ETV Bharat / bharat

ফের শোপিয়ানে গুলির লড়াই, খতম অন্তত দুই জঙ্গি - খতম অন্তত দুই জঙ্গি

শোপিয়ানে ফের গুলির লড়াই ৷ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের মুখোমুখি মোকাবিলা ৷ বাহিনীর গুলিতে খতম অন্তত দুই জঙ্গি ৷ তাদের কারও পরিচয় জানা যায়নি ৷

Gunfight breaks out in Shopian
ফের শোপিয়ানে গুলির লড়াই, খতম অন্তত দুই জঙ্গি
author img

By

Published : Apr 19, 2021, 9:56 PM IST

শোপিয়ান, 19 এপ্রিল : ফের দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় চলল গুলি ৷ সেনাবাহিনীর গুলিতে খতম অন্তত দুই জঙ্গি ৷ সোমবার ঘটনাটি ঘটেছে জেইপোরা মন্ত্রীবাগ এলাকায় ৷

পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী ৷ অভিযানে ছিল সেনাবাহিনী এবং সিআরপিএফ ৷ সন্ত্রাসবাদীরা যেখানে লুকিয়ে ছিল, সেদিকে লক্ষ্য রেখেই এগোতে শুরু করেন জওয়ানরা ৷ সেই সময় তাঁদের দিকে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা ৷ পাল্টা জবাব দেয় বাহিনীও ৷

গুলির এই লড়াইয়েই অন্তত দু’জন সন্ত্রাসবাদীর প্রাণ গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ তবে নিহতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ৷

আরও পড়ুন : লস্কর-ই-তইবা'য় নিয়োগকারী সন্দেহে গ্রেপ্তার জম্মু-কাশ্মীরের শিক্ষক

প্রসঙ্গত, করোনা আবহেও জম্মু-কাশ্মীরে অব্য়াহত রয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপ ৷ তাদের ঠেকাতে সতর্ক রয়েছে সেনাবাহিনীও ৷ একাধিকবার দু’পক্ষের গোলাগুলি চলার ঘটনাও ঘটেছে ৷ তথ্য বলছে, চলতি বছর এখনও পর্যন্ত নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রাণ গিয়েছে 38 জন জঙ্গির ৷ যাদের অধিকাংশই একটা সময় শোপিয়ান জেলার বাসিন্দা ছিল বলে জানা গিয়েছে ৷

শোপিয়ান, 19 এপ্রিল : ফের দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় চলল গুলি ৷ সেনাবাহিনীর গুলিতে খতম অন্তত দুই জঙ্গি ৷ সোমবার ঘটনাটি ঘটেছে জেইপোরা মন্ত্রীবাগ এলাকায় ৷

পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী ৷ অভিযানে ছিল সেনাবাহিনী এবং সিআরপিএফ ৷ সন্ত্রাসবাদীরা যেখানে লুকিয়ে ছিল, সেদিকে লক্ষ্য রেখেই এগোতে শুরু করেন জওয়ানরা ৷ সেই সময় তাঁদের দিকে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা ৷ পাল্টা জবাব দেয় বাহিনীও ৷

গুলির এই লড়াইয়েই অন্তত দু’জন সন্ত্রাসবাদীর প্রাণ গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ তবে নিহতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ৷

আরও পড়ুন : লস্কর-ই-তইবা'য় নিয়োগকারী সন্দেহে গ্রেপ্তার জম্মু-কাশ্মীরের শিক্ষক

প্রসঙ্গত, করোনা আবহেও জম্মু-কাশ্মীরে অব্য়াহত রয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপ ৷ তাদের ঠেকাতে সতর্ক রয়েছে সেনাবাহিনীও ৷ একাধিকবার দু’পক্ষের গোলাগুলি চলার ঘটনাও ঘটেছে ৷ তথ্য বলছে, চলতি বছর এখনও পর্যন্ত নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রাণ গিয়েছে 38 জন জঙ্গির ৷ যাদের অধিকাংশই একটা সময় শোপিয়ান জেলার বাসিন্দা ছিল বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.