ETV Bharat / bharat

MCC : এমসিসির আজীবন সদস্য হলেন শ্রীনাথ, হরভজন

প্রতি বছরই বিশ্বের কিছু নামী খেলোয়াড়কে এই সদস্যপদ দেয় এমসিসি ৷ চলতি বছরে মোট 18 জন ক্রিকেটারকে আজীবন সদস্যপদ দেওয়ার কথা ঘোষণা করেছে তারা ৷

MCC
এমসিসির আজীবন সদস্য হলেন হরভজন, শ্রীনাথ
author img

By

Published : Oct 19, 2021, 7:32 PM IST

Updated : Oct 19, 2021, 7:42 PM IST

লন্ডন, 19 অক্টোবর : চলতি বছরে মোট 18 জন ক্রিকেটারকে আজীবন সদস্যপদ দেওয়ার কথা ঘোষণা করেছে এমসিসি ( মেরিলিবোন ক্রিকেট ক্লাব ) ৷ সেই তালিকায় রয়েছেন হরভজন সিং, জাভাগল শ্রীনাথও ৷ প্রতি বছরই বিশ্বের কিছু নামী খেলোয়াড়কে এই সদস্যপদ দেয় এমসিসি ৷

আরও পড়ুন : Hardik Pandya : "হার্দিকের বোলিং না করাটা টিম ইন্ডিয়ার ট্রফি জয়ে বাধা হবে না"

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের তরফে একটি টুইট করে একথা জানানো হয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় এমসিসি'র তরফে লেখা হয়েছে, "এমসিসি বিশ্বের সেরা ক্রিকেটারদের ক্লাবের সম্মানসূচক আজীবন সদস্যপদ প্রদান করে। বিশেষাধিকার প্রাপ্ত এই পুরুষ ও মহিলাদের নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত ৷" হরভজন, শ্রীনাথ ছাড়াও এই তালিকায় জায়গা পেয়েছেন হাসিম আমলা, ইয়ান বেল, ইয়ান বিশপ, আলেকজান্দ্রা ব্ল্যাকওয়েল, শিবনারায়ণ চন্দ্রপল, অ্যালেস্টার কুক, গ্র্যান্ট ফ্লাওয়ার, হার্শেল গিবস, রঙ্গনা হেরাথ, জ্যাক কালিস, ড্যামি মার্টিনের মতো তারকারাও ৷

  • MCC awards Honorary Life Membership of the Club to some of the world’s finest cricketers.

    We are delighted to announce the names of the latest men and women to have been bestowed with this privilege:

    — Marylebone Cricket Club (@MCCOfficial) October 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Virat-Shikhar: শিখরকে নকল বিরাটের, মিস করছেন তাঁর রসিকতা

ভারতীয় জুটি সম্পর্কে এমসিসি জানিয়েছে, "ভারতীয় জুটি হরভজন সিং এবং জাভাগাল শ্রীনাথ দুজনেই চমৎকার আন্তর্জাতিক ক্যারিয়ার উপভোগ করেছেন । হরভজন টেস্টে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ৷ শ্রীনাথ দেশের অন্যতম সেরা ওয়ানডে খেলোয়াড় ৷" পাঁচদিনের ক্রিকেটে হরভজনের মোট উইকেট 417 টি ৷ অন্য়দিকে 315 টি ওয়ানডে এবং 236 টি টেস্ট উইকেটের মালিক শ্রীনাথ ৷ ভারতীয় পেসার হিসেবে অবসর নেওয়ার পর তিনি আইসিসির ম্যাচ রেফারির দায়িত্ব সামলাচ্ছেন ৷ সম্প্রতি হরভজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করেছেন ।

লন্ডন, 19 অক্টোবর : চলতি বছরে মোট 18 জন ক্রিকেটারকে আজীবন সদস্যপদ দেওয়ার কথা ঘোষণা করেছে এমসিসি ( মেরিলিবোন ক্রিকেট ক্লাব ) ৷ সেই তালিকায় রয়েছেন হরভজন সিং, জাভাগল শ্রীনাথও ৷ প্রতি বছরই বিশ্বের কিছু নামী খেলোয়াড়কে এই সদস্যপদ দেয় এমসিসি ৷

আরও পড়ুন : Hardik Pandya : "হার্দিকের বোলিং না করাটা টিম ইন্ডিয়ার ট্রফি জয়ে বাধা হবে না"

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের তরফে একটি টুইট করে একথা জানানো হয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় এমসিসি'র তরফে লেখা হয়েছে, "এমসিসি বিশ্বের সেরা ক্রিকেটারদের ক্লাবের সম্মানসূচক আজীবন সদস্যপদ প্রদান করে। বিশেষাধিকার প্রাপ্ত এই পুরুষ ও মহিলাদের নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত ৷" হরভজন, শ্রীনাথ ছাড়াও এই তালিকায় জায়গা পেয়েছেন হাসিম আমলা, ইয়ান বেল, ইয়ান বিশপ, আলেকজান্দ্রা ব্ল্যাকওয়েল, শিবনারায়ণ চন্দ্রপল, অ্যালেস্টার কুক, গ্র্যান্ট ফ্লাওয়ার, হার্শেল গিবস, রঙ্গনা হেরাথ, জ্যাক কালিস, ড্যামি মার্টিনের মতো তারকারাও ৷

  • MCC awards Honorary Life Membership of the Club to some of the world’s finest cricketers.

    We are delighted to announce the names of the latest men and women to have been bestowed with this privilege:

    — Marylebone Cricket Club (@MCCOfficial) October 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Virat-Shikhar: শিখরকে নকল বিরাটের, মিস করছেন তাঁর রসিকতা

ভারতীয় জুটি সম্পর্কে এমসিসি জানিয়েছে, "ভারতীয় জুটি হরভজন সিং এবং জাভাগাল শ্রীনাথ দুজনেই চমৎকার আন্তর্জাতিক ক্যারিয়ার উপভোগ করেছেন । হরভজন টেস্টে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ৷ শ্রীনাথ দেশের অন্যতম সেরা ওয়ানডে খেলোয়াড় ৷" পাঁচদিনের ক্রিকেটে হরভজনের মোট উইকেট 417 টি ৷ অন্য়দিকে 315 টি ওয়ানডে এবং 236 টি টেস্ট উইকেটের মালিক শ্রীনাথ ৷ ভারতীয় পেসার হিসেবে অবসর নেওয়ার পর তিনি আইসিসির ম্যাচ রেফারির দায়িত্ব সামলাচ্ছেন ৷ সম্প্রতি হরভজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করেছেন ।

Last Updated : Oct 19, 2021, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.