ETV Bharat / bharat

Amit Shah on Nitish: 'ক্ষমতায় এলে হিংসায় যুক্তদের উলটো ঝুলিয়ে দেব', অশান্ত বিহারে 'শাহি' হুংকার - বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগ

বিহারে বিজেপি ক্ষমতায় এলে হিংসার সঙ্গে যুক্তদের উলটো করে ঝুলিয়ে রাখা হবে ৷ সেই সঙ্গে, বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগজনক, এমনটাই মনে করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

Etv Bharat
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
author img

By

Published : Apr 2, 2023, 5:25 PM IST

হিসুয়া (বিহার), 2 এপ্রিল: বিহারে বিজেপি ক্ষমতায় এলে হিংসার সঙ্গে যুক্তদের উল্টো করে ঝুলিয়ে রাখা হবে ৷ কার্যত এই ভাষায় হুংকার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ দু'দিনের সফরে এই মুহূর্তে বিহারে আছেন শাহ ৷ রবিবার সেখানেই নীতীশ কুমার নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ ৷ পাশাপাশি হিংসায় যুক্তদের উদ্দেশে তাঁর কড়া বার্তা, রাজ্য়ে ক্ষমতায় এলে এদের উলটো করে ঝুলিয়ে রাখা হবে ৷ সেই সঙ্গে, বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

নওয়াদা জেলার হিসুয়াতে একটি জনসভায় বক্তব্য় রাখতে গিয়ে ব্যাপকভাবে বিজেপির আদর্শ এবং রণকৌশলের পক্ষে সওয়াল করেন শাহ ৷ তিনি অত্য়ন্ত জোরের সঙ্গে দাবি করেন, 2024 সালে লোকসভা নির্বাচনে বিহারের জনগণ ঠিক করে নিয়েছে রাজ্য়ের 40টি লোকসভা আসনেই দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সেই সঙ্গে, সাসারাম এবং বিহারশরিফ শহরে হিংসা রুখতে ব্যর্থ হয়েছে বলে রাজ্য় সরকারের সমালোচনাও শোনা গিয়েছে তাঁর গলায় ৷ সেই সঙ্গে নীতিশ কুমার সরকারকে তিরস্কারও করেন শাহ ৷ জোর দিয়ে তিনি বলেন, "2025 সালে বিজেপি রাজ্যে সরকার গঠন করলে হিংসার ঘটনা কমে যাবে। কারণ হিংসায় যুক্তদের উল্টো ঝুলিয়ে দেওয়া হবে ৷"

অন্য়দিকে, নীতীশ কুমারকেও এদিন তীব্র কটাক্ষ করেন শাহ ৷ বিহারের মাটিতে দাঁড়িয়ে তিনি দাবি করেছেন, দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নরেন্দ্র মোদিকে টানা তৃতীয়বারের জন্য় প্রধানমন্ত্রীর আসনে বসাবেন। ফলে নীতীশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হবে না ৷ শাহ বলেন, "তেজস্বী যাদবকে মুখ্য়মন্ত্রী করে তিনি (নীতীশ কুমার) প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন ৷ কিন্তু যখন তাঁর স্বপ্ন পূরণ হবে না, তখন তিনি তেজস্বীকে দেওয়া প্রতিশ্রুতিও ভেঙ্গে ফেলবেন ৷"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ নীতীশ কুমার আদতে তোষণের রাজনীতি করেছেন ৷ যা সন্ত্রাসীদের বিকাশে এবং মদতে সহায়তা করেছে ৷ তাঁক কথায়, "বিজেপি কখনই নীতিশ কুমারের সঙ্গে হাত মেলাবে না ৷ যিনি জাতপাতের বিষ ছড়িয়েছেন তার জন্য বিজেপির দরজা সবসময় বন্ধ থাকবে।" তাঁর আরও অভিযোগ, কংগ্রেস, জেডি (ইউ), আরজেডি, তৃণমূল অযোধ্যায় রাম মন্দির নির্মাণের তীব্র বিরোধিতা করেছিল ৷

আরও পড়ুন: ভারত আজ আত্মনির্ভর, গোয়া-অরুণাচলের প্রশংসায় প্রধানমন্ত্রী

রাজ্যে সাম্প্রদায়িক হিংসা এবং হানাহানীর বিষয়ে, তিনি বলেন, "আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি।" সেই সঙ্গে তিনি রাজ্যপালের বিষয়টি নিয়ে কথা বলেছেন বলেও জানান তিনি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, "বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতিও আমার উদ্বেগের অন্য়তম কারণ।"

হিসুয়া (বিহার), 2 এপ্রিল: বিহারে বিজেপি ক্ষমতায় এলে হিংসার সঙ্গে যুক্তদের উল্টো করে ঝুলিয়ে রাখা হবে ৷ কার্যত এই ভাষায় হুংকার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ দু'দিনের সফরে এই মুহূর্তে বিহারে আছেন শাহ ৷ রবিবার সেখানেই নীতীশ কুমার নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ ৷ পাশাপাশি হিংসায় যুক্তদের উদ্দেশে তাঁর কড়া বার্তা, রাজ্য়ে ক্ষমতায় এলে এদের উলটো করে ঝুলিয়ে রাখা হবে ৷ সেই সঙ্গে, বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

নওয়াদা জেলার হিসুয়াতে একটি জনসভায় বক্তব্য় রাখতে গিয়ে ব্যাপকভাবে বিজেপির আদর্শ এবং রণকৌশলের পক্ষে সওয়াল করেন শাহ ৷ তিনি অত্য়ন্ত জোরের সঙ্গে দাবি করেন, 2024 সালে লোকসভা নির্বাচনে বিহারের জনগণ ঠিক করে নিয়েছে রাজ্য়ের 40টি লোকসভা আসনেই দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সেই সঙ্গে, সাসারাম এবং বিহারশরিফ শহরে হিংসা রুখতে ব্যর্থ হয়েছে বলে রাজ্য় সরকারের সমালোচনাও শোনা গিয়েছে তাঁর গলায় ৷ সেই সঙ্গে নীতিশ কুমার সরকারকে তিরস্কারও করেন শাহ ৷ জোর দিয়ে তিনি বলেন, "2025 সালে বিজেপি রাজ্যে সরকার গঠন করলে হিংসার ঘটনা কমে যাবে। কারণ হিংসায় যুক্তদের উল্টো ঝুলিয়ে দেওয়া হবে ৷"

অন্য়দিকে, নীতীশ কুমারকেও এদিন তীব্র কটাক্ষ করেন শাহ ৷ বিহারের মাটিতে দাঁড়িয়ে তিনি দাবি করেছেন, দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নরেন্দ্র মোদিকে টানা তৃতীয়বারের জন্য় প্রধানমন্ত্রীর আসনে বসাবেন। ফলে নীতীশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হবে না ৷ শাহ বলেন, "তেজস্বী যাদবকে মুখ্য়মন্ত্রী করে তিনি (নীতীশ কুমার) প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন ৷ কিন্তু যখন তাঁর স্বপ্ন পূরণ হবে না, তখন তিনি তেজস্বীকে দেওয়া প্রতিশ্রুতিও ভেঙ্গে ফেলবেন ৷"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ নীতীশ কুমার আদতে তোষণের রাজনীতি করেছেন ৷ যা সন্ত্রাসীদের বিকাশে এবং মদতে সহায়তা করেছে ৷ তাঁক কথায়, "বিজেপি কখনই নীতিশ কুমারের সঙ্গে হাত মেলাবে না ৷ যিনি জাতপাতের বিষ ছড়িয়েছেন তার জন্য বিজেপির দরজা সবসময় বন্ধ থাকবে।" তাঁর আরও অভিযোগ, কংগ্রেস, জেডি (ইউ), আরজেডি, তৃণমূল অযোধ্যায় রাম মন্দির নির্মাণের তীব্র বিরোধিতা করেছিল ৷

আরও পড়ুন: ভারত আজ আত্মনির্ভর, গোয়া-অরুণাচলের প্রশংসায় প্রধানমন্ত্রী

রাজ্যে সাম্প্রদায়িক হিংসা এবং হানাহানীর বিষয়ে, তিনি বলেন, "আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি।" সেই সঙ্গে তিনি রাজ্যপালের বিষয়টি নিয়ে কথা বলেছেন বলেও জানান তিনি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, "বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতিও আমার উদ্বেগের অন্য়তম কারণ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.