শ্রীনগর, 22 জুন : বৃহস্পতিবার কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গত সপ্তাহে উপত্যকার প্রায় সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে বৈঠকে থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি ৷ যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ তবে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা নেতৃত্বাধীন গুপকার জোট বৈঠকে থাকবে কি না সেই বিষয়ে প্রশ্ন উঠছিল ৷ যদিও, আজ ফারুখ আবদুল্লা জানিয়ে দিয়েছেন তাঁরা প্রধানমন্ত্রীর বৈঠকে থাকছেন ৷
প্রধানমন্ত্রীর বৈঠকের আগে আজ একটি বৈঠক করে গুপকার জোট ৷ এই বৈঠকের পর ফারুক আবদুল্লা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি, মেহেবুবাজী, মহম্মদ তারিগামী সাহেব প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকব ৷ আমরা আশা করছি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আমাদের কথা তুলে ধরতে পারব ৷" তাছাড়া, কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আবেদন প্রধানমন্ত্রীকে জানাবেন বলে জানিয়েছেন তাঁরা ৷
সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরকে ফের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে পারে কেন্দ্র ৷ এই নিয়ে বৃহস্পতিবারের বৈঠক বলে জানা যাচ্ছে ৷ এদিকে, গত সপ্তাহে শুক্রবার অমিত শাহের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা ও নিরাপত্তা ব্যবস্থার শীর্ষ নেতৃত্বদের বৈঠক হয় ৷ প্রসঙ্গত, 2019 সালে কাশ্মীরে 370 ধারা রদ করা হয় ৷ উপত্যকাতে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয় ৷ এক হল জম্মু ও কাশ্মীর এবং অন্যটি হল লাদাখ ৷ এর বিরুদ্ধে সরব হয় বিভিন্ন রাজনৈতিক দল ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে বহু নেতাদের জেলবন্দি ও গৃহবন্দি করে রাখা হয় ৷
আরও পড়ুন, জম্মু-কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন ওমর
এরপরেই সাতটি রাজনৈতিক দল নিয়ে গুপকার জোট তৈরি হয় ৷ এই জোটের নেতৃত্ব দিয়েছেন ফারুখ আবদুল্লাহ ৷ গত বছরের ডিসেম্বর মাসে জেলা উন্নয়ন পরিষদ (ডিভিসি) নির্বাচনে কাশ্মীরে 100টি জয়লাভ করে গুপকার জোট ৷ অন্যদিকে, 74টি আসন পেয়ে জম্মু নিজেদের দখলে রাখে বিজেপি ৷
2019-এ 370 ধারা রদের পর এই প্রথম উপত্যকার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই বৈঠকের পর জম্মু-কাশ্মীর পুনরায় রাজ্যের মর্যাদা ফিরে পায় কি না এখন সেটাই দেখার ৷