ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রথমবার একজোট হলেন গুপকারের নেতারা - ইউসুফ তারিগামি

জম্মু-কাশ্মীর নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে মোদি সরকার ৷ পরিস্থিতি দেখতে আসছে ডিলিমিটেশন কমিশন ৷ 24 জুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গতকাল বিকেলে প্রথম গুপকার জোটের নেতারা বৈঠক করলেন ফারুক আবদুল্লার বাড়িতে ৷

পিপল'স অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন
পিপল'স অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন
author img

By

Published : Jul 5, 2021, 9:08 AM IST

শ্রীনগর, 5 জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এই প্রথম একসঙ্গে মিলিত হলেন "পিপল'স অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন" (People's Alliance for Gupkar Declaration, PAGD)-এর সদস্যরা ৷ রবিবার বিকেলে শ্রীনগরে ন্যাশনাল কনফারেন্স (National Conference)-এর সভাপতি ফারুক আবদুল্লা-র (Farooq Abdullah) বাসভবনে এই বৈঠক হয় ৷ নেতৃত্ব দেন ফারুক আবদুল্লা ৷ উপস্থিত ছিলেন পিডিপি-র সভাপতি মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি (Vice President) ওমর আবদুল্লা, এনপি সাংসদ হাসনাইন মাসুদি, অ্যালায়েন্সের মুখপাত্র ইউসুফ তারিগামি, জম্মু-কাশ্মীরের পিপল'স মুভমেন্ট সভাপতি (Jammu and Kashmir People's Movement) জাভেজ মুসতফা মীর ৷ উল্লেখ্য যে গত 24 জুন দিল্লিতে জম্মু-কাশ্মীরের 14 জন নেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন : মোদির উদ্যোগে খুশি হলেও ভূস্বর্গে 370 ফেরানোর দাবিতে অনড় ওমর

যদিও বৈঠক শেষে পিএজিডি-র নেতারা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি ৷ জোটের মুখপাত্র ইউসুফ তারিগামি বলেন যে সোমবার এই বৈঠকের উদ্দেশ্যে লিখিত বিবৃতি প্রকাশ করা হবে ৷ 2019-র 5 অগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে মোদি সরকার ৷

স্বভাবতই, গুপকার জোট এই ঘটনা মেনে নিতে পারেনি ৷ তারা বারে বারে 4 অগস্টের জম্মু-কাশ্মীরের অবস্থা ফিরিয়ে দেওয়ার দাবি জানায় বিজেপি সরকারের কাছে ৷ গত সপ্তাহে এই বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে মেহবুবা মুফতির অনুপস্থিতির কারণে তা বাতিল হয়ে যায় ৷ এর মধ্য়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা ভাবছে কেন্দ্র সরকার ৷ তাই জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে "ডিলিমিটেশন কমিটি"-র আসার কথা কেন্দ্রশাসিত অঞ্চলে ৷ তার দু'দিন আগে মিলিত হলেন গুপকার জোটের নেতারা ৷

শ্রীনগর, 5 জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এই প্রথম একসঙ্গে মিলিত হলেন "পিপল'স অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন" (People's Alliance for Gupkar Declaration, PAGD)-এর সদস্যরা ৷ রবিবার বিকেলে শ্রীনগরে ন্যাশনাল কনফারেন্স (National Conference)-এর সভাপতি ফারুক আবদুল্লা-র (Farooq Abdullah) বাসভবনে এই বৈঠক হয় ৷ নেতৃত্ব দেন ফারুক আবদুল্লা ৷ উপস্থিত ছিলেন পিডিপি-র সভাপতি মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি (Vice President) ওমর আবদুল্লা, এনপি সাংসদ হাসনাইন মাসুদি, অ্যালায়েন্সের মুখপাত্র ইউসুফ তারিগামি, জম্মু-কাশ্মীরের পিপল'স মুভমেন্ট সভাপতি (Jammu and Kashmir People's Movement) জাভেজ মুসতফা মীর ৷ উল্লেখ্য যে গত 24 জুন দিল্লিতে জম্মু-কাশ্মীরের 14 জন নেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন : মোদির উদ্যোগে খুশি হলেও ভূস্বর্গে 370 ফেরানোর দাবিতে অনড় ওমর

যদিও বৈঠক শেষে পিএজিডি-র নেতারা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি ৷ জোটের মুখপাত্র ইউসুফ তারিগামি বলেন যে সোমবার এই বৈঠকের উদ্দেশ্যে লিখিত বিবৃতি প্রকাশ করা হবে ৷ 2019-র 5 অগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে মোদি সরকার ৷

স্বভাবতই, গুপকার জোট এই ঘটনা মেনে নিতে পারেনি ৷ তারা বারে বারে 4 অগস্টের জম্মু-কাশ্মীরের অবস্থা ফিরিয়ে দেওয়ার দাবি জানায় বিজেপি সরকারের কাছে ৷ গত সপ্তাহে এই বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে মেহবুবা মুফতির অনুপস্থিতির কারণে তা বাতিল হয়ে যায় ৷ এর মধ্য়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা ভাবছে কেন্দ্র সরকার ৷ তাই জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে "ডিলিমিটেশন কমিটি"-র আসার কথা কেন্দ্রশাসিত অঞ্চলে ৷ তার দু'দিন আগে মিলিত হলেন গুপকার জোটের নেতারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.