ETV Bharat / bharat

হরিয়ানায় কৃষক-পুলিশ সংঘর্ষ, চলল কাঁদানে গ্যাস - কৃষি আইন 2020

আজ কেন্দ্রের সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন আন্দোলনরত কৃষকেরা ৷ তার আগেই হরিয়ানায় আন্দোলনরত কৃষকরা মিছিল করে দিল্লির দিকে আসার চেষ্টা করেন ৷ তাঁদের রুখতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায় ৷

haryana
হরিয়ানা
author img

By

Published : Jan 4, 2021, 8:04 AM IST

Updated : Jan 4, 2021, 8:35 AM IST

চণ্ডীগড়, 4 জানুয়ারি : রেওয়ারি-আলওয়ার বর্ডারে আন্দোলরত কৃষক ও পুলিশ সংঘর্ষ ৷ আন্দোলনরত কৃষকেরা দিল্লির দিকে যাত্রা শুরু করলে তাঁদের বাধা দেয় হরিয়ানা পুলিশ ৷ তাঁদের রুখতে লাঠিচার্জ করে ৷ আন্দোলনরত কৃষকদের রুখতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷ পালটা পুলিশের ব্যারিকেট ভেঙে ফেলার চেষ্টা করেন কৃষকেরা ৷

গতকাল হরিয়ানার রেওয়ারি-আলওয়ার বর্ডারের আন্দোলনরত কৃষকেরা মিছিল শুরু করেন ৷ মিছিল করে তাঁরা দিল্লির দিকে যাওয়ার চেষ্টা করেন ৷ এরপরই কৃষকদের রুখতে তৎপর হয় হরিয়ানা পুলিশ ৷ জানা গেছে, আন্দোলনরত কৃষকদের রুখতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷ অপরদিকে, কৃষকেরা পালটা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে ৷ যদিও, স্থানীয় একটি ব্রিজের কাছেই পুলিশ আন্দোলনরত কৃষকদের আটকাতে সক্ষম হয় ৷ এবিষয়ে রেওয়ারির পুলিশ প্রধান অভিষেক জোরওয়াল বলেন, "মাসানি এলাকায় আমরা তাঁদের আটকাতে পেরেছি ৷ "

আরও পড়ুন : গাজ়িয়াবাদে নির্মীয়মাণ শ্মশানের ছাদ ভেঙে মৃত 25

উল্লেখ্য, কেন্দ্রের তিনটি কৃষি আইন পাশ হওয়ার পর থেকেই কৃষকেরা আন্দোলন শুরু করে ৷ নতুন এই কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির একাধিক বর্ডারে বিক্ষোভে বসেন কৃষক সংগঠনগুলো ৷ এবিষয়ে কেন্দ্রের সঙ্গে আন্দোলনরত কৃষকেরা 6 দফা বৈঠক করেছেন ৷ যদিও বৈঠকে এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র মেলেনি ৷

haryana police
আন্দোলনরত কৃষকদের রুখতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ

আজ ফের আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র ৷ আজকের বৈঠকে কোনও সমাধান সূত্র না মিললে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে কৃষকে সংগঠনগুলো ৷ 6 জানুয়ারি ট্রাক্টর মার্চ করার হুঁশিয়ারি দিয়েছে তারা ৷ ট্রাক্টর মার্চ করে জিটি-কর্নাল রোড অবরুদ্ধ করারও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত কৃষকেরা ৷

চণ্ডীগড়, 4 জানুয়ারি : রেওয়ারি-আলওয়ার বর্ডারে আন্দোলরত কৃষক ও পুলিশ সংঘর্ষ ৷ আন্দোলনরত কৃষকেরা দিল্লির দিকে যাত্রা শুরু করলে তাঁদের বাধা দেয় হরিয়ানা পুলিশ ৷ তাঁদের রুখতে লাঠিচার্জ করে ৷ আন্দোলনরত কৃষকদের রুখতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷ পালটা পুলিশের ব্যারিকেট ভেঙে ফেলার চেষ্টা করেন কৃষকেরা ৷

গতকাল হরিয়ানার রেওয়ারি-আলওয়ার বর্ডারের আন্দোলনরত কৃষকেরা মিছিল শুরু করেন ৷ মিছিল করে তাঁরা দিল্লির দিকে যাওয়ার চেষ্টা করেন ৷ এরপরই কৃষকদের রুখতে তৎপর হয় হরিয়ানা পুলিশ ৷ জানা গেছে, আন্দোলনরত কৃষকদের রুখতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷ অপরদিকে, কৃষকেরা পালটা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে ৷ যদিও, স্থানীয় একটি ব্রিজের কাছেই পুলিশ আন্দোলনরত কৃষকদের আটকাতে সক্ষম হয় ৷ এবিষয়ে রেওয়ারির পুলিশ প্রধান অভিষেক জোরওয়াল বলেন, "মাসানি এলাকায় আমরা তাঁদের আটকাতে পেরেছি ৷ "

আরও পড়ুন : গাজ়িয়াবাদে নির্মীয়মাণ শ্মশানের ছাদ ভেঙে মৃত 25

উল্লেখ্য, কেন্দ্রের তিনটি কৃষি আইন পাশ হওয়ার পর থেকেই কৃষকেরা আন্দোলন শুরু করে ৷ নতুন এই কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির একাধিক বর্ডারে বিক্ষোভে বসেন কৃষক সংগঠনগুলো ৷ এবিষয়ে কেন্দ্রের সঙ্গে আন্দোলনরত কৃষকেরা 6 দফা বৈঠক করেছেন ৷ যদিও বৈঠকে এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র মেলেনি ৷

haryana police
আন্দোলনরত কৃষকদের রুখতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ

আজ ফের আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র ৷ আজকের বৈঠকে কোনও সমাধান সূত্র না মিললে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে কৃষকে সংগঠনগুলো ৷ 6 জানুয়ারি ট্রাক্টর মার্চ করার হুঁশিয়ারি দিয়েছে তারা ৷ ট্রাক্টর মার্চ করে জিটি-কর্নাল রোড অবরুদ্ধ করারও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত কৃষকেরা ৷

Last Updated : Jan 4, 2021, 8:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.