ETV Bharat / bharat

Hemant Soren পদ খারিজের অনিশ্চয়তার মাঝেই বিধায়কদের নিয়ে নৌবিহারে হেমন্ত - CM Hemant Soren on boat ride with MLAs

অফিস অফ প্রফিট এর অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের সুপারিশ রাজ্যপালকে করেছে জাতীয় নির্বাচন কমিশন (Office of Profit Allegation against Hemant Soren) ৷ তাঁর পদ খারিজ হবে কি না, এই জল্পনার মাঝেই ক্ষমতাসীন জোটের বিধায়কদের নিয়ে নৌবিহারে করেন হেমন্ত সোরেন (Jharkhand CM Hemant Soren) ৷

Hemant Soren on tour
ETV Bharat
author img

By

Published : Aug 27, 2022, 10:13 PM IST

রাঁচি, 27 অগস্ট: বিধায়ক পদ বাতিল হবে কি না, তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে আর থাকতে পারবেন কি না, এই নিয়ে জল্পনার মাঝেই চমক দিলেন হেমন্ত সোরেন ৷ শনিবার তাঁর সমর্থনে থাকা জোটের বিধায়কদের নিয়ে নৌ-ভ্রমণ করলেন ঝাড়খণ্ডের বিধায়ক হেমন্ত ৷ পদ খারিজ নিয়ে চাপে থাকলেও অন্তত প্রকাশ্যে ধরা দিলেন খোশমেজাজে (CM Hemant Soren on boat ride with MLAs) ৷

শনিবার সকালে তাঁর বাসভবনে সরকার পক্ষের সমস্ত বিধায়ককে বৈঠকে ডেকেছিলেন হেমন্ত সোরেন (Jharkhand CM Hemant Soren) ৷ বৈঠকে যোগ দেন ক্ষমতাসীন জোটের জেএমএম, কংগ্রেস ও আরজেডি বিধায়করা ৷ এরপরেই গোটা ঘটনাক্রমের নাটকীয় পট পরিবর্তন হয় ৷ তিনটি বাসে করে হেমন্তের বাসভবন ছাড়েন বিধায়করা ৷ বাসে ছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজেও ৷ এরপরেই ছড়ায় জল্পনা ৷ মনে করা হচ্ছিল, সরকার বাঁচাতে ও বিধায়ক কেনাবেচা রুখতে তাঁর পক্ষে থাকা বিধায়কদের নিয়ে পশ্চিমবঙ্গ বা ছত্তিশগড়ের অজানা কোনও গন্তব্যে রওনা হয়েছেন হেমন্ত (buses carrying Jharkhand MLAs seen leaving CM residence) ৷

আরও পড়ুন: সরকার বাঁচাতে বিধায়কদের অজানা গন্তব্যে পাঠালেন হেমন্ত

কিন্তু পরে জানা যায়, পড়শি কোনও ভিন রাজ্যে নয় ৷ ঝাড়খণ্ডেরই খুঁটি জেলার লতরাতু বাঁধ ভ্রমণে গিয়েছেন হেমন্ত সোরেন ও তাঁর বিধায়করা ৷ বাঁধের ভ্রমণে সতীর্থদের সঙ্গে নৌবিহারে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে ৷ জানা গিয়েছে, এই সফর সেরে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাসভবনে ফিরে গিয়েছেন বিধায়করা ৷ সেখানে তাঁদের সঙ্গে আরেক দফা বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷

উল্লেখ্য,'অফিস অফ প্রফিট'-এর অভিযোগে ইতিমধ্যেই হেমন্ত সোরেনের পদ খারিজের সুপারিশ রাজ্যপালকে করেছে জাতীয় নির্বাচন কমিশন (Office of Profit Allegation against Hemant Soren) ৷ মনে করা হচ্ছে সেই সুপারিশ মেনে ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বৈশ হেমন্তের পদ খারিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন ৷ তার আগেই নিজেদের সরকার বাঁচাতে তৎপরতা শুরু করেছে জেএমএম ও কংগ্রেস জোট ৷

রাঁচি, 27 অগস্ট: বিধায়ক পদ বাতিল হবে কি না, তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে আর থাকতে পারবেন কি না, এই নিয়ে জল্পনার মাঝেই চমক দিলেন হেমন্ত সোরেন ৷ শনিবার তাঁর সমর্থনে থাকা জোটের বিধায়কদের নিয়ে নৌ-ভ্রমণ করলেন ঝাড়খণ্ডের বিধায়ক হেমন্ত ৷ পদ খারিজ নিয়ে চাপে থাকলেও অন্তত প্রকাশ্যে ধরা দিলেন খোশমেজাজে (CM Hemant Soren on boat ride with MLAs) ৷

শনিবার সকালে তাঁর বাসভবনে সরকার পক্ষের সমস্ত বিধায়ককে বৈঠকে ডেকেছিলেন হেমন্ত সোরেন (Jharkhand CM Hemant Soren) ৷ বৈঠকে যোগ দেন ক্ষমতাসীন জোটের জেএমএম, কংগ্রেস ও আরজেডি বিধায়করা ৷ এরপরেই গোটা ঘটনাক্রমের নাটকীয় পট পরিবর্তন হয় ৷ তিনটি বাসে করে হেমন্তের বাসভবন ছাড়েন বিধায়করা ৷ বাসে ছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজেও ৷ এরপরেই ছড়ায় জল্পনা ৷ মনে করা হচ্ছিল, সরকার বাঁচাতে ও বিধায়ক কেনাবেচা রুখতে তাঁর পক্ষে থাকা বিধায়কদের নিয়ে পশ্চিমবঙ্গ বা ছত্তিশগড়ের অজানা কোনও গন্তব্যে রওনা হয়েছেন হেমন্ত (buses carrying Jharkhand MLAs seen leaving CM residence) ৷

আরও পড়ুন: সরকার বাঁচাতে বিধায়কদের অজানা গন্তব্যে পাঠালেন হেমন্ত

কিন্তু পরে জানা যায়, পড়শি কোনও ভিন রাজ্যে নয় ৷ ঝাড়খণ্ডেরই খুঁটি জেলার লতরাতু বাঁধ ভ্রমণে গিয়েছেন হেমন্ত সোরেন ও তাঁর বিধায়করা ৷ বাঁধের ভ্রমণে সতীর্থদের সঙ্গে নৌবিহারে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে ৷ জানা গিয়েছে, এই সফর সেরে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাসভবনে ফিরে গিয়েছেন বিধায়করা ৷ সেখানে তাঁদের সঙ্গে আরেক দফা বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷

উল্লেখ্য,'অফিস অফ প্রফিট'-এর অভিযোগে ইতিমধ্যেই হেমন্ত সোরেনের পদ খারিজের সুপারিশ রাজ্যপালকে করেছে জাতীয় নির্বাচন কমিশন (Office of Profit Allegation against Hemant Soren) ৷ মনে করা হচ্ছে সেই সুপারিশ মেনে ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বৈশ হেমন্তের পদ খারিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন ৷ তার আগেই নিজেদের সরকার বাঁচাতে তৎপরতা শুরু করেছে জেএমএম ও কংগ্রেস জোট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.