গোয়ালিয়র, 10 জানুয়ারি: আট বছরের সৎ পুত্রকে বিষ খাইয়ে মেরে ফেলার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড (Life imprisonment) হল এক মহিলার ৷ সোমবার তাঁকে এই সাজা শুনিয়েছে গোয়ালিয়রের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (Woman Poisons Stepson)৷ আট লাখার ফিক্সড ডিপোজিট দখল করার জন্য সৎ শিশুপুত্রকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগে আরাধনা ওরফে জুলি পরিহারকে দোষী সাব্যস্ত করেছে আদালত (Gwalior Woman poisons stepson awarded life)৷
সরকারি আইনজীবী জানিয়েছেন, নিতিনের নিজের মা সীমা পরিহারের পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়ার পর 12 লাখ টাকা পেয়েছিলেন নিতিনের বাবা রাজু পরিহার ৷ তিনি তাঁর ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য তাঁর নামে সেই টাকা থেকে 8 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দেন ৷ এরপর রাজু বিয়ে করেন জুলির সঙ্গে ৷ নিতিনের নামে যে টাকা রাখা আছে, সে সম্পর্কে জানতে পারেন জুলি । তখন তিনি সেই টাকা হস্তগত করতে তাঁর সৎ ছেলেকে হত্যা করার ছক কষা শুরু করে ৷ 2021 সালের 22 সেপ্টেম্বর তিনি চায়ের মধ্যে বিষাক্ত কিছু মিশিয়ে সেটি খাওয়ান নিতিনকে ৷ সেই সময় জুলির স্বামী রাজু কাজের কারণে বাড়ির বাইরে ছিলেন ৷
বাড়ি ফিরে রাজু তাঁর ছেলে নিতিনকে অসুস্থ অবস্থায় দেখতে পান । নিতিন তাঁর বাবাকে জানায় যে, জুলি তাকে চা খাওয়ানোর পর থেকেই সে অসুস্থ হয়ে পড়েছে । তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে একটি বিশেষ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিতিন ৷ তার বক্তব্যের ভিত্তিতে, রাজু তাঁর স্ত্রীর বিরুদ্ধে মোরার থানায় একটি অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে ৷ ময়নাতদন্তের রিপোর্টে নিতিনের শরীরে বিষের উপস্থিতি প্রমাণিত হয় ৷ ঘটনাটি তার শেষ বক্তব্যের সঙ্গেও মিলে যায় ৷ সে বলেছিল যে, সৎ মায়ের হাতে বানানো চা খেয়েই সে অসুস্থ হয়ে পড়েছিল ।
আরও পড়ুন: মা বাড়ি নেই ! নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে
আদালতে এই তথ্য শেয়ার করে গোয়ালিয়র জেলার সরকারি কৌঁসুলি ধর্মেন্দ্র শর্মা বলেছেন, "মোট 13 জন সাক্ষী এই মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন । অভিযুক্ত মহিলা জুলি পরিহারকে তাঁর সৎ ছেলেকে বিষ মেশানো চা পান করিয়ে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে । আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ।"