ETV Bharat / bharat

রাজনীতিতে প্রবেশের ইচ্ছাপ্রকাশ রবার্ট বঢরার - রবার্ট বঢরা কি কংগ্রেসে যোগ দেবেন?

সম্প্রতি রবার্টের বাড়িতে আয়কর আধিকারিকরা হানা দিয়েছিলেন। বেনামি সম্পত্তি মামলায় তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। কিন্তু তাঁর কোনও বেনামি সম্পত্তি নেই বলে দাবি করেছেন রবার্ট। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই ভিত্তিহীন।

Have to be in Parliament to fight my case: Vadra
রাজনীতিতে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছাপ্রকাশ রবার্ট বঢরার
author img

By

Published : Jan 8, 2021, 2:55 PM IST

দিল্লি, 8 জানুয়ারি : রাজনীতিতে প্রবেশ করার এবং নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন রবার্ট বঢরা । রবার্ট কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির জামাই। সেই কারণে তিনি আয়কর দপ্তরের মতো কেন্দ্রীয় সংস্থাগুলির দ্বারা হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন রবার্ট। তাই তিনি নির্বাচনে লড়াই করতে চান বলে জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ইচ্ছাপ্রকাশ করেন।

তিনি বলেন, "আমি এমন একটা পরিবারের সঙ্গে যুক্ত, যাঁদের সদস্যরা কয়েক প্রজন্ম ধরে দেশের সেবা করেছেন এবং দেশের জন্য শহিদ হয়েছেন। আমিও দেশের বিভিন্ন অংশে গিয়েছি, প্রচারে অংশ নিয়েছি। এই পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য আমারও সংসদে যাওয়া উচিত।"

কারণ তিনি মনে করেন, সংসদীয় রাজনীতির বাইরে থেকে কেন্দ্রীয় সংস্থার দ্বারা হেনস্থার বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। তাই সঠিক সময় এলেই তিনি রাজনীতিতে যোগদান করবেন বলে জানিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তের প্রতি স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধি ও পরিবারের অন্য সদস্যদের পূর্ণ সমর্থন রয়েছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময় রায়বরেলি ও আমেঠিতে নির্বাচনী প্রচারে নেমেছিলেন রবার্ট বঢরা।

সম্প্রতি রবার্টের বাড়িতে আয়কর আধিকারিকরা হানা দিয়েছিলেন। বেনামি সম্পত্তি মামলায় তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। কিন্তু তাঁর কোনও বেনামি সম্পত্তি নেই বলে দাবি করেছেন রবার্ট। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই ভিত্তিহীন। তাঁর পালটা অভিযোগ, কেন্দ্রীয় সরকার আসল সমস্যাগুলি থেকে মানুষের নজর ঘোরাতেই তাঁকে হেনস্থা করছে।

আরও পড়ুন: পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে আক্রমণ সোনিয়ার

অন্যদিকে ওই সাংবাদিক বৈঠক থেকে তিনি কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা তাঁর শ্যালক রাহুল গান্ধির প্রশংসা করেছেন। রাহুলকে তিনি যে যোগ্য নেতা বলে মনে করেন, সেই কথাও জানাতে ভোলেননি। তবে রাহুলকেই কি কংগ্রেসের প্রেসিডেন্ট করা উচিত, এই প্রশ্নের উত্তর খোঁজার ভার তিনি দলের উপর ছেড়ে দিয়েছেন। এমনকী তিনি মনে করেন, জাতীয় স্তরের রাজনীতিতে আরও ভালো কাজ করার জন্য তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধির আরও বেশি সময় দেওয়া উচিত।

দিল্লি, 8 জানুয়ারি : রাজনীতিতে প্রবেশ করার এবং নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন রবার্ট বঢরা । রবার্ট কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির জামাই। সেই কারণে তিনি আয়কর দপ্তরের মতো কেন্দ্রীয় সংস্থাগুলির দ্বারা হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন রবার্ট। তাই তিনি নির্বাচনে লড়াই করতে চান বলে জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ইচ্ছাপ্রকাশ করেন।

তিনি বলেন, "আমি এমন একটা পরিবারের সঙ্গে যুক্ত, যাঁদের সদস্যরা কয়েক প্রজন্ম ধরে দেশের সেবা করেছেন এবং দেশের জন্য শহিদ হয়েছেন। আমিও দেশের বিভিন্ন অংশে গিয়েছি, প্রচারে অংশ নিয়েছি। এই পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য আমারও সংসদে যাওয়া উচিত।"

কারণ তিনি মনে করেন, সংসদীয় রাজনীতির বাইরে থেকে কেন্দ্রীয় সংস্থার দ্বারা হেনস্থার বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। তাই সঠিক সময় এলেই তিনি রাজনীতিতে যোগদান করবেন বলে জানিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তের প্রতি স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধি ও পরিবারের অন্য সদস্যদের পূর্ণ সমর্থন রয়েছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময় রায়বরেলি ও আমেঠিতে নির্বাচনী প্রচারে নেমেছিলেন রবার্ট বঢরা।

সম্প্রতি রবার্টের বাড়িতে আয়কর আধিকারিকরা হানা দিয়েছিলেন। বেনামি সম্পত্তি মামলায় তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। কিন্তু তাঁর কোনও বেনামি সম্পত্তি নেই বলে দাবি করেছেন রবার্ট। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই ভিত্তিহীন। তাঁর পালটা অভিযোগ, কেন্দ্রীয় সরকার আসল সমস্যাগুলি থেকে মানুষের নজর ঘোরাতেই তাঁকে হেনস্থা করছে।

আরও পড়ুন: পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে আক্রমণ সোনিয়ার

অন্যদিকে ওই সাংবাদিক বৈঠক থেকে তিনি কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা তাঁর শ্যালক রাহুল গান্ধির প্রশংসা করেছেন। রাহুলকে তিনি যে যোগ্য নেতা বলে মনে করেন, সেই কথাও জানাতে ভোলেননি। তবে রাহুলকেই কি কংগ্রেসের প্রেসিডেন্ট করা উচিত, এই প্রশ্নের উত্তর খোঁজার ভার তিনি দলের উপর ছেড়ে দিয়েছেন। এমনকী তিনি মনে করেন, জাতীয় স্তরের রাজনীতিতে আরও ভালো কাজ করার জন্য তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধির আরও বেশি সময় দেওয়া উচিত।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.