ETV Bharat / bharat

Gyanvapi Case: আদালতের বাইরে আলোচনার নিষ্পত্তি সম্ভব নয়, জ্ঞানবাপী মামলায় স্পষ্ট হিন্দু পক্ষ - আদালতে

Gyanvapi Case Out of Court Settlement: এর আগে বিশ্ব বৈদিক সনাতন সংঘের আন্তর্জাতিক সভাপতি জিতেন্দ্র সিং বিসেন চিঠি লিখে অঞ্জুমান ইন্তেজামিয়াকে জ্ঞানবাপী মামলায় আদালতের বাইরে নিষ্পত্তির প্রস্তাব দিয়েছিলেন ৷ যার পালটা এদিন আইনজীবী জানিয়েছেন, তারা আপস করতে কোনওভাবেই ইচ্ছুক নয় ৷

Etv Bharat
Gyanvapi Case
author img

By

Published : Aug 17, 2023, 3:51 PM IST

বেনারস, 17 অগস্ট: জ্ঞানবাপী মামলায় আদালতের বাইরে আলোচনা বা নিষ্পত্তির যাবতীয় সম্ভাবনা নাকচ করে দিল হিন্দু পক্ষ ৷ জ্ঞানবাপী মামলায় হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বৃহস্পতিবার বিতর্কিত ইস্যুতে আদালতের বাইরে নিষ্পত্তির কোনও সম্ভাবনা নাকচ করে দিয়ে জানান যে, এটি সিপিসি'র অধীনে আইনত সম্ভব নয়।

এর আগে বিশ্ব বৈদিক সনাতন সংঘের আন্তর্জাতিক সভাপতি জিতেন্দ্র সিং বিসেন চিঠি লিখে অঞ্জুমান ইন্তেজামিয়াকে জ্ঞানবাপী মামলায় আদালতের বাইরে নিষ্পত্তির প্রস্তাব দিয়েছিলেন ৷ যার পালটা এদিন আইনজীবী বলেন, “এই প্রস্তাবের কোনও আইনি মূল্য নেই । সিপিসি-এর 23 নম্বর আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে যে, যতক্ষণ পর্যন্ত সব পক্ষ একমত না হয়, ততক্ষণ পর্যন্ত কোনও আপস করা যাবে না । এবং দেশ ও সমাজ সম্পর্কিত বিষয়ে, যেখানে সমগ্র সমাজকে সম্পৃক্ত করে একটি প্রতিনিধিত্বমূলক মামলা দায়ের করা হয়, সে ক্ষেত্রে ব্যক্তি বা দল এককভাবে তার নিষ্পত্তি করতে চাইলেও পারবে না ৷ তাই আদালতের বাইরে নিষ্পত্তির জন্য এই উদ্যোগটি সিপিসির অধীনে আইনত সম্ভব নয় ৷”

তাঁর আরও সংযোজন, "আমাদের পক্ষ বা ক্লায়েন্টদের কেউই নিষ্পত্তির জন্য প্রস্তুত নয় ।" আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন জানিয়েছেন, তারা আপস করতে কোনওভাবেই ইচ্ছুক নয় ৷ কারণ হিসাবে তাঁর ব্যাখ্যা, এক্ষেত্রে হিন্দু পক্ষকে তাদের কিছু অধিকার ছেড়ে দিতে হবে । কিন্তু তারা এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় । তিনি বলেন, “মীমাংসা বা সমঝোতা কীভাবে হবে? একটি আপস তখনই হয়, যখন আপনি আপনার কিছু অধিকার ছেড়ে দেন ৷ অথবা অন্য পক্ষ তাদের কিছু ছেড়ে দেন । এখানে আমরা এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নই । আমরা ব্যারিকেডের ভিতরে পুরো এলাকা চাই ৷”

আইনজীবীর দাবি, যেভাবে একটি মন্দিরকে মসজিদ হিসাবে ব্যবহার করা হয়েছে ৷ একই সঙ্গে, একটি মন্দির এলাকাকে অন্যায়ভাবে ব্যবহার করার জন্য মুসলিম পক্ষের ক্ষমা চাওয়া উচিত বলেও জানান তিনি ৷ তিনি বলেন, "তাই আপসের প্রশ্নই আসে না ।" এলাহাবাদ হাইকোর্টের আদেশের পর, উজু খানা বাদ দিয়ে কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন কমপ্লেক্সের বৈজ্ঞানিক জরিপ শুরু হয়েছিল ৷ 17 শতকের মসজিদটি আগে নির্মাণ করা হয়েছিল কি না, তা জানার জন্য এএসআইকে জরিপ পরিচালনা করার অনুমতিও দেয় আদালত ।

আরও পড়ুন: 'নাম নয়, নেহরুজির কাজই তাঁর পরিচয়', মিউজিয়াম-বিতর্কে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের

এলাহাবাদ হাইকোর্ট গত 3 অগস্ট মুসলিম পক্ষ অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির দায়ের করা আবেদন খারিজও করে দেয় ৷ এএসআইকে জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গনে জরিপ করার অনুমতি দেওয়ার বেনারস নিম্ন আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের হয়েছিল তাও খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট ।

বেনারস, 17 অগস্ট: জ্ঞানবাপী মামলায় আদালতের বাইরে আলোচনা বা নিষ্পত্তির যাবতীয় সম্ভাবনা নাকচ করে দিল হিন্দু পক্ষ ৷ জ্ঞানবাপী মামলায় হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বৃহস্পতিবার বিতর্কিত ইস্যুতে আদালতের বাইরে নিষ্পত্তির কোনও সম্ভাবনা নাকচ করে দিয়ে জানান যে, এটি সিপিসি'র অধীনে আইনত সম্ভব নয়।

এর আগে বিশ্ব বৈদিক সনাতন সংঘের আন্তর্জাতিক সভাপতি জিতেন্দ্র সিং বিসেন চিঠি লিখে অঞ্জুমান ইন্তেজামিয়াকে জ্ঞানবাপী মামলায় আদালতের বাইরে নিষ্পত্তির প্রস্তাব দিয়েছিলেন ৷ যার পালটা এদিন আইনজীবী বলেন, “এই প্রস্তাবের কোনও আইনি মূল্য নেই । সিপিসি-এর 23 নম্বর আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে যে, যতক্ষণ পর্যন্ত সব পক্ষ একমত না হয়, ততক্ষণ পর্যন্ত কোনও আপস করা যাবে না । এবং দেশ ও সমাজ সম্পর্কিত বিষয়ে, যেখানে সমগ্র সমাজকে সম্পৃক্ত করে একটি প্রতিনিধিত্বমূলক মামলা দায়ের করা হয়, সে ক্ষেত্রে ব্যক্তি বা দল এককভাবে তার নিষ্পত্তি করতে চাইলেও পারবে না ৷ তাই আদালতের বাইরে নিষ্পত্তির জন্য এই উদ্যোগটি সিপিসির অধীনে আইনত সম্ভব নয় ৷”

তাঁর আরও সংযোজন, "আমাদের পক্ষ বা ক্লায়েন্টদের কেউই নিষ্পত্তির জন্য প্রস্তুত নয় ।" আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন জানিয়েছেন, তারা আপস করতে কোনওভাবেই ইচ্ছুক নয় ৷ কারণ হিসাবে তাঁর ব্যাখ্যা, এক্ষেত্রে হিন্দু পক্ষকে তাদের কিছু অধিকার ছেড়ে দিতে হবে । কিন্তু তারা এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় । তিনি বলেন, “মীমাংসা বা সমঝোতা কীভাবে হবে? একটি আপস তখনই হয়, যখন আপনি আপনার কিছু অধিকার ছেড়ে দেন ৷ অথবা অন্য পক্ষ তাদের কিছু ছেড়ে দেন । এখানে আমরা এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নই । আমরা ব্যারিকেডের ভিতরে পুরো এলাকা চাই ৷”

আইনজীবীর দাবি, যেভাবে একটি মন্দিরকে মসজিদ হিসাবে ব্যবহার করা হয়েছে ৷ একই সঙ্গে, একটি মন্দির এলাকাকে অন্যায়ভাবে ব্যবহার করার জন্য মুসলিম পক্ষের ক্ষমা চাওয়া উচিত বলেও জানান তিনি ৷ তিনি বলেন, "তাই আপসের প্রশ্নই আসে না ।" এলাহাবাদ হাইকোর্টের আদেশের পর, উজু খানা বাদ দিয়ে কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন কমপ্লেক্সের বৈজ্ঞানিক জরিপ শুরু হয়েছিল ৷ 17 শতকের মসজিদটি আগে নির্মাণ করা হয়েছিল কি না, তা জানার জন্য এএসআইকে জরিপ পরিচালনা করার অনুমতিও দেয় আদালত ।

আরও পড়ুন: 'নাম নয়, নেহরুজির কাজই তাঁর পরিচয়', মিউজিয়াম-বিতর্কে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের

এলাহাবাদ হাইকোর্ট গত 3 অগস্ট মুসলিম পক্ষ অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির দায়ের করা আবেদন খারিজও করে দেয় ৷ এএসআইকে জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গনে জরিপ করার অনুমতি দেওয়ার বেনারস নিম্ন আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের হয়েছিল তাও খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.