শ্রীনগর, 16 মার্চ : কাশ্মীরের এক ফলের বাগান থেকে উদ্ধার হল বিপন্ন প্রজাতির লাল হরিণ হাঙ্গুলের মৃতদেহ (Hangul carcass found in Kashmir)৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
বন্যপ্রাণ সংরক্ষণ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, বুধবার দক্ষিণ কাশ্মীরের ফলের বাগান থেকে উদ্ধার হয়েছে হাঙ্গুলটির দেহ ৷ আধিকারিকদের ধারণা, প্রাণীটিকে তাড়া করে দলছুট করে দিয়েছিল কোনও চিতাবাঘ (Leopard killed Hangul) ৷
গত কয়েক দশকে খুবই বিপন্ন হয়ে পড়েছে অত্যন্ত বিরল প্রজাতির এই লাল হরিণ ৷ এটি শুধু কাশ্মীরেই দেখা যায় ৷ শ্রীনগরের দাচিগাম জাতীয় উদ্যানেই এদের বসবাস বলে জানা যায় ৷ তবে তাদের সংরক্ষণের প্রচেষ্টার পর কয়েক বছরে হাঙ্গুলের সংখ্য়া কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন বন দফতরের আধিকারিকরা ৷
চলতি মাসের শুরুর দিকে দাচিগামে বরফাবৃত অঞ্চলে এক দল হাঙ্গুল চোখে পড়েছিল ৷ তার পর কয়েকদিন কাটতে না কাটতেই ত্রাল এলাকার শিকারগা গ্রামের ফলের বাগান থেকে উদ্ধার করা হল হাঙ্গুলটির মৃতদেহ ৷
আরও পড়ুন: Deer rescued in Gosaba : বাঘের মুখ থেকে পালিয়ে গোসাবায় লোকালয়ে হরিণ
স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, শিকারগা এলাকায় কয়েকটা হাঙ্গুল (Hangul carcass) দেখা গিয়েছিল ৷ রাতে তাদের মধ্যে একটি দলছুট হয়ে পড়েছিল বলে মনে করা হচ্ছে ৷ সেটিকে দিয়েই হয়তো নৈশভোজ সেরেছে কোনও চিতাবাঘ ৷
বন্যপ্রাণ সংরক্ষণ দফতরের আধিকারিক মহম্মদ মকবুল গনাই ইটিভি ভারতকে জানিয়েছেন, হাঙ্গুলের দেহ পড়ে আছে খবর পেয়েই দ্রুত তাঁরা বন দফতরের আধিকারিকদের ঘটনাস্থলে পাঠিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ গত চার দশকে এই এলাকা থেকে হাঙ্গুলের দেহ উদ্ধারের ঘটনা এই প্রথম ঘটল ৷ গত বছর মার্চ মাসে দাচিগাম জাতীয় উদ্যান থেকে উদ্ধার হয়েছিল একটি হাঙ্গুলের দেহ ৷
আরও পড়ুন: Kolkata Police : ব্রিটিশ আমলে বাজেয়াপ্ত সোনার হরিণের হদিশ মিলল লালবাজারের মালখানায়