পশ্চিম চম্পারণ, 18 জুলাই : রহস্যজনক ভাবে মারা গিয়েছেন 16 জন ৷ তাঁদের মধ্যে 6 জনের মৃত্যুর কারণ বিষাক্ত মদ ৷ গত দু'দিনে বিহারের পশ্চিম চম্পারণ (West Champaran) জেলার লৌরিয়া ব্লকের (Lauria block) গ্রামে এই ঘটনা ঘটেছে ৷
সূত্রে জানা গিয়েছে, পুলিশ 6 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ৷ আর ওই জেলার নারকাটিগঞ্জের (Narkatiganj) বিভিন্ন অঞ্চলে প্রায় 2000 লিটার বিষাক্ত মদ নষ্ট করে দিয়েছে পুলিশ ৷ রাজধানী পটনা থেকে একটি তদন্তকারী দল সেখানে পৌঁছেছে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি জানার জন্য ৷
লৌরিয়ার বাসিন্দারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা নিশ্চিত যে এই মৃত্যু বিষাক্ত মদ পানের ফলে হয়েছে ৷ 2016 থেকে রাজ্য়ে মদ নিষিদ্ধ হলেও গ্রামগুলিতে মদের বেআইনি কারবার চলে ৷ এক বাসিন্দা বলেন, "অনেক বার প্রশাসন এখানে রেড করেছে ৷ মদ বিক্রেতাদের ধরে নিয়ে গিয়ে আটকে রেখেছে ৷ পরে তাদের আবার ছেড়ে দেওয়া হয়েছে ৷ বহু বার স্থানীয়রা এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু প্রশাসন এই ব্যবসা বন্ধ করতে কোনও কঠোর পদক্ষেপ করেনি ৷"
আরও পড়ুন : মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনে একাধিক উত্তরের সন্ধানে পুলিশ ও সিআইডি
এদিকে এলাকার ট্রেনি ডিএসপি সাদ্দাম হুসেন দাবি করেছেন যে গোপন সূত্রে খবর পেয়ে বহু জায়গায় বেআইনি বিষাক্ত মদ নষ্ট করে দেওয়া হয়েছে ৷ এমনকি মদ-মাফিয়াদের গ্রেফতার করার জন্য অপারেশন শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন সাদ্দাম ৷ পশ্চিম চম্পারণের জেলাশাসক (District Magistrate ) আর বেতিয়ার (Bettiah) পুলিশ সুপার (Superintendent of Police) এলাকার মানুষদের অনুরোধ করেছেন, কোথাও কারওর মধ্যে বিষাক্ত মদ পানের ফলে অসুস্থ হওয়ার লক্ষণ দেখা দিলে, যত দ্রুত সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে খবর দিতে, যাতে তাঁকে সুস্থ করা যায় ৷
বিহারের উপ-মুখ্যমন্ত্রী রেনু দেবী বলেন, "তদন্ত চলছে ৷ আধিকারিকেরা বিষয়টি খতিয়ে দেখছে ৷ আমরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছি ৷" তবে যথারীতি এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে ৷ বিহারে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত (in-charge) ভক্ত চরণ দাস (Bhakt Charan Das ) জানিয়েছেন, কংগ্রেসের একটি দল রবিবার অকুস্থলে যাবে ৷ আর উপ-মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, "এ নিয়ে মন্তব্য করার বদলে তিনি নিজে ওখানে যান আর মানুষের সঙ্গে সরাসরি কথা বলুন ৷"