সিরসা(হরিয়ানা), 3 অক্টোবর: প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সিরসার তথ্য, জনসংযোগ ও ভাষা আধিকারিককে বরখাস্ত করল হরিয়ানা সরকার ৷ স্বচ্ছতা হি সেবার আওতায় শ্রমদান কর্মসূচি শুরু করেছে কেন্দ্রীয় সরকার ৷ মহাত্মা গান্ধির জন্ম জয়ন্তী উপলক্ষে এই কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে ৷ ঝাঁটা হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের ভিডিয়ো সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করছিলেন তাঁরা । অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে এই পোস্টে আপত্তিকর মন্তব্য করেন সঞ্জয় বিধলান ৷ এরপরেই তাঁকে হরিয়ানা সরকার বরখাস্ত করেছে ।
-
मुख्यमंत्री श्री @mlkhattar ने फरीदाबाद में स्वच्छ भारत मिशन के अंतर्गत स्वच्छता पखवाड़े की शुरुआत की. उन्होंने स्वच्छता अभियान में श्रमदान भी किया. इस अवसर पर केंद्रीय राज्यमंत्री श्री कृष्णपाल गुर्जर, कैबिनेट मंत्री श्री मूलचंद शर्मा समेत स्थानीय विधायक मौजूद रहे. pic.twitter.com/hhN9BLpHwq
— DPR Haryana (@DiprHaryana) October 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">मुख्यमंत्री श्री @mlkhattar ने फरीदाबाद में स्वच्छ भारत मिशन के अंतर्गत स्वच्छता पखवाड़े की शुरुआत की. उन्होंने स्वच्छता अभियान में श्रमदान भी किया. इस अवसर पर केंद्रीय राज्यमंत्री श्री कृष्णपाल गुर्जर, कैबिनेट मंत्री श्री मूलचंद शर्मा समेत स्थानीय विधायक मौजूद रहे. pic.twitter.com/hhN9BLpHwq
— DPR Haryana (@DiprHaryana) October 1, 2023मुख्यमंत्री श्री @mlkhattar ने फरीदाबाद में स्वच्छ भारत मिशन के अंतर्गत स्वच्छता पखवाड़े की शुरुआत की. उन्होंने स्वच्छता अभियान में श्रमदान भी किया. इस अवसर पर केंद्रीय राज्यमंत्री श्री कृष्णपाल गुर्जर, कैबिनेट मंत्री श्री मूलचंद शर्मा समेत स्थानीय विधायक मौजूद रहे. pic.twitter.com/hhN9BLpHwq
— DPR Haryana (@DiprHaryana) October 1, 2023
2 অক্টোবর এক্স পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল পরিচ্ছন্নতা অভিযানের বিষয়ে বার্তা দিয়েছিলেন ৷ যাতে হরিয়ানা এবং দেশের মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনও করা যায় । মোদি স্বচ্ছতা ও সুস্থতা নিয়ে কথা বলেন ৷ তাঁর সঙ্গে দেখা যায় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অঙ্কিত বাইয়ানপুরিয়াকে ৷ অন্যদিকে হরিয়ানায় মুখ্যমন্ত্রী মনোহর লাল ঝাঁড়ু হাতে সাফা সাফাই করতে রাস্তায় নামেন ৷ তাঁদের এই অভিযানের ভিডিয়ো পোস্টের নীচেই আপত্তিকর মন্তব্য করেন ডিআইপিআরও সিরসা । তিনি পুরো বিষয়টিকে নাটক করা হচ্ছে বলে উল্লেখ করেন ৷ ওই আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে জেলা তথ্য, জনসংযোগ ও ভাষা দফতরের পরিচালক ভি উমাশঙ্কর জেলা তথ্য, জনসংযোগ ও ভাষা আধিকারিককে বরখাস্ত করার নির্দেশ জারি করেন ।
আরও পড়ুন: সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সঙ্গে ঝাঁটা হাতে আবর্জনা পরিষ্কার মোদির
আদেশ অনুসারে, এখন সঞ্জয় বিধলানকে চণ্ডীগড়ের তথ্য, জনসংযোগ ও ভাষা বিভাগের প্রধান কার্যালয়ে থাকার আদেশ জারি করা হয়েছে । এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে । সিরসা জেলার ডিসি পার্থ গুপ্তা এবং জেলা তথ্য, জনসংযোগ ও ভাষা আধিকারিক সঞ্জয় বিধলান জেলা তথ্য, জনসংযোগ ও ভাষা আধিকারিককে বরখাস্ত করার বিষয়ে কিছু বলতে চাননি ।