ETV Bharat / bharat

Defamation Case against Kejriwal: মোদির ডিগ্রি চেয়ে অবমাননা ! কেজরির বিরুদ্ধে মামলা গুজরাত বিশ্ববিদ্যালয়ের - গুজরাত বিশ্ববিদ্যালয়

নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ এবার সেই ইস্যুতেই তাঁর বিরুদ্ধে মামলা রুজু করল গুজরাত বিশ্ববিদ্যালয় ৷ কেজরিওয়াল-সহ দু'জনের বিরুদ্ধে সমন জারি করল রাজ্য়ের একটি নিম্ন আদালত ৷

Gujarat University files Defamation Case against Arvind Kejriwal regarding Narendra Modi Degree Controversy
ফাইল ছবি
author img

By

Published : Apr 16, 2023, 6:36 PM IST

আমেদাবাদ, 16 এপ্রিল: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির (আপ) সাংসদ সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মানহানির মামলা রুজু করা হল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা এবং সেই সংক্রান্ত তথ্যাবলী প্রকাশ্যে আনার যে দাবি তুলেছিলেন কেজরিওয়াল, সেই ঘটনার জেরেই নতুন করে মামলা রুজু করেছে গুজরাত বিশ্ববিদ্য়ালয় ৷ তাদের বক্তব্য, এই ঘটনায় প্রতিষ্ঠান সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন কেজরিওয়াল ও তাঁর দলীয় সহকর্মী সঞ্জয় ৷ সেই কারণেই তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হয়েছে ৷

মামলা রুজু হতেই পদক্ষেপ করতে দেরি করেনি গুজরাতের আদালতও ৷ রাজ্য়ের একটি নিম্ন আদালতের পক্ষ থেকে এই মামলার প্রেক্ষিতে কেজরিওয়ালের নামে সমন জারি করা হয়েছে ৷ রাজ্যসভার সাংসদ সঞ্জয়ের বিরুদ্ধেও একই পদক্ষেপ করা হয়েছে ৷ মামলার বয়ানে জানানো হয়েছে, অভিযুক্তরা বিশ্ববিদ্য়ালয়ের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন, তা ব্যঙ্গাত্মক ও অবমাননাকর ৷

এই মামলাটি গ্রহণ করে রবিবারই দুই অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেন অতিরিক্ত মুখ্য নগর দায়রা বিচারক জয়েশভাই চোভাটিয়া ৷ সমনে আগামী 23 মে দুই অভিযুক্তকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে ৷ মামলার বয়ান পড়ে বিচারকের প্রাথমিক পর্যবেক্ষণ, অভিযুক্তরা ভারতীয় দণ্ডবিধির 500 নম্বর ধারাটি লঙ্ঘন করে থাকতে পারেন ৷ তাই তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মানহানির মামলা রুজু করা এবং সেই অনুসারে পদক্ষেপ করা যেতেই পারে ৷

আরও পড়ুন: 'বিজেপি সিবিআই-কে বলেছে আমাকে গ্রেফতার করতে', হাজিরার আগে ইঙ্গিত কেজরির

এই মামলায় সংশ্লিষ্ট আদালত চারজন সাক্ষীর বয়ানও রেকর্ড করেছে ৷ তাঁদের চারজনের সাক্ষ্য এবং দুই অভিযুক্তের একাধিক সোশাল মিডিয়া পোস্ট খতিয়ে দেখেছেন বিচারক ৷ তার ভিত্তিতে নির্দিষ্ট একটি মন্তব্যকে চিহ্নিত করা হয়েছে ৷ সেটি হল, "একজন সাধারণ ব্যক্তিও বুঝতে পারবেন, গুজরাত বিশ্ববিদ্য়ালয় ভুয়ো ও জাল ডিগ্রি প্রদান করে এবং তারা জালিয়াতির সঙ্গে যুক্ত ৷" গুজরাত বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই বক্তব্যকেই মামলা রুজু ও শুনানির পক্ষে অন্যতম প্রধান বিষয় হিসাবে বিবেচনা করেছেন বিচারক ৷

আমেদাবাদ, 16 এপ্রিল: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির (আপ) সাংসদ সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মানহানির মামলা রুজু করা হল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা এবং সেই সংক্রান্ত তথ্যাবলী প্রকাশ্যে আনার যে দাবি তুলেছিলেন কেজরিওয়াল, সেই ঘটনার জেরেই নতুন করে মামলা রুজু করেছে গুজরাত বিশ্ববিদ্য়ালয় ৷ তাদের বক্তব্য, এই ঘটনায় প্রতিষ্ঠান সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন কেজরিওয়াল ও তাঁর দলীয় সহকর্মী সঞ্জয় ৷ সেই কারণেই তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হয়েছে ৷

মামলা রুজু হতেই পদক্ষেপ করতে দেরি করেনি গুজরাতের আদালতও ৷ রাজ্য়ের একটি নিম্ন আদালতের পক্ষ থেকে এই মামলার প্রেক্ষিতে কেজরিওয়ালের নামে সমন জারি করা হয়েছে ৷ রাজ্যসভার সাংসদ সঞ্জয়ের বিরুদ্ধেও একই পদক্ষেপ করা হয়েছে ৷ মামলার বয়ানে জানানো হয়েছে, অভিযুক্তরা বিশ্ববিদ্য়ালয়ের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন, তা ব্যঙ্গাত্মক ও অবমাননাকর ৷

এই মামলাটি গ্রহণ করে রবিবারই দুই অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেন অতিরিক্ত মুখ্য নগর দায়রা বিচারক জয়েশভাই চোভাটিয়া ৷ সমনে আগামী 23 মে দুই অভিযুক্তকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে ৷ মামলার বয়ান পড়ে বিচারকের প্রাথমিক পর্যবেক্ষণ, অভিযুক্তরা ভারতীয় দণ্ডবিধির 500 নম্বর ধারাটি লঙ্ঘন করে থাকতে পারেন ৷ তাই তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মানহানির মামলা রুজু করা এবং সেই অনুসারে পদক্ষেপ করা যেতেই পারে ৷

আরও পড়ুন: 'বিজেপি সিবিআই-কে বলেছে আমাকে গ্রেফতার করতে', হাজিরার আগে ইঙ্গিত কেজরির

এই মামলায় সংশ্লিষ্ট আদালত চারজন সাক্ষীর বয়ানও রেকর্ড করেছে ৷ তাঁদের চারজনের সাক্ষ্য এবং দুই অভিযুক্তের একাধিক সোশাল মিডিয়া পোস্ট খতিয়ে দেখেছেন বিচারক ৷ তার ভিত্তিতে নির্দিষ্ট একটি মন্তব্যকে চিহ্নিত করা হয়েছে ৷ সেটি হল, "একজন সাধারণ ব্যক্তিও বুঝতে পারবেন, গুজরাত বিশ্ববিদ্য়ালয় ভুয়ো ও জাল ডিগ্রি প্রদান করে এবং তারা জালিয়াতির সঙ্গে যুক্ত ৷" গুজরাত বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই বক্তব্যকেই মামলা রুজু ও শুনানির পক্ষে অন্যতম প্রধান বিষয় হিসাবে বিবেচনা করেছেন বিচারক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.