চণ্ডীগড়, 21 মার্চ : ভারতীয় ক্রিকেট টিমের অনেকেই লোকসভায় গেলেও প্রথমবার রাজ্য়সভার এমপি হয়েছিলেন সচিন তেন্ডুলকর ৷ তবে তিনি ছিলেন মনোনীত ৷ সবকিছু ঠিক থাকলে এবার ভারতীয় দল থেকে দ্বিতীয় সদস্য পেতে চলেছে সংসদের উচ্চকক্ষ ৷ সম্প্রতি পঞ্জাবে রাজ্যসভার পাঁচটি আসন খালি হয়েছে ৷ তারই একটিতে হরভজন সিংয়ের নাম প্রস্তাব করেছে নবনির্বাচিত আম আদমি পার্টি (Harbhajan Singh files his nomination as AAP Candidate in Rajya Sabha ) ৷
পঞ্জাবের 117টি বিধানসভা আসনের মধ্যে 92টিতে জয়লাভ করেছে আম আদমি পার্টি ৷ 2017 সালের থেকে এক লাফে অনেকটা পড়ে গিয়েছে কংগ্রেসের ভোটব্যাঙ্ক ৷ ফলে অঘটন না ঘটলে হরভজনের রাজ্যসভায় যাওয়া এখন সময়ের অপেক্ষা ৷ ভাজ্জি বলেন, ‘‘আমার জন্য একটা বড় দিন । আমার লক্ষ্য প্রধানত খেলাধুলার প্রসার ঘটানো ৷ একটা স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করতে চাইব ৷ পাশাপাশি চেষ্টা করব যাতে সব ক্ষেত্রেই পঞ্জাবের মানুষ উন্নত পরিকাঠামো পায় ।”
আরও পড়ুন : "বিভিন্ন দল থেকে প্রস্তাব পেয়েছি", রাজনীতিতে যোগের সম্ভাবনা উসকে দিলেন ভাজ্জি
-
Meet AAP's 5 new Rajya Sabha MPs 🥳
— AAP (@AamAadmiParty) March 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
1. Ashok Mittal
2. Harbhajan Singh
3. Raghav Chadha
4. Sandeep Pathak
5. Sanjeev Arora pic.twitter.com/wlRuemaajc
">Meet AAP's 5 new Rajya Sabha MPs 🥳
— AAP (@AamAadmiParty) March 21, 2022
1. Ashok Mittal
2. Harbhajan Singh
3. Raghav Chadha
4. Sandeep Pathak
5. Sanjeev Arora pic.twitter.com/wlRuemaajcMeet AAP's 5 new Rajya Sabha MPs 🥳
— AAP (@AamAadmiParty) March 21, 2022
1. Ashok Mittal
2. Harbhajan Singh
3. Raghav Chadha
4. Sandeep Pathak
5. Sanjeev Arora pic.twitter.com/wlRuemaajc
1998 সালে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয় ভাজ্জির ৷ দেশের হয়ে 103টি টেস্টে মোট 417টি উইকেট নিয়েছেন তিনি । 236টি ওয়ান ডে-তে তাঁর শিকার 269টি উইকেট । সংসদ হিসেবে নতুন ইনিংসেও সেই ধারাবাহিকতা দেখানে পারবেন কি না তার উত্তর সময়ই দেবে ৷ যদিও ভাজ্জির ভক্তরা বলছেন, রাজনীতির বাইশ গজেও দুসরার জাদুতে কামাল করবেন তাঁদের প্রিয় ‘টার্বুনেটর’ ।
এদিন হরভজন ছাড়াও নমিনেশন জমা দিয়েছেন অশোক মিত্তল, রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক এবং সঞ্জীব অরোরা ৷