নয়াদিল্লি, 7 অক্টোবর: পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় একটি ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর অভিযোগ উঠেছে ৷ যে ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO Alert on India-Made Cough Syrup) ৷ যার পরেই ওই সংস্থার সংশ্লীষ্ট কাশির সিরাপের নমুনা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই (DCGI)-এর ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য ৷ স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সেই রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, হরিয়ানার সোনপতের মেডিক্যাল সংস্থা ‘দূষিত’ ও ‘নিম্নমানে’র চারটি কাশির সিরাপ তৈরি করছে (Haryana Pharmaceutical Made Cough Syrup) ৷ আর সেই সংস্থার তৈরি কাশির সিরাপের কারণেই পশ্চিম আফ্রিকান ওই দেশের শিশুদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ‘হু’ এর পেশ করা রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷ এই ঘটনায় ভারতীয় ড্রাগ কন্ট্রোলার জেনারেল তদন্ত শুরু করেছে ৷ সেই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এ নিয়ে আরও তথ্য চাওয়া হয়েছে ৷
এই ঘটনায় হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ বৃহস্পতিবার জানিয়েছিলেন, ডিসিজিআই এর কলকাতার ল্যাবে ওই সংস্থার তৈরি করা চারটি কাশির সিরাপের নমুনা পাঠানো হয়েছে ৷ ডিসিজিআই এবং হরিয়ানা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দফতরের আধিকারিকরা ওই কাশির সিরাপের নমুনা সংগ্রহ করেছেন ৷ এ নিয়ে হরিয়ানার স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের সঙ্গেও কথা বলেছেন কেন্দ্রের ফার্মাসিউটিক্যাল বিভাগের আধিকারিকরা ৷
আরও পড়ুন: কোর্বেভ্যাক্সের বুস্টার ডোজে ছাড়পত্র দিল ডিসিজিআই
স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ওই সংস্থার তৈরি 4টি কাশির সিরাপ বিদেশে রফতানির অনুমতি দেওয়া হয়েছিল ৷ কিন্তু, ভারতের বাজারে সেগুলির বিক্রি বা প্রচারের অনুমতি দেওয়া হয়নি ৷ তবে, ওই সংস্থার বিরুদ্ধে যে ব্যবস্থাই নেওয়া হোক না কেন, তা কেবল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার ল্যাব রিপোর্ট আসার পরেই নেওয়া হবে ৷