ETV Bharat / bharat

Covid Vaccines: আপাতত আর কোভিড টিকা সংগ্রহ করছে না কেন্দ্র, ফেরানো হল বাজেটের 4237 কোটি টাকা

আপাতত আর নতুন কোভিড টিকা (Covid Vaccines) সংগ্রহ করবে না বলে সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ৷ টিকার জন্য বরাদ্দ বাজেটের (Vaccination Budget) 4,237 কোটি টাকা অর্থমন্ত্রককে ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry)৷

Health Ministry not to procure fresh Covid vaccines; surrenders Rs 4,237 crore from vaccination budget
আপাতত আর নতুন কোভিড টিকা সংগ্রহ করছে না কেন্দ্র, ফেরানো হল বাজেটের 4237 কোটি টাকা
author img

By

Published : Oct 16, 2022, 7:23 PM IST

নয়াদিল্লি, 16 অক্টোবর: কেন্দ্রের কোভিড টিকাদান (Covid Vaccines) কর্মসূচি প্রায় চূড়ান্ত পর্যায়ে ৷ আপাতত আর করোনাভাইরাসের টিকা সংগ্রহ করছে না কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে 4,237 কোটি টাকা অর্থাৎ টিকার জন্য 2022-23 বাজেট (Vaccination Budget) বরাদ্দের প্রায় 85 শতাংশ অর্থমন্ত্রকের কাছে ফিরিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ।

আধিকারিকদের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে যে, কেন্দ্র এবং রাজ্যগুলির সরকারের কাছে এখনও পর্যন্ত 1.8 কোটিরও বেশি ডোজ রয়েছে এবং স্টকটি প্রায় ছয় মাস ধরে টিকা দেওয়ার অভিযান চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ৷ কোভিডে আক্রান্ত হওয়ার ঘটনা হ্রাস পাওয়ায় মানুষের মধ্যে টিকা গ্রহণের সংখ্যা কমছে । সরকারের কাছে মজুত থাকা টিকা শেষ হয়ে গেলেও কোভিড টিকা বাজারে পাওয়া যাবে । সরকারি একটি সূত্র বলেছে, "6 মাস পর সরকারের আর কোভিড টিকা সংগ্রহ করার প্রয়োজন হবে কি না, বা টিকার জন্য বাজেট বরাদ্দ করার দরকার হবে কি না, তা সেই সময়কার কোভিড পরিস্থিতির উপর নির্ভর করছে ৷"

গত বছরের 16 জানুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী টিকাদান অভিযানের অংশ হিসাবে, ভারত সরকার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে COVID-19 টিকা সরবরাহ করে সহায়তা করেছে । যেহেতু কোভিডের দৈনিক সংক্রমণ এখন অনেকটা কম, তাই মানুষের মধ্যে আত্মতুষ্টির অনুভূতি বেড়েছে এবং টিকার খুব বেশি চাহিদা নেই ৷ যদিও সব প্রাপ্তবয়স্ককে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার জন্য সরকার 75 দিনের ড্রাইভ - 'কোভিড ভ্যাকসিনেশন অমৃত মহোৎসব'-এর উদ্যোগ নিয়েছিল ৷

আরও পড়ুন: আবার করোনার ভ্রুকুটি চিনে, দাপট দেখাচ্ছে ওমিক্রণের নয়া দুই ভ্যারিয়্যান্ট

সূত্র বলেছে, "এটি বিবেচনা করে এবং স্টকপাইলে থাকা ভ্যাকসিনগুলি তাদের মেয়াদ শেষ হওয়ার তারিখের কাছাকাছি এসে যাওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আপাতত আর কোনও টিকা সংগ্রহ করা হবে না । এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অর্থমন্ত্রকের কাছে টিকার ডোজের জন্য 2022-23 বাজেটে বরাদ্দ 5,000 কোটি টাকার থেকে বকেয়া 4,237.14 কোটি টাকা ফিরিয়ে দিয়েছে ৷ রবিবার সন্ধে 7টা পর্যন্ত দেশে সবমিলিয়ে 219.32 কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 16 অক্টোবর: কেন্দ্রের কোভিড টিকাদান (Covid Vaccines) কর্মসূচি প্রায় চূড়ান্ত পর্যায়ে ৷ আপাতত আর করোনাভাইরাসের টিকা সংগ্রহ করছে না কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে 4,237 কোটি টাকা অর্থাৎ টিকার জন্য 2022-23 বাজেট (Vaccination Budget) বরাদ্দের প্রায় 85 শতাংশ অর্থমন্ত্রকের কাছে ফিরিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ।

আধিকারিকদের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে যে, কেন্দ্র এবং রাজ্যগুলির সরকারের কাছে এখনও পর্যন্ত 1.8 কোটিরও বেশি ডোজ রয়েছে এবং স্টকটি প্রায় ছয় মাস ধরে টিকা দেওয়ার অভিযান চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ৷ কোভিডে আক্রান্ত হওয়ার ঘটনা হ্রাস পাওয়ায় মানুষের মধ্যে টিকা গ্রহণের সংখ্যা কমছে । সরকারের কাছে মজুত থাকা টিকা শেষ হয়ে গেলেও কোভিড টিকা বাজারে পাওয়া যাবে । সরকারি একটি সূত্র বলেছে, "6 মাস পর সরকারের আর কোভিড টিকা সংগ্রহ করার প্রয়োজন হবে কি না, বা টিকার জন্য বাজেট বরাদ্দ করার দরকার হবে কি না, তা সেই সময়কার কোভিড পরিস্থিতির উপর নির্ভর করছে ৷"

গত বছরের 16 জানুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী টিকাদান অভিযানের অংশ হিসাবে, ভারত সরকার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে COVID-19 টিকা সরবরাহ করে সহায়তা করেছে । যেহেতু কোভিডের দৈনিক সংক্রমণ এখন অনেকটা কম, তাই মানুষের মধ্যে আত্মতুষ্টির অনুভূতি বেড়েছে এবং টিকার খুব বেশি চাহিদা নেই ৷ যদিও সব প্রাপ্তবয়স্ককে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার জন্য সরকার 75 দিনের ড্রাইভ - 'কোভিড ভ্যাকসিনেশন অমৃত মহোৎসব'-এর উদ্যোগ নিয়েছিল ৷

আরও পড়ুন: আবার করোনার ভ্রুকুটি চিনে, দাপট দেখাচ্ছে ওমিক্রণের নয়া দুই ভ্যারিয়্যান্ট

সূত্র বলেছে, "এটি বিবেচনা করে এবং স্টকপাইলে থাকা ভ্যাকসিনগুলি তাদের মেয়াদ শেষ হওয়ার তারিখের কাছাকাছি এসে যাওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আপাতত আর কোনও টিকা সংগ্রহ করা হবে না । এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অর্থমন্ত্রকের কাছে টিকার ডোজের জন্য 2022-23 বাজেটে বরাদ্দ 5,000 কোটি টাকার থেকে বকেয়া 4,237.14 কোটি টাকা ফিরিয়ে দিয়েছে ৷ রবিবার সন্ধে 7টা পর্যন্ত দেশে সবমিলিয়ে 219.32 কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.