ETV Bharat / bharat

নিকিতা তোমর হত্য়াকাণ্ডে যাবজ্জীবন তৌসিফের

নিকিতা তোমর হত্য়াকাণ্ডে দোষী তৌসিফের যাবজ্জীবন কারাদণ্ড ৷ একই শাস্তি হল তার বন্ধু রেহানেরও ৷ শুক্রবার এই রায় দেয় হরিয়ানা ফাস্ট ট্র্য়াক কোর্ট ৷

author img

By

Published : Mar 26, 2021, 5:16 PM IST

Haryana Court awards life term to convicts in Nikita Tomar murder case
নিকিতা তোমর হত্য়াকাণ্ডে যাবজ্জীবন খুনি তৌসিফের

ফরিদাবাদ, 26 মার্চ : নিকিতা তোমর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত তৌসিফ ও তার বন্ধু রেহানকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল হরিয়ানা ফাস্ট ট্র্য়াক কোর্ট ৷ শুক্রবার এই রায় ঘোষণা করেছে আদালত ৷

এর আগে, গত বুধবারই ষড়যন্ত্র, অপহরণ ও খুনের অভিযোগে তৌসিফ ও রেহানকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ যদিও এই মামলাতেই অন্য অভিযুক্ত মহম্মদ আজরুদ্দিনকে খালাস করে দেওয়া হয় ৷ প্রসঙ্গত, আজরুদ্দিনই তৌসিফকে খুনের অস্ত্র সরবরাহ করেছিল বলে অভিযোগ ওঠে ৷

গত বছরের 26 অক্টোবর ৷ বাণিজ্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী নিকিতা তোমরকে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে তৌসিফ ৷ ঘটনাটি ঘটে বল্লভগড়ে নিকিতার কলেজের ঠিক বাইরে ৷ সেদিন কলেজে লিখিত পরীক্ষা দিতে গিয়েছিলেন নিকিতা ৷ পরীক্ষা দিয়ে বেরোনোর পরই প্রাণঘাতী হামলার শিকার হন তিনি ৷

আরও পড়ুন : ফরিদাবাদে প্রকাশ্যে যুবতিকে গুলি করে খুন, গ্রেপ্তার মূল অভিযুক্ত

রাস্তার উল্টোদিকের একটি সিসি ক্য়ামেরায় বন্দি হয়ে যায় নিকিতার খুনের ঘটনা ৷ মুহূর্তে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় ৷ চারিদিকে শুরু হয় হইচই ৷ প্রকাশ্য রাস্তায় একজন কলেজছাত্রীর এমন পরিণতি মেনে নিতে পারেননি কেউই ৷

নিকিতার আততায়ীকে ধরতে চাপ বাড়ে পুলিশের উপর ৷ 27 অক্টোবর বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তারা ৷ পরে 700 পৃষ্ঠার চার্জশিট পেশ করে সিট ৷ তাতে 60 জন সাক্ষীর নাম নথিভুক্ত করা হয় ৷

পুলিশ সূত্রে খবর, ডিজিট্য়াল, ফরেন্সিক এবং বস্তুগত তথ্যপ্রমাণের উপর ভিত্তি করেই এই মামলার চার্জশিট গঠন করা হয়েছে ৷

ফরিদাবাদ, 26 মার্চ : নিকিতা তোমর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত তৌসিফ ও তার বন্ধু রেহানকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল হরিয়ানা ফাস্ট ট্র্য়াক কোর্ট ৷ শুক্রবার এই রায় ঘোষণা করেছে আদালত ৷

এর আগে, গত বুধবারই ষড়যন্ত্র, অপহরণ ও খুনের অভিযোগে তৌসিফ ও রেহানকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ যদিও এই মামলাতেই অন্য অভিযুক্ত মহম্মদ আজরুদ্দিনকে খালাস করে দেওয়া হয় ৷ প্রসঙ্গত, আজরুদ্দিনই তৌসিফকে খুনের অস্ত্র সরবরাহ করেছিল বলে অভিযোগ ওঠে ৷

গত বছরের 26 অক্টোবর ৷ বাণিজ্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী নিকিতা তোমরকে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে তৌসিফ ৷ ঘটনাটি ঘটে বল্লভগড়ে নিকিতার কলেজের ঠিক বাইরে ৷ সেদিন কলেজে লিখিত পরীক্ষা দিতে গিয়েছিলেন নিকিতা ৷ পরীক্ষা দিয়ে বেরোনোর পরই প্রাণঘাতী হামলার শিকার হন তিনি ৷

আরও পড়ুন : ফরিদাবাদে প্রকাশ্যে যুবতিকে গুলি করে খুন, গ্রেপ্তার মূল অভিযুক্ত

রাস্তার উল্টোদিকের একটি সিসি ক্য়ামেরায় বন্দি হয়ে যায় নিকিতার খুনের ঘটনা ৷ মুহূর্তে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় ৷ চারিদিকে শুরু হয় হইচই ৷ প্রকাশ্য রাস্তায় একজন কলেজছাত্রীর এমন পরিণতি মেনে নিতে পারেননি কেউই ৷

নিকিতার আততায়ীকে ধরতে চাপ বাড়ে পুলিশের উপর ৷ 27 অক্টোবর বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তারা ৷ পরে 700 পৃষ্ঠার চার্জশিট পেশ করে সিট ৷ তাতে 60 জন সাক্ষীর নাম নথিভুক্ত করা হয় ৷

পুলিশ সূত্রে খবর, ডিজিট্য়াল, ফরেন্সিক এবং বস্তুগত তথ্যপ্রমাণের উপর ভিত্তি করেই এই মামলার চার্জশিট গঠন করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.