ETV Bharat / bharat

Police Demands Bribe: মামলা নিতে 500, অভিযুক্তকে গ্রেফতার করতে 2 লাখ টাকা ঘুষ দাবি পুলিশের !

মামলা নিতে 500 টাকা এবং অভিযুক্তকে গ্রেফতার করতে 2 লাখ টাকা ঘুষ (Assam Crime News) দাবি করার অভিযোগ উঠল গুয়াহাটির (Guwahati police) সাতগাঁও থানার পুলিশের বিরুদ্ধে (Police Demands Bribe)৷

Indian currency ETV Bharat
টাকার ছবি
author img

By

Published : Jan 8, 2023, 6:04 PM IST

গুয়াহাটি, 8 জানুয়ারি: তোলাবাজের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন এক মহিলা ৷ তবে তাঁর মামলা গ্রহণ করার জন্য পুলিশ তাঁর থেকে ঘুষ (Police Demands Bribe) নেয় বলে অভিযোগ উঠেছে । অভিযোগ, মামলা করার জন্য 500 টাকা ঘুষ নেয় গুয়াহাটির (Guwahati police) সাতগাঁও থানা ৷ এমনকী অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ টাকা দিয়েছিল বলে অভিযোগ ৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স, দুর্নীতি দমন বিভাগ এবং সিআইডি-র দ্বারস্থ হয়েছেন অভিযোগকারিণী (Assam Crime News)৷

অভিযোগ, সাতগাঁওয়ের সোনাই মিকির রোডের 49 নম্বর বাড়ির বাসিন্দা শহিদ কর্নেলের স্ত্রীকে তিন মাস আগে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে 10 লাখ টাকা তোলা দাবি করে । টাকা না দিলে, তাঁর চার বছরের একমাত্র ছেলেকে মেরে ফেলবে হুমকি দেয় সে ৷ সেই ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সাতগাঁও থানায় এফআইআর দায়ের করতে যান । কিন্তু মামলা নথিভুক্ত করার জন্য তাঁর কাছ থেকে 500 টাকা দাবি করা হয় বলে অভিযোগ ।

অভিযোগ নেওয়ার পর সাতগাঁও থানার ওসি মনজিত বুড়াগোহাইন প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে ব্যক্তি টাকা দাবি করেছিল, সে টাকা নিতে এলে তাকে গ্রেফতার করা হবে । পরিকল্পনা মতো ওই মহিলা শহরের প্রতীক্ষা হাসপাতালের কাছে নির্ধারিত জায়গায় যান ওই ব্যক্তির হাতে টাকা তুলে দিতে । মহিলার মতে, যে লোকটি টাকা নিতে এসেছিল তাকে দেখিয়ে কৌশলে কিছুটা দূরে থাকা সাতগাঁও থানার কনস্টেবল নিপেন কলিতাকে ইশারা করেন তিনি । কিন্তু পুলিশ কনস্টেবল অভিযুক্তকে গ্রেফতার না করে অভিযুক্তকে গ্রেফতার করার জন্য ওই মহিলার কাছ থেকে 2 লাখ টাকা দাবি করেন । কিছু টাকা দেবেন বলে রাজিও হয়ে যান ওই মহিলা ৷ তবে কোনও পুলিশকর্মী ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ । কোনওভাবে টাকা নিতে আসা অস্ত্রধারীর হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হন ওই মহিলা । এরই মধ্যে কনস্টেবল নিপেন কলিতা তাঁর বাড়িতে এসে অভিযুক্তকে গ্রেফতারের জন্য দুই কিস্তিতে 15,000 এবং 2000 টাকা নেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা ।

আরও পড়ুন: স্ত্রীর গোপনাঙ্গে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত, নাক কামড়ে ছিঁড়ে নিল স্বামী !

তিনি গোটা ঘটনার কথা মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স, দুর্নীতি দমন বিভাগ এবং সিআইডি-কে জানান । এই অভিযোগ পেয়ে সাতগাঁও থানার ওসি মনজিৎ বুড়াগোহাইন ওই মহিলাকে ফোন করে তাঁর টাকা ফেরত দেওয়ার কথা বলেন, যে টাকা তাঁর কাছ থেকে নিয়ে গিয়েছিলেন ওই কনস্টেবল ৷ ওই মহিলার আরও অভিযোগ, ওসি মনজিত বুড়াগোহাইন তাঁকে বন্দুক দেখিয়ে হত্যার হুমকিও দেন এবং তাঁকে বাইক দিয়ে ধাক্কা মেরে হত্যারও চেষ্টা করেন ।

গোটা ঘটনা জানিয়ে আবারও সাতগাঁও থানায় এফআইআর দায়ের করেন ওই মহিলা ৷ ওসি মনজিত বুড়াগোহাইন জোরপূর্বক এফআইআরটি সরিয়ে ফেলেছেন বলে অভিয়োগ করেছেন তিনি ৷ বিষয়টি সংবাদমাধ্যমকে জানালে তাঁকে গ্রেফতার করা হবে বলেও নাকি হুমকি দেন তাঁরা ৷ সিআইডি ঘটনার তদন্ত শুরু করেছে ৷

গুয়াহাটি, 8 জানুয়ারি: তোলাবাজের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন এক মহিলা ৷ তবে তাঁর মামলা গ্রহণ করার জন্য পুলিশ তাঁর থেকে ঘুষ (Police Demands Bribe) নেয় বলে অভিযোগ উঠেছে । অভিযোগ, মামলা করার জন্য 500 টাকা ঘুষ নেয় গুয়াহাটির (Guwahati police) সাতগাঁও থানা ৷ এমনকী অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ টাকা দিয়েছিল বলে অভিযোগ ৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স, দুর্নীতি দমন বিভাগ এবং সিআইডি-র দ্বারস্থ হয়েছেন অভিযোগকারিণী (Assam Crime News)৷

অভিযোগ, সাতগাঁওয়ের সোনাই মিকির রোডের 49 নম্বর বাড়ির বাসিন্দা শহিদ কর্নেলের স্ত্রীকে তিন মাস আগে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে 10 লাখ টাকা তোলা দাবি করে । টাকা না দিলে, তাঁর চার বছরের একমাত্র ছেলেকে মেরে ফেলবে হুমকি দেয় সে ৷ সেই ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সাতগাঁও থানায় এফআইআর দায়ের করতে যান । কিন্তু মামলা নথিভুক্ত করার জন্য তাঁর কাছ থেকে 500 টাকা দাবি করা হয় বলে অভিযোগ ।

অভিযোগ নেওয়ার পর সাতগাঁও থানার ওসি মনজিত বুড়াগোহাইন প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে ব্যক্তি টাকা দাবি করেছিল, সে টাকা নিতে এলে তাকে গ্রেফতার করা হবে । পরিকল্পনা মতো ওই মহিলা শহরের প্রতীক্ষা হাসপাতালের কাছে নির্ধারিত জায়গায় যান ওই ব্যক্তির হাতে টাকা তুলে দিতে । মহিলার মতে, যে লোকটি টাকা নিতে এসেছিল তাকে দেখিয়ে কৌশলে কিছুটা দূরে থাকা সাতগাঁও থানার কনস্টেবল নিপেন কলিতাকে ইশারা করেন তিনি । কিন্তু পুলিশ কনস্টেবল অভিযুক্তকে গ্রেফতার না করে অভিযুক্তকে গ্রেফতার করার জন্য ওই মহিলার কাছ থেকে 2 লাখ টাকা দাবি করেন । কিছু টাকা দেবেন বলে রাজিও হয়ে যান ওই মহিলা ৷ তবে কোনও পুলিশকর্মী ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ । কোনওভাবে টাকা নিতে আসা অস্ত্রধারীর হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হন ওই মহিলা । এরই মধ্যে কনস্টেবল নিপেন কলিতা তাঁর বাড়িতে এসে অভিযুক্তকে গ্রেফতারের জন্য দুই কিস্তিতে 15,000 এবং 2000 টাকা নেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা ।

আরও পড়ুন: স্ত্রীর গোপনাঙ্গে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত, নাক কামড়ে ছিঁড়ে নিল স্বামী !

তিনি গোটা ঘটনার কথা মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স, দুর্নীতি দমন বিভাগ এবং সিআইডি-কে জানান । এই অভিযোগ পেয়ে সাতগাঁও থানার ওসি মনজিৎ বুড়াগোহাইন ওই মহিলাকে ফোন করে তাঁর টাকা ফেরত দেওয়ার কথা বলেন, যে টাকা তাঁর কাছ থেকে নিয়ে গিয়েছিলেন ওই কনস্টেবল ৷ ওই মহিলার আরও অভিযোগ, ওসি মনজিত বুড়াগোহাইন তাঁকে বন্দুক দেখিয়ে হত্যার হুমকিও দেন এবং তাঁকে বাইক দিয়ে ধাক্কা মেরে হত্যারও চেষ্টা করেন ।

গোটা ঘটনা জানিয়ে আবারও সাতগাঁও থানায় এফআইআর দায়ের করেন ওই মহিলা ৷ ওসি মনজিত বুড়াগোহাইন জোরপূর্বক এফআইআরটি সরিয়ে ফেলেছেন বলে অভিয়োগ করেছেন তিনি ৷ বিষয়টি সংবাদমাধ্যমকে জানালে তাঁকে গ্রেফতার করা হবে বলেও নাকি হুমকি দেন তাঁরা ৷ সিআইডি ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.