ETV Bharat / bharat

Nagpur High Alert : কাশ্মীরি যুবকের রেইকি, নাগপুরে জারি উচ্চ সতর্কতা

নাগপুরে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের এক সদস্যের রেইকি চালানোর তথ্য পাওয়ার পরে নাগপুরে জারি হল উচ্চ সতর্কতা (Kashmiri youth arrested for conducting recce in Nagpur) ৷ রেইকি চালানো কাশ্মীরি ওই যুবককে গ্রেফতার করা হয়েছে ৷

author img

By

Published : Jan 7, 2022, 9:17 PM IST

Jaish-e-Mohammed Nagpur
নাগপুরে জারি উচ্চ সতর্কতা

নাগপুর, 7 জানুয়ারি : নাগপুরে জারি হাই এলার্ট ৷ পুলিশ জানতে পারে, পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের এক সদস্য রেইকি চালাচ্ছে (Kashmiri youth arrested for conducting recce in Nagpur) ৷ তারপরই সেখানে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা ৷ নাগপুরের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানান, রেইকি চালানো কাশ্মীরি ওই যুবককে গ্রেফতার করা হয়েছে ৷

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য পাওয়ার পর পুলিশ নাগপুরে মহল প্রাঙ্গণে আরএসএস সদর দফতর এবং রেশিমবাগে সংঘের ড. হেডড়েওয়ার স্মৃতি মন্দির প্রাঙ্গণ-সহ আরও বেশ কয়েকটি সংবেদনশীল স্থানে নিরাপত্তা জোরদার করেছে ।

শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলি পুলিশ কমিশনার পরিদর্শন করেছেন ৷ তিনি জানিয়েছেন, রেইকি চালানো ওই যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ জম্মু-কাশ্মীর থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে গ্রেফতার করেছে ৷ এই ঘটনার পর ইউএপিএ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে । তবে কোথায় কোথায় সে রেইকি চালাচ্ছিল সে সম্পর্কে তিনি কিছু জানাননি ৷

সূত্রের খবর, ধৃত যুবক জম্মু-কাশ্মীর থেকে নাগপুরে এসেছিল ৷ আগের বছর অর্থাৎ 2021 সালের জুলাই মাসে সে নাগপুরে দু'দিন ছিল । নাগপুর পুলিশ এই বিষয়ে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করবে বলেও জানা গিয়েছে ।

আরও পড়ুন : Pulwama Encounter : পুলওয়ামায় নিকেশ 3 জইশ-ই-মহম্মদ জঙ্গি

নাগপুর, 7 জানুয়ারি : নাগপুরে জারি হাই এলার্ট ৷ পুলিশ জানতে পারে, পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের এক সদস্য রেইকি চালাচ্ছে (Kashmiri youth arrested for conducting recce in Nagpur) ৷ তারপরই সেখানে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা ৷ নাগপুরের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানান, রেইকি চালানো কাশ্মীরি ওই যুবককে গ্রেফতার করা হয়েছে ৷

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য পাওয়ার পর পুলিশ নাগপুরে মহল প্রাঙ্গণে আরএসএস সদর দফতর এবং রেশিমবাগে সংঘের ড. হেডড়েওয়ার স্মৃতি মন্দির প্রাঙ্গণ-সহ আরও বেশ কয়েকটি সংবেদনশীল স্থানে নিরাপত্তা জোরদার করেছে ।

শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলি পুলিশ কমিশনার পরিদর্শন করেছেন ৷ তিনি জানিয়েছেন, রেইকি চালানো ওই যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ জম্মু-কাশ্মীর থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে গ্রেফতার করেছে ৷ এই ঘটনার পর ইউএপিএ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে । তবে কোথায় কোথায় সে রেইকি চালাচ্ছিল সে সম্পর্কে তিনি কিছু জানাননি ৷

সূত্রের খবর, ধৃত যুবক জম্মু-কাশ্মীর থেকে নাগপুরে এসেছিল ৷ আগের বছর অর্থাৎ 2021 সালের জুলাই মাসে সে নাগপুরে দু'দিন ছিল । নাগপুর পুলিশ এই বিষয়ে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করবে বলেও জানা গিয়েছে ।

আরও পড়ুন : Pulwama Encounter : পুলওয়ামায় নিকেশ 3 জইশ-ই-মহম্মদ জঙ্গি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.