়েছে, তা সত্যি ।

আরও পড়ুন : BSF Jurisdiction : বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে 17 নভেম্বর আলোচনা বিধানসভায়

প্রসঙ্গত, 2016 সালে রাজ্য সরকার প্রায় 16 হাজার চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ করে ৷ যে পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। 4 মে, 2019 ছিল নিয়োগপত্র প্রদানের শেষ তারিখ। কিন্তু মামলাকারীদের অভিযোগ, এরপরও একাধিক ব্যক্তি চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে রাজ্যের বিভিন্ন জেলায় নিযুক্ত হয়েছেন। এইরকম 25 জনের নিয়োগপত্রের প্রয়োজনীয় কাগজপত্র মামলাকারীরা হাতে পেয়েছেন বলে দাবি। সেই সংখ্যাটা এখন 500-তে গিয়ে দাঁড়িয়েছে ৷ সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান ৷ গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়টি শোনার পর অত্যন্ত ক্ষুব্ধ হন এবং বুধবার সকালে স্কুল সার্ভিস কমিশনের সচিবকে ডেকে পাঠিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশন এই ধরনের আদৌ নিয়োগ করেছে কিনা তা জানার জন্য।

আরও পড়ুন : ইডি-সিবিআইয়ের আঞ্চলিক অধিকর্তার বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব তৃণমূলের

সকালে স্কুল সার্ভিস কমিশনের সচিব এসে জানান, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ এই ধরনের কোন নিয়োগপত্র কাউকে দেওয়া হয়নি। বিচারপতি এই বক্তব্য শোনার পর ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, ‘‘কোনও অনিয়ম পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’ কমিশনের সমস্ত কর্মচারীকে দফতর থেকে বের করে দেওয়া হবে বলেও নির্দেশ দেন তিনি।

কলকাতা, 18 নভেম্বর : চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ দুর্নীতিতে সোমবার ফের স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । আজ এই মামলার জমা দেওয়া হলফনামায় ত্রুটি থাকায় তা বাতিল করে তা সংশোধন করে আধঘণ্টার মধ্যে ফের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের আঞ্চলিক কেন্দ্রের সেক্রেটারিদের নাম উল্লেখ করার নির্দেশও দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি । সেই মোতাবেক হলফনামা জমাও দেয় এসএসসি ৷ এই হলফনামা যে সত্য়ি, তা সোমবার আবার হলফনামা দিয়ে জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে ৷

পাশাপাশি নতুন করে আরও 500 জনের নাম পাওয়া গিয়েছে । যাঁদের নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ৷ এই 500 জনকেও মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ মামলাকারীকে এই 500 জনের তথ্য পরিষ্কার করে আদালতকে সোমবার জানাতে হবে বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

একইসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকেও এই মামলায় যুক্ত করলেন বিচারপতি ৷ তিনি আজ তাঁর নির্দেশে জানিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্টকে জানাতে হবে তাঁরা কোথা থেকে প্রার্থীদের রেকমেন্ডেশন লেটার পেয়েছিলেন, যার ভিত্তিতে এদের নিয়োগপত্র দেওয়া হয়েছে । মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি বিশেষভাবে সংরক্ষণ করার নির্দেশও দিয়েছে আদালত ৷ পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে সোমবারে নতুন হলফনামা দিয়ে জানাতে হবে, তাঁরা যে তথ্য আদালতের কাছে আজ হলফনামা আকারে দিয়েছে, তা সত্যি ।

আরও পড়ুন : BSF Jurisdiction : বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে 17 নভেম্বর আলোচনা বিধানসভায়

প্রসঙ্গত, 2016 সালে রাজ্য সরকার প্রায় 16 হাজার চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ করে ৷ যে পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। 4 মে, 2019 ছিল নিয়োগপত্র প্রদানের শেষ তারিখ। কিন্তু মামলাকারীদের অভিযোগ, এরপরও একাধিক ব্যক্তি চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে রাজ্যের বিভিন্ন জেলায় নিযুক্ত হয়েছেন। এইরকম 25 জনের নিয়োগপত্রের প্রয়োজনীয় কাগজপত্র মামলাকারীরা হাতে পেয়েছেন বলে দাবি। সেই সংখ্যাটা এখন 500-তে গিয়ে দাঁড়িয়েছে ৷ সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান ৷ গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়টি শোনার পর অত্যন্ত ক্ষুব্ধ হন এবং বুধবার সকালে স্কুল সার্ভিস কমিশনের সচিবকে ডেকে পাঠিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশন এই ধরনের আদৌ নিয়োগ করেছে কিনা তা জানার জন্য।

আরও পড়ুন : ইডি-সিবিআইয়ের আঞ্চলিক অধিকর্তার বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব তৃণমূলের

সকালে স্কুল সার্ভিস কমিশনের সচিব এসে জানান, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ এই ধরনের কোন নিয়োগপত্র কাউকে দেওয়া হয়নি। বিচারপতি এই বক্তব্য শোনার পর ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, ‘‘কোনও অনিয়ম পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’ কমিশনের সমস্ত কর্মচারীকে দফতর থেকে বের করে দেওয়া হবে বলেও নির্দেশ দেন তিনি।

Last Updated : Nov 18, 2021, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.