ETV Bharat / bharat

WHO Alert on India-Made Cough Syrup: ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে আফ্রিকায় শিশুমৃত্যু! নমুনা গেল ডিসিজিআই’র ল্যাবে - ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে আফ্রিকায় শিশুমৃত্যু

ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে আফ্রিকায় শিশুমৃত্যুর অভিযোগ উঠেছে আগেই ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হরিয়ানার ওই সংস্থার ওষুধ নিয়ে সতর্কতা জারি করার পরেই (WHO Alert on India-Made Cough Syrup), ডিসিজিআই (DCGI)-এর ল্যাবে সংস্থার তৈরি 4টি কাশির সিরাপের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷

Haryana Pharmaceutical Made Cough Syrup Samples Sent for DCGI Lab Test Basis on WHO Alert
Haryana Pharmaceutical Made Cough Syrup Samples Sent for DCGI Lab Test Basis on WHO Alert
author img

By

Published : Oct 7, 2022, 1:34 PM IST

নয়াদিল্লি, 7 অক্টোবর: পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় একটি ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর অভিযোগ উঠেছে ৷ যে ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO Alert on India-Made Cough Syrup) ৷ যার পরেই ওই সংস্থার সংশ্লীষ্ট কাশির সিরাপের নমুনা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই (DCGI)-এর ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য ৷ স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সেই রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, হরিয়ানার সোনপতের মেডিক্যাল সংস্থা ‘দূষিত’ ও ‘নিম্নমানে’র চারটি কাশির সিরাপ তৈরি করছে (Haryana Pharmaceutical Made Cough Syrup) ৷ আর সেই সংস্থার তৈরি কাশির সিরাপের কারণেই পশ্চিম আফ্রিকান ওই দেশের শিশুদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ‘হু’ এর পেশ করা রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷ এই ঘটনায় ভারতীয় ড্রাগ কন্ট্রোলার জেনারেল তদন্ত শুরু করেছে ৷ সেই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এ নিয়ে আরও তথ্য চাওয়া হয়েছে ৷

এই ঘটনায় হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ বৃহস্পতিবার জানিয়েছিলেন, ডিসিজিআই এর কলকাতার ল্যাবে ওই সংস্থার তৈরি করা চারটি কাশির সিরাপের নমুনা পাঠানো হয়েছে ৷ ডিসিজিআই এবং হরিয়ানা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দফতরের আধিকারিকরা ওই কাশির সিরাপের নমুনা সংগ্রহ করেছেন ৷ এ নিয়ে হরিয়ানার স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের সঙ্গেও কথা বলেছেন কেন্দ্রের ফার্মাসিউটিক্যাল বিভাগের আধিকারিকরা ৷

আরও পড়ুন: কোর্বেভ্যাক্সের বুস্টার ডোজে ছাড়পত্র দিল ডিসিজিআই

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ওই সংস্থার তৈরি 4টি কাশির সিরাপ বিদেশে রফতানির অনুমতি দেওয়া হয়েছিল ৷ কিন্তু, ভারতের বাজারে সেগুলির বিক্রি বা প্রচারের অনুমতি দেওয়া হয়নি ৷ তবে, ওই সংস্থার বিরুদ্ধে যে ব্যবস্থাই নেওয়া হোক না কেন, তা কেবল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার ল্যাব রিপোর্ট আসার পরেই নেওয়া হবে ৷

নয়াদিল্লি, 7 অক্টোবর: পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় একটি ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর অভিযোগ উঠেছে ৷ যে ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO Alert on India-Made Cough Syrup) ৷ যার পরেই ওই সংস্থার সংশ্লীষ্ট কাশির সিরাপের নমুনা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই (DCGI)-এর ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য ৷ স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সেই রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, হরিয়ানার সোনপতের মেডিক্যাল সংস্থা ‘দূষিত’ ও ‘নিম্নমানে’র চারটি কাশির সিরাপ তৈরি করছে (Haryana Pharmaceutical Made Cough Syrup) ৷ আর সেই সংস্থার তৈরি কাশির সিরাপের কারণেই পশ্চিম আফ্রিকান ওই দেশের শিশুদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ‘হু’ এর পেশ করা রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷ এই ঘটনায় ভারতীয় ড্রাগ কন্ট্রোলার জেনারেল তদন্ত শুরু করেছে ৷ সেই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এ নিয়ে আরও তথ্য চাওয়া হয়েছে ৷

এই ঘটনায় হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ বৃহস্পতিবার জানিয়েছিলেন, ডিসিজিআই এর কলকাতার ল্যাবে ওই সংস্থার তৈরি করা চারটি কাশির সিরাপের নমুনা পাঠানো হয়েছে ৷ ডিসিজিআই এবং হরিয়ানা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দফতরের আধিকারিকরা ওই কাশির সিরাপের নমুনা সংগ্রহ করেছেন ৷ এ নিয়ে হরিয়ানার স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের সঙ্গেও কথা বলেছেন কেন্দ্রের ফার্মাসিউটিক্যাল বিভাগের আধিকারিকরা ৷

আরও পড়ুন: কোর্বেভ্যাক্সের বুস্টার ডোজে ছাড়পত্র দিল ডিসিজিআই

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ওই সংস্থার তৈরি 4টি কাশির সিরাপ বিদেশে রফতানির অনুমতি দেওয়া হয়েছিল ৷ কিন্তু, ভারতের বাজারে সেগুলির বিক্রি বা প্রচারের অনুমতি দেওয়া হয়নি ৷ তবে, ওই সংস্থার বিরুদ্ধে যে ব্যবস্থাই নেওয়া হোক না কেন, তা কেবল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার ল্যাব রিপোর্ট আসার পরেই নেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.