ETV Bharat / bharat

Amit Shah: বিজেপির গুজরাত জয়, লোকসভা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে, দাবি শাহর

গুজরাত বিজেপির শক্ত ঘাঁটি ছিল এবং থাকবে ৷ বিধানসভা নির্বাচনের বিজেপির এই রেকর্ড জয় (Gujarat Victory) সেটাই প্রমাণ করেছে ৷ রবিবার সুরাতে বিজেপির জয়ী বিধায়কদের নিয়ে এক সংবর্ধনা সভায় একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷

Amit Shah ETV BHARAT
অমিত শাহ
author img

By

Published : Dec 26, 2022, 10:21 AM IST

Updated : Dec 26, 2022, 11:24 AM IST

নয়াদিল্লি, 26 ডিসেম্বর: সদ্য সমাপ্ত গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল ব্যবধানে জয় জাতীয় রাজনীতির পুরো চিত্র পাল্টে দেবে ৷ রবিবার এমনটাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ এমন 2024 লোকসভা নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Gujarat Victory will have Positive Impact on 2024 Lok Sabha Polls) ৷ তিনি এও জানান, 2022 সালে গুজরাতে বিজেপি (BJP)-র ঐতিহাসিক জয় তাঁদের শক্তি প্রমাণ করেছে ৷ সেই সঙ্গে বিজেপির সর্বোচ্চ আসনে জয়ের রেকর্ড এটা প্রমাণ করে যে, গুজরাত তাদের শক্ত ঘাঁটি ৷

রবিবার সুরাত শহর ও জেলা বিজেপি আয়োজিত নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন ৷ তিনি বলেন, "এই নির্বাচনে অনেক নতুন দল এসেছে ৷ বিভিন্ন দাবি-দাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু ফলাফলের পর সব দলই গুঁড়িয়ে গেছে ৷ নির্বাচনের ফলাফলের পর দেখা গিয়েছে যে, গুজরাতের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল ৷ আজ এখানে এত ভিড় ৷ এই জয় দেশকে একটি শক্তিশালী বার্তা দিয়েছে ৷ গুজরাত রাজ্য বিজেপির শক্ত ঘাঁটি ছিল এবং থাকবে ৷"

রবিবারের ওই সংবর্ধনা সভায় বিশাল ব্যবধানে জয়ের জন্য গুজরাত বিজেপির সভাপতি সিআর পাতিল এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে অভিনন্দন জানিয়েছেন শাহ ৷ একই সঙ্গে গুজরাত বিধানসভায় বিজেপির এই জয়ের পিছনে রাজ্য কমিটির পাশাপাশি প্রতিটি বুথ কমিটির সদস্যদেরও বড় ভূমিকা রয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আর 2024 লোকসভায় এই জয়ের রেষ দেখা যাবে বলে জানান তিনি ৷ এর জন্য গুজরাত বিজেপির প্রত্যেক নেতা ও কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন শাহ ৷

আরও পড়ুন: বৈঠকে রাজ্যের দাবি জানালেন মমতা, আতিথেয়তার প্রশংসায় শাহ

শাহ বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশ এবং গুজরাতের মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ৷ সেই কারণেই গত দু’বারের লোকসভা নির্বাচনে গুজরাতের 26টি আসনের মধ্যে 26টিতে তাঁর জয় হয়েছে ৷" আর গুজরাতে বিজেপির এই বিপুল আসনে জয়ের পিছনে নরেন্দ্র মোদি (Narendra Modi)-র প্রচার কর্মসূচির বড় ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী ভোটের সময় গুজরাতের প্রতিটি জেলায় ঘুরে ঘুরে প্রচার করেছেন ৷ তাঁর সেই পরিশ্রমকে বিজেপি কর্মীরা ভোটে রূপান্তর করেছেন ৷’’

প্রসঙ্গত, 182 আসনের গুজরাত বিধানসভায় 156টি আসন জিতে ফের একবার ক্ষমতায় এসেছে বিজেপি ৷ যা গুজরাত বিধানসভা নির্বাচনে সরকার পক্ষের সর্বকালীন আসন জয়ের রেকর্ড ৷ সেখানে বিরোধী পক্ষে কংগ্রেস পেয়েছে মাত্র 17টি আসন ৷ গত বিধানসভা নির্বাচনে 77টি আসনে জিতেছিল কংগ্রেস ৷ সেই জায়গায় দাঁড়িয়ে গতবার 99 আসনে জিতে গুজরাত বিধানসভায় ক্ষমতায় আসা বিজেপি 2022-এর নির্বাচনে 57টি আসন বেশি পেয়েছে ৷

নয়াদিল্লি, 26 ডিসেম্বর: সদ্য সমাপ্ত গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল ব্যবধানে জয় জাতীয় রাজনীতির পুরো চিত্র পাল্টে দেবে ৷ রবিবার এমনটাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ এমন 2024 লোকসভা নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Gujarat Victory will have Positive Impact on 2024 Lok Sabha Polls) ৷ তিনি এও জানান, 2022 সালে গুজরাতে বিজেপি (BJP)-র ঐতিহাসিক জয় তাঁদের শক্তি প্রমাণ করেছে ৷ সেই সঙ্গে বিজেপির সর্বোচ্চ আসনে জয়ের রেকর্ড এটা প্রমাণ করে যে, গুজরাত তাদের শক্ত ঘাঁটি ৷

রবিবার সুরাত শহর ও জেলা বিজেপি আয়োজিত নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন ৷ তিনি বলেন, "এই নির্বাচনে অনেক নতুন দল এসেছে ৷ বিভিন্ন দাবি-দাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু ফলাফলের পর সব দলই গুঁড়িয়ে গেছে ৷ নির্বাচনের ফলাফলের পর দেখা গিয়েছে যে, গুজরাতের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল ৷ আজ এখানে এত ভিড় ৷ এই জয় দেশকে একটি শক্তিশালী বার্তা দিয়েছে ৷ গুজরাত রাজ্য বিজেপির শক্ত ঘাঁটি ছিল এবং থাকবে ৷"

রবিবারের ওই সংবর্ধনা সভায় বিশাল ব্যবধানে জয়ের জন্য গুজরাত বিজেপির সভাপতি সিআর পাতিল এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে অভিনন্দন জানিয়েছেন শাহ ৷ একই সঙ্গে গুজরাত বিধানসভায় বিজেপির এই জয়ের পিছনে রাজ্য কমিটির পাশাপাশি প্রতিটি বুথ কমিটির সদস্যদেরও বড় ভূমিকা রয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আর 2024 লোকসভায় এই জয়ের রেষ দেখা যাবে বলে জানান তিনি ৷ এর জন্য গুজরাত বিজেপির প্রত্যেক নেতা ও কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন শাহ ৷

আরও পড়ুন: বৈঠকে রাজ্যের দাবি জানালেন মমতা, আতিথেয়তার প্রশংসায় শাহ

শাহ বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশ এবং গুজরাতের মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ৷ সেই কারণেই গত দু’বারের লোকসভা নির্বাচনে গুজরাতের 26টি আসনের মধ্যে 26টিতে তাঁর জয় হয়েছে ৷" আর গুজরাতে বিজেপির এই বিপুল আসনে জয়ের পিছনে নরেন্দ্র মোদি (Narendra Modi)-র প্রচার কর্মসূচির বড় ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী ভোটের সময় গুজরাতের প্রতিটি জেলায় ঘুরে ঘুরে প্রচার করেছেন ৷ তাঁর সেই পরিশ্রমকে বিজেপি কর্মীরা ভোটে রূপান্তর করেছেন ৷’’

প্রসঙ্গত, 182 আসনের গুজরাত বিধানসভায় 156টি আসন জিতে ফের একবার ক্ষমতায় এসেছে বিজেপি ৷ যা গুজরাত বিধানসভা নির্বাচনে সরকার পক্ষের সর্বকালীন আসন জয়ের রেকর্ড ৷ সেখানে বিরোধী পক্ষে কংগ্রেস পেয়েছে মাত্র 17টি আসন ৷ গত বিধানসভা নির্বাচনে 77টি আসনে জিতেছিল কংগ্রেস ৷ সেই জায়গায় দাঁড়িয়ে গতবার 99 আসনে জিতে গুজরাত বিধানসভায় ক্ষমতায় আসা বিজেপি 2022-এর নির্বাচনে 57টি আসন বেশি পেয়েছে ৷

Last Updated : Dec 26, 2022, 11:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.