ETV Bharat / bharat

India-Canada Relations: হরদীপ সিং নিজ্জরের খুনের জেরে প্রভাব পড়ছে ভারত-কানাডা সম্পর্কে - খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুন

Hardeep Singh Nijjar's murder: খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে ৷ পঞ্জাবে রাজনৈতিক নেতারা ট্রুডোর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ৷

India-Canada Relations
India-Canada Relations
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 5:01 PM IST

চণ্ডীগড়, 19 সেপ্টেম্বর: শিখ নেতা এবং খালিস্তানি সমর্থক হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় জড়িত থাকতে পারে ভারত, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এই বক্তব্যের পর কানাডা থেকে ভারতে তোলপাড় শুরু হয়েছে । কানাডা এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে এবং ভারত সরকারও কঠোর অবস্থান নিয়েছে ও কানাডিয়ান কূটনীতিককে পাঁচদিনের মধ্যে ভারত ছেড়ে চলে যেতে বলেছে ।

উল্লেখ্য, হরদীপ সিং নিজ্জর ছিলেন পাঞ্জাবের জলন্ধর জেলার বাসিন্দা৷ পঞ্জাবের ফিল্লার শহরের সংলগ্ন ভরসিং গ্রামে তাঁর আদিবাড়ি । গত জুন মাসে কানাডার সারে শহরের একটি গুরুদ্বারের বাইরে একজন হরদীপ সিং নিজ্জরকে খুন করা হয় । তাঁর মৃত্যুতে আগেই শিখ বিচ্ছিন্নতাবাদী ও ভারত সরকারের মধ্যে উত্তেজনা তৈরি করে । তাঁর মৃত্যুর প্রতিবাদে টরন্টো, লন্ডন, মেলবোর্ন ও সান ফ্রান্সিসকোর রাস্তায় বিক্ষোভ দেখায় বেশকিছু শিখ বিচ্ছিন্নতাবাদী । কিন্তু জাস্টিন ট্রুডোর মন্তব্য সেই ক্ষোভের আগুনে হঠাৎ করে ঘৃতাহুতি দিয়েছে ৷

পাঞ্জাবে কার্যত রাজনৈতিক ভূমিকম্প হয়েছে ৷ পঞ্জাবে বিজেপি নেতা হরজিৎ গেরওয়াল ট্রুডোর এই মন্তব্যের সমালোচনা করেছেন ৷ তাঁর দাবি, কোনোরকম তদন্ত ছাড়াই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন ট্রুডো ৷ কানাডার নাগরিকদের নজর সেদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি থেকে ঘোরাতেই ট্রুডো এই মন্তব্য করেছেন বলে ওই বিজেপির নেতার দাবি ৷

আরও পড়ুন: খালিস্তানি নেতা খুনে জড়িত ! কানাডায় বহিষ্কার ভারতের শীর্ষ কূটনীতিক

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারতবিরোধী বক্তব্যের নিন্দা করেছেন পাঞ্জাব কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং । তিনি ট্রুডোকে এ ধরনের বক্তব্য এড়াতে পরামর্শ দিয়েছেন । অনেকে আবার কানাডার সঙ্গে পাকিস্তানের তুলনা করেছেন ৷ সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়ার কারণে কানাডার অবস্থায় পাকিস্তানের মতো হবে বলে অনেকে দাবি করেছেন ৷

প্রসঙ্গত, 2022 সালে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ নিজ্জরের বিরুদ্ধে তোলাবাজি ও জলন্ধরে একজন পুরোহিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছিল । তাঁকে গ্রেফতারের জন্য পুরস্কারের ঘোষণাও করা হয় । বলা হয় যে, পুরোহিতকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন নিজ্জর, যিনি খালিস্তান টাইগার ফোর্সের প্রধান ছিলেন ও কানাডায় থাকতেন । এছাড়াও, সন্ত্রাসী ষড়যন্ত্রের মামলায় নিজ্জরের বিরুদ্ধে এনআইএ একটি চার্জশিটও দাখিল করেছিল ।

আরও পড়ুন: ইটের বদলে পাটকেল! কানাডার কূটনীতিককে বহিষ্কার করল ভারত, ছাড়তে হবে দেশ

চণ্ডীগড়, 19 সেপ্টেম্বর: শিখ নেতা এবং খালিস্তানি সমর্থক হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় জড়িত থাকতে পারে ভারত, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এই বক্তব্যের পর কানাডা থেকে ভারতে তোলপাড় শুরু হয়েছে । কানাডা এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে এবং ভারত সরকারও কঠোর অবস্থান নিয়েছে ও কানাডিয়ান কূটনীতিককে পাঁচদিনের মধ্যে ভারত ছেড়ে চলে যেতে বলেছে ।

উল্লেখ্য, হরদীপ সিং নিজ্জর ছিলেন পাঞ্জাবের জলন্ধর জেলার বাসিন্দা৷ পঞ্জাবের ফিল্লার শহরের সংলগ্ন ভরসিং গ্রামে তাঁর আদিবাড়ি । গত জুন মাসে কানাডার সারে শহরের একটি গুরুদ্বারের বাইরে একজন হরদীপ সিং নিজ্জরকে খুন করা হয় । তাঁর মৃত্যুতে আগেই শিখ বিচ্ছিন্নতাবাদী ও ভারত সরকারের মধ্যে উত্তেজনা তৈরি করে । তাঁর মৃত্যুর প্রতিবাদে টরন্টো, লন্ডন, মেলবোর্ন ও সান ফ্রান্সিসকোর রাস্তায় বিক্ষোভ দেখায় বেশকিছু শিখ বিচ্ছিন্নতাবাদী । কিন্তু জাস্টিন ট্রুডোর মন্তব্য সেই ক্ষোভের আগুনে হঠাৎ করে ঘৃতাহুতি দিয়েছে ৷

পাঞ্জাবে কার্যত রাজনৈতিক ভূমিকম্প হয়েছে ৷ পঞ্জাবে বিজেপি নেতা হরজিৎ গেরওয়াল ট্রুডোর এই মন্তব্যের সমালোচনা করেছেন ৷ তাঁর দাবি, কোনোরকম তদন্ত ছাড়াই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন ট্রুডো ৷ কানাডার নাগরিকদের নজর সেদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি থেকে ঘোরাতেই ট্রুডো এই মন্তব্য করেছেন বলে ওই বিজেপির নেতার দাবি ৷

আরও পড়ুন: খালিস্তানি নেতা খুনে জড়িত ! কানাডায় বহিষ্কার ভারতের শীর্ষ কূটনীতিক

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারতবিরোধী বক্তব্যের নিন্দা করেছেন পাঞ্জাব কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং । তিনি ট্রুডোকে এ ধরনের বক্তব্য এড়াতে পরামর্শ দিয়েছেন । অনেকে আবার কানাডার সঙ্গে পাকিস্তানের তুলনা করেছেন ৷ সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়ার কারণে কানাডার অবস্থায় পাকিস্তানের মতো হবে বলে অনেকে দাবি করেছেন ৷

প্রসঙ্গত, 2022 সালে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ নিজ্জরের বিরুদ্ধে তোলাবাজি ও জলন্ধরে একজন পুরোহিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছিল । তাঁকে গ্রেফতারের জন্য পুরস্কারের ঘোষণাও করা হয় । বলা হয় যে, পুরোহিতকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন নিজ্জর, যিনি খালিস্তান টাইগার ফোর্সের প্রধান ছিলেন ও কানাডায় থাকতেন । এছাড়াও, সন্ত্রাসী ষড়যন্ত্রের মামলায় নিজ্জরের বিরুদ্ধে এনআইএ একটি চার্জশিটও দাখিল করেছিল ।

আরও পড়ুন: ইটের বদলে পাটকেল! কানাডার কূটনীতিককে বহিষ্কার করল ভারত, ছাড়তে হবে দেশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.