ETV Bharat / bharat

Road Accident : হরিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত একই পরিবারের আট সদস্য - নিহত একই পরিবারের আট জন

একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের আটজন সদস্যের ৷ আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে ৷

পথ দুর্ঘটনা
পথ দুর্ঘটনা
author img

By

Published : Oct 22, 2021, 11:23 AM IST

Updated : Oct 22, 2021, 1:56 PM IST

বাহাদুরগড় (হরিয়ানা), 22 অক্টোবর : হরিয়ানার ঝাজর জেলার বাহাদুরগড়ে একটি পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের আট সদস্য ৷ আহত অবস্থায় উদ্ধার হয়েছে একটি শিশু ৷ মৃতদের মধ্যে একটি শিশু ও তিনজন মহিলা রয়েছেন ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷

বাহাদুরগড়ের বাদলি ও ফারুখনগরের মধ্যে কেএমপি এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে ৷ একটি অর্টিগা গাড়ি গুরুগ্রামের দিকে যাচ্ছিল ৷ সেইসময় একটি দ্রুতগামী ট্রাক এসে গাড়িটিকে ধাক্কা দেয় ৷ ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আটজনের ৷ অভিযুক্ত ট্রাকচালক পলাতক ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

যদিও মৃতদের এখনও শনাক্ত করা যায়নি ৷ শনাক্তকরণ ও ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহগুলি বাহাদুরগড় জেনেরাল হাসপাতালে পাঠিয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছে তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানান, এই দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে ৷ পলাতক ট্রাক চালকের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ আহত শিশু হাসপাতালে চিকিৎসাধীন ৷

দুর্ঘটনায় নিহতরা উত্তরপ্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ফিরোজাবাদের নাগলা অনুপ গ্রামের ওই বাসিন্দারা গোগা মেড়ি থেকে বাড়ি ফিরছিলেন ৷ এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নিহতরা সকলেই এক পরিবারের ৷ গাড়িটিতে মোট 11 জন ছিলেন ৷ এই দুর্ঘটনা থেকে কেবল গাড়ির চালক, একজন মহিলা যাত্রী ও একটি শিশু বেঁচে গিয়েছেন ৷

আরও পড়ুন : Amit Shah in Uttarakhand : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 64, আকাশপথে পরিদর্শন শাহের

বাহাদুরগড় (হরিয়ানা), 22 অক্টোবর : হরিয়ানার ঝাজর জেলার বাহাদুরগড়ে একটি পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের আট সদস্য ৷ আহত অবস্থায় উদ্ধার হয়েছে একটি শিশু ৷ মৃতদের মধ্যে একটি শিশু ও তিনজন মহিলা রয়েছেন ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷

বাহাদুরগড়ের বাদলি ও ফারুখনগরের মধ্যে কেএমপি এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে ৷ একটি অর্টিগা গাড়ি গুরুগ্রামের দিকে যাচ্ছিল ৷ সেইসময় একটি দ্রুতগামী ট্রাক এসে গাড়িটিকে ধাক্কা দেয় ৷ ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আটজনের ৷ অভিযুক্ত ট্রাকচালক পলাতক ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

যদিও মৃতদের এখনও শনাক্ত করা যায়নি ৷ শনাক্তকরণ ও ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহগুলি বাহাদুরগড় জেনেরাল হাসপাতালে পাঠিয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছে তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানান, এই দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে ৷ পলাতক ট্রাক চালকের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ আহত শিশু হাসপাতালে চিকিৎসাধীন ৷

দুর্ঘটনায় নিহতরা উত্তরপ্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ফিরোজাবাদের নাগলা অনুপ গ্রামের ওই বাসিন্দারা গোগা মেড়ি থেকে বাড়ি ফিরছিলেন ৷ এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নিহতরা সকলেই এক পরিবারের ৷ গাড়িটিতে মোট 11 জন ছিলেন ৷ এই দুর্ঘটনা থেকে কেবল গাড়ির চালক, একজন মহিলা যাত্রী ও একটি শিশু বেঁচে গিয়েছেন ৷

আরও পড়ুন : Amit Shah in Uttarakhand : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 64, আকাশপথে পরিদর্শন শাহের

Last Updated : Oct 22, 2021, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.