ETV Bharat / bharat

Sandeep Singh: মহিলা প্রশিক্ষককে ডেকে যৌন হেনস্থা ! কাঠগড়ায় হরিয়ানার ক্রীড়ামন্ত্রী

হরিয়ানার ক্রীড়ামন্ত্রী (Haryana Sports Minister) সন্দীপ সিংয়ের (Sandeep Singh) বিরুদ্ধে যৌন হেনস্থা এবং নারীর সম্ভ্রমহানির (Sexual Harassment and Outraging Modesty of a Woman) মতো গুরুতর অভিযোগ উঠল ৷ রুজু হল মামলা ৷ এক মহিলা প্রশিক্ষক তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Haryana Sports Minister Sandeep Singh booked for Sexual Harassment Charges
কাঠগড়ায় মন্ত্রী ৷
author img

By

Published : Jan 1, 2023, 1:05 PM IST

চণ্ডীগড়, 1 জানুয়ারি: যৌন হেনস্থা এবং নারীর সম্ভ্রমহানির (Sexual Harassment and Outraging Modesty of a Woman) অভিযোগে হরিয়ানার ক্রীড়ামন্ত্রী (Haryana Sports Minister) সন্দীপ সিংয়ের (Sandeep Singh) বিরুদ্ধে রুজু হল মামলা ৷ জুনিয়র অ্যাথলিটিক্স বিভাগের একজন মহিলা প্রশিক্ষক তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন ৷ তার ভিত্তিতেই এই আইনি পদক্ষেপ করা হয়েছে ৷ পাশাপাশি ছাড়তে হয়েছে মন্ত্রিত্বও ।

সন্দীপের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ এই ধারাগুলি হল, 354 (সম্ভ্রমহানির উদ্দেশ্যে মহিলাকে নিগ্রহ করা এবং তাঁর বিরুদ্ধে অপরাধমূলক আচরণ করা), 354-এ (যৌন হেনস্থা), 354-বি (মহিলাকে বিবস্ত্র করার উদ্দেশ্যে অপরাধমূলক শক্তি প্রয়োগ করা), 342 (অন্যায়ভাবে কাউকে বন্দি করে রাখা) এবং 506 (অপরাধমূলক ভয় দেখানো) ৷

আরও পড়ুন: বর্ষবরণের রাতে কোটি টাকার মাদক-সহ গ্রেফতার 16 নাইজেরিয়ান

এই ঘটনা প্রকাশ্যে আসতেই এ নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে ৷ কারণ, সন্দীপ সিং মন্ত্রী হলেও তিনি চিরকালই রাজনীতিতে ছিলেন, এমনটা নয় ৷ তিনি নিজেও একজন খেলোয়াড় ৷ ভারতের জাতীয় হকি দলের প্রাক্তন ক্যাপ্টেন তিনি ৷ খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সের ময়দানে ভারতের হয়ে প্রতিনিধিত্বও করেছেন ৷ বর্তমানে তিনি বিজেপি বিধায়ক ৷ কুরুক্ষেত্রের অন্তর্গত পেহোওয়া বিধানসভার জনপ্রতিনিধি তিনি ৷

অভিযোগকারিণী মহিলা প্রশিক্ষক জানিয়েছেন, সন্দীপ প্রথমবার তাঁকে একটি জিমে দেখেন ৷ তারপর ইনস্টাগ্রাম মারফত তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন ৷ মহিলার দাবি, এরপর থেকেই সামনাসামনি দেখা করার জন্য তাঁকে বারবার অনুরোধ করতে শুরু করেন সন্দীপ ৷ মহিলার কথায়, "তিনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেন এবং জানান, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শংসাপত্র প্রদান বাকি রয়েছে ৷ এই বিষয়ে কথা বলার জন্যই তিনি আমার সঙ্গে দেখা করতে চান ৷ দুর্ভাগ্যজনকভাবে আমার শংসাপত্রটি আমার ফেডারেশন হারিয়ে ফেলেছিল এবং সেই ঘটনা আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিলাম ৷"

এরপর ওই মহিলা অবশেষে সন্দীপের সঙ্গে দেখা করতে রাজি হন ৷ কিন্তু, প্রয়োজনীয় সমস্ত নথি-সহ তিনি যখন সন্দীপের কাছে পৌঁছন, তিনি তাঁর যৌন হেনস্থা করেন ৷ যদিও মহিলার এই অভিযোগ একবাক্যে খারিজ করে দিয়েছেন সন্দীপ সিং ৷ তাঁর পালটা দাবি, ভিত্তিহীন অভিযোগ এনে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ৷ তবে, মন্ত্রী মশাই যাই বলুন, মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

চণ্ডীগড়, 1 জানুয়ারি: যৌন হেনস্থা এবং নারীর সম্ভ্রমহানির (Sexual Harassment and Outraging Modesty of a Woman) অভিযোগে হরিয়ানার ক্রীড়ামন্ত্রী (Haryana Sports Minister) সন্দীপ সিংয়ের (Sandeep Singh) বিরুদ্ধে রুজু হল মামলা ৷ জুনিয়র অ্যাথলিটিক্স বিভাগের একজন মহিলা প্রশিক্ষক তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন ৷ তার ভিত্তিতেই এই আইনি পদক্ষেপ করা হয়েছে ৷ পাশাপাশি ছাড়তে হয়েছে মন্ত্রিত্বও ।

সন্দীপের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ এই ধারাগুলি হল, 354 (সম্ভ্রমহানির উদ্দেশ্যে মহিলাকে নিগ্রহ করা এবং তাঁর বিরুদ্ধে অপরাধমূলক আচরণ করা), 354-এ (যৌন হেনস্থা), 354-বি (মহিলাকে বিবস্ত্র করার উদ্দেশ্যে অপরাধমূলক শক্তি প্রয়োগ করা), 342 (অন্যায়ভাবে কাউকে বন্দি করে রাখা) এবং 506 (অপরাধমূলক ভয় দেখানো) ৷

আরও পড়ুন: বর্ষবরণের রাতে কোটি টাকার মাদক-সহ গ্রেফতার 16 নাইজেরিয়ান

এই ঘটনা প্রকাশ্যে আসতেই এ নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে ৷ কারণ, সন্দীপ সিং মন্ত্রী হলেও তিনি চিরকালই রাজনীতিতে ছিলেন, এমনটা নয় ৷ তিনি নিজেও একজন খেলোয়াড় ৷ ভারতের জাতীয় হকি দলের প্রাক্তন ক্যাপ্টেন তিনি ৷ খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সের ময়দানে ভারতের হয়ে প্রতিনিধিত্বও করেছেন ৷ বর্তমানে তিনি বিজেপি বিধায়ক ৷ কুরুক্ষেত্রের অন্তর্গত পেহোওয়া বিধানসভার জনপ্রতিনিধি তিনি ৷

অভিযোগকারিণী মহিলা প্রশিক্ষক জানিয়েছেন, সন্দীপ প্রথমবার তাঁকে একটি জিমে দেখেন ৷ তারপর ইনস্টাগ্রাম মারফত তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন ৷ মহিলার দাবি, এরপর থেকেই সামনাসামনি দেখা করার জন্য তাঁকে বারবার অনুরোধ করতে শুরু করেন সন্দীপ ৷ মহিলার কথায়, "তিনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেন এবং জানান, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শংসাপত্র প্রদান বাকি রয়েছে ৷ এই বিষয়ে কথা বলার জন্যই তিনি আমার সঙ্গে দেখা করতে চান ৷ দুর্ভাগ্যজনকভাবে আমার শংসাপত্রটি আমার ফেডারেশন হারিয়ে ফেলেছিল এবং সেই ঘটনা আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিলাম ৷"

এরপর ওই মহিলা অবশেষে সন্দীপের সঙ্গে দেখা করতে রাজি হন ৷ কিন্তু, প্রয়োজনীয় সমস্ত নথি-সহ তিনি যখন সন্দীপের কাছে পৌঁছন, তিনি তাঁর যৌন হেনস্থা করেন ৷ যদিও মহিলার এই অভিযোগ একবাক্যে খারিজ করে দিয়েছেন সন্দীপ সিং ৷ তাঁর পালটা দাবি, ভিত্তিহীন অভিযোগ এনে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ৷ তবে, মন্ত্রী মশাই যাই বলুন, মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.