ETV Bharat / bharat

'সামাজিক' নয়, 'শারীরিক দূরত্ব'; মানল স্বাস্থ্যমন্ত্রক

যেহেতু শারীরিক দূরত্ব বজায় রাখাটাই মূল ব্যাপার, সেহেতু "শারীরিক দূরত্ব" শব্দবন্ধটি ব্যবহার করাই সঠিক । বিষয়টির কথা মাথায় রেখে, মন্ত্রকের সমস্ত গাইডলাইন ও SOP-তে "শারীরিক দূরত্ব" ব্যবহার করা শুরু হয়েছে । সাংসদ শান্তনু সেনকে লেখা চিঠিতে জানালেন স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে ।

author img

By

Published : Nov 20, 2020, 6:43 PM IST

Updated : Nov 20, 2020, 9:54 PM IST

Health Ministry
ফাইল ছবি

দিল্লি, 20 নভেম্বর : সংসদের বাদল অধিবেশন চলাকালীন সামাজিক দূরত্বর বদলে শারীরিক দূরত্ব বলার জন্য আবেদন জানিয়েছিলেন সাংসদ শান্তনু সেন । এবার তার জবাব দিলেন স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে । শান্তনু সেন যে আর্জি করেছিলেন তা মেনে এখন থেকে মন্ত্রকের সমস্ত গাইডলাইন ও SOP-তে "শারীরিক দূরত্ব" ব্যবহার করা শুরু হয়েছে ।

অশ্বিনীকুমার চৌবে লিখেছেন, সোশাল ডিস্ট্যান্সিং বা সামাজিক দূরত্ব কথাটি গোটা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ব্যবহার করে আসছে । এর মধ্যে রয়েছে সেন্টারস ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC), বিশ্ব স্বাস্থ্য সংস্থা । শুধুমাত্র কোরোনা পরিস্থিতিই নয়, সমস্ত এপিডেমিকের ক্ষেত্রেই এই শব্দবন্ধ ব্যবহার হয় ।

Health Ministry
অশ্বিনীকুমার চৌবের পাঠানো চিঠির প্রতিলিপি

যাঁরা প্যাথোজেন ঘটিত কোনও রোগে আক্রান্ত তাঁদের থেকে বাকিদের সংস্পর্শ এড়াতে এই দূরত্ব বজায় রাখা হয় । এর ফলে ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়ে পড়া কমে ও মৃত্যু হারও অনেকটা কম ।

যেহেতু শারীরিক দূরত্ববিধিই এক্ষেত্রে মূল বিষয়, সেহেতু "শারীরিক দূরত্ব" শব্দবন্ধটি ব্যবহার করাই সঠিক । বিষয়টির কথা মাথায় রেখে, মন্ত্রকের সমস্ত গাইডলাইন ও SOP-তে "শারীরিক দূরত্ব" ব্যবহার করা শুরু হয়েছে ।

দিল্লি, 20 নভেম্বর : সংসদের বাদল অধিবেশন চলাকালীন সামাজিক দূরত্বর বদলে শারীরিক দূরত্ব বলার জন্য আবেদন জানিয়েছিলেন সাংসদ শান্তনু সেন । এবার তার জবাব দিলেন স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে । শান্তনু সেন যে আর্জি করেছিলেন তা মেনে এখন থেকে মন্ত্রকের সমস্ত গাইডলাইন ও SOP-তে "শারীরিক দূরত্ব" ব্যবহার করা শুরু হয়েছে ।

অশ্বিনীকুমার চৌবে লিখেছেন, সোশাল ডিস্ট্যান্সিং বা সামাজিক দূরত্ব কথাটি গোটা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ব্যবহার করে আসছে । এর মধ্যে রয়েছে সেন্টারস ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC), বিশ্ব স্বাস্থ্য সংস্থা । শুধুমাত্র কোরোনা পরিস্থিতিই নয়, সমস্ত এপিডেমিকের ক্ষেত্রেই এই শব্দবন্ধ ব্যবহার হয় ।

Health Ministry
অশ্বিনীকুমার চৌবের পাঠানো চিঠির প্রতিলিপি

যাঁরা প্যাথোজেন ঘটিত কোনও রোগে আক্রান্ত তাঁদের থেকে বাকিদের সংস্পর্শ এড়াতে এই দূরত্ব বজায় রাখা হয় । এর ফলে ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়ে পড়া কমে ও মৃত্যু হারও অনেকটা কম ।

যেহেতু শারীরিক দূরত্ববিধিই এক্ষেত্রে মূল বিষয়, সেহেতু "শারীরিক দূরত্ব" শব্দবন্ধটি ব্যবহার করাই সঠিক । বিষয়টির কথা মাথায় রেখে, মন্ত্রকের সমস্ত গাইডলাইন ও SOP-তে "শারীরিক দূরত্ব" ব্যবহার করা শুরু হয়েছে ।

Last Updated : Nov 20, 2020, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.