ETV Bharat / bharat

IND vs PAK : ভারত-পাক ম্যাচ নিয়ে সারারাত সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি ভাজ্জি-আমিরের - Mohammed Amir

রবিবাসরীয় সন্ধ্যায় মরুশহরে ফ্লপের খাতায় কোহলি অ্যান্ড কোং ৷ তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে তরজা ৷ এবার তাতে জড়িয়ে গেলেন দু'দেশের দুই প্রাক্তন খেলোয়াড় হরভজন সিং এবং মহম্মদ আমিরও ৷

IND vs PAK
ভারত-পাক ম্যাচ নিয়ে সারারাত সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি ভাজ্জি-আমিরের
author img

By

Published : Oct 27, 2021, 12:26 PM IST

নয়াদিল্লি, 27 অক্টোবর : বিশ্বকাপের প্রথম ম্যাচেই 'বিরাট' জয় পেয়েছে পাকিস্তান ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিশ্বকাপেও পাকিস্তানের কাছে হার বিরাটবাহিনীর ৷ রবিবাসরীয় সন্ধ্যায় মরুশহরে ফ্লপের খাতায় কোহলি অ্যান্ড কোং ৷ তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে তরজা ৷ এবার তাতে জড়িয়ে গেলেন দু'দেশের দুই প্রাক্তন খেলোয়াড় হরভজন সিং এবং মহম্মদ আমিরও ৷

ভারত-পাক ম্যাচ নিয়ে হরভজন সিং শোয়েব আখতারের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঠোকাঠুকি চলছিল বেশ কিছুদিন ধরেই । তাতেই নাক গলাতে গিয়ে সীমা ছাড়িয়ে যান আমির ৷ বিদ্রুপের শিকার হতেই পালটা দেন হরভজনও ৷ বিতর্ক শুরু হয় আমিরের একটি টুইট ঘিরে ৷ টুইটারে হরভজনকে উদ্দেশ্য করে লেখেন, 'ইউটিউবে তোমার বোলিং দেখছিলাম ৷ লালা (শাহিদ আফ্রিদি) তোমাকে চার বলে চারটে ছয় মেরেছিল৷ যাই হোক, ক্রিকেটে এটা হতেই পারে৷ কিন্তু টেস্টে খুব একটা হয় না ৷'

  • Lords mai no ball kaise ho gya tha ?? Kitna liya kisne diya ? Test cricket hai no ball kaise ho sakta hai ? Shame on u and ur other supporters for disgracing this beautiful game https://t.co/nbv6SWMvQl

    — Harbhajan Turbanator (@harbhajan_singh) October 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Mohammed Shami : কঠিন সময় বোর্ডকে পাশে পেলেন শামি

পাল্টা আমিরের বলে নিজের মারা একটি ছক্কার ভিডিও পোস্ট করে হরভজন লেখেন, "ম্যাচ গড়াপেটায় জড়িতকে ছয় ৷ মাঠের বাইরে যা ৷" প্রশ্ন তোলেন আমিরের নো-বল নিয়েও ৷ লেখেন, 'টেস্ট ক্রিকেটে নো বল কীভাবে হয়? কার কাছ থেকে কত টাকা নিয়েছিলে? তোমরা ক্রিকেটটাকে নষ্ট করেছ ৷ তোমাদের সঙ্গে কথা বলাই উচিত না ৷'

দুই প্রাক্তন খেলোয়াড়ের এভাবে জনসমক্ষে কাদা ছোড়াছুড়ির ইতিহাস খুব একটা নেই ৷

নয়াদিল্লি, 27 অক্টোবর : বিশ্বকাপের প্রথম ম্যাচেই 'বিরাট' জয় পেয়েছে পাকিস্তান ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিশ্বকাপেও পাকিস্তানের কাছে হার বিরাটবাহিনীর ৷ রবিবাসরীয় সন্ধ্যায় মরুশহরে ফ্লপের খাতায় কোহলি অ্যান্ড কোং ৷ তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে তরজা ৷ এবার তাতে জড়িয়ে গেলেন দু'দেশের দুই প্রাক্তন খেলোয়াড় হরভজন সিং এবং মহম্মদ আমিরও ৷

ভারত-পাক ম্যাচ নিয়ে হরভজন সিং শোয়েব আখতারের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঠোকাঠুকি চলছিল বেশ কিছুদিন ধরেই । তাতেই নাক গলাতে গিয়ে সীমা ছাড়িয়ে যান আমির ৷ বিদ্রুপের শিকার হতেই পালটা দেন হরভজনও ৷ বিতর্ক শুরু হয় আমিরের একটি টুইট ঘিরে ৷ টুইটারে হরভজনকে উদ্দেশ্য করে লেখেন, 'ইউটিউবে তোমার বোলিং দেখছিলাম ৷ লালা (শাহিদ আফ্রিদি) তোমাকে চার বলে চারটে ছয় মেরেছিল৷ যাই হোক, ক্রিকেটে এটা হতেই পারে৷ কিন্তু টেস্টে খুব একটা হয় না ৷'

  • Lords mai no ball kaise ho gya tha ?? Kitna liya kisne diya ? Test cricket hai no ball kaise ho sakta hai ? Shame on u and ur other supporters for disgracing this beautiful game https://t.co/nbv6SWMvQl

    — Harbhajan Turbanator (@harbhajan_singh) October 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Mohammed Shami : কঠিন সময় বোর্ডকে পাশে পেলেন শামি

পাল্টা আমিরের বলে নিজের মারা একটি ছক্কার ভিডিও পোস্ট করে হরভজন লেখেন, "ম্যাচ গড়াপেটায় জড়িতকে ছয় ৷ মাঠের বাইরে যা ৷" প্রশ্ন তোলেন আমিরের নো-বল নিয়েও ৷ লেখেন, 'টেস্ট ক্রিকেটে নো বল কীভাবে হয়? কার কাছ থেকে কত টাকা নিয়েছিলে? তোমরা ক্রিকেটটাকে নষ্ট করেছ ৷ তোমাদের সঙ্গে কথা বলাই উচিত না ৷'

দুই প্রাক্তন খেলোয়াড়ের এভাবে জনসমক্ষে কাদা ছোড়াছুড়ির ইতিহাস খুব একটা নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.