ETV Bharat / bharat

Gujarat Bridge Disaster: মোরবি বিপর্যয়ে বুধে শোক পালন গুজরাতে, প্রযুক্তিগত ত্রুটিকেই দায়ী করছে পুলিশ - reason for collapse

মোরবি বিপর্যয়ের (Gujarat Bridge Disaster) জন্য বুধবার রাজ্যে শোক পালনের কথা ঘোষণা করল গুজরাত সরকার (Gujarat to mourn Morbi disaster)৷ সেতু ভেঙে পড়ার জন্য প্রযুক্তিগত ত্রুটিকেই দায়ী করছে পুলিশ ৷

Gujarat to mourn Morbi disaster on November 2; Police cite 'technical flaws' as reason for collapse
মোরবি বিপর্যয়ে বুধে শোক পালন গুজরাতে, প্রযুক্তিগত ত্রুটিকেই দায়ী করছে পুলিশ
author img

By

Published : Nov 1, 2022, 1:00 PM IST

মোরবি (গুজরাত), 1 নভেম্বর: গুজরাতের মোরবিতে ভয়াবহ সেতু বিপর্যয়ের (Gujarat Bridge Disaster) জন্য দায়ী প্রযুক্তিগত ও কাঠামোগত ত্রুটি ৷ এ ছাড়াও ছিল মৌলিক কিছু রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমস্যা ৷ প্রাথমিক তদন্তের পর এমনই দাবি করেছেন তদন্তকারী আধিকারিকরা ৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত 134 জনের মৃত্যুর খবর মিলেছে ৷ এখনও নিখোঁজ অনেকে ৷ তাঁদের খোঁজে জোরকদমে চলছে উদ্ধারকাজ ৷ মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে 2 নভেম্বর, অর্থাৎ বুধবার রাজ্যজুড়ে শোক পালনের কথা ঘোষণা করেছে গুজরাত সরকার (Gujarat to mourn Morbi disaster)৷ পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল টুইট বার্তায় জানিয়েছেন, "2 নভেম্বর রাজ্যে শোক পালন করবে গুজরাত সরকার ৷ রাজ্যের সরকারি ভবনগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ৷" এই দিনে কোনও সরকারি অনুষ্ঠান, সংবর্ধনা বা বিনোদনমূলক অনুষ্ঠান হবে না বলেও জানিয়েছেন তিনি ৷ ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গান্ধিনগর রাজভবনে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তিনি টুইটে আরও বলেন, "আমি বিনীতভাবে রাজ্যজুড়ে সকলের কাছে এই ট্র্যাজেডিতে প্রাণ হারানো মানুষদের আত্মার চির শান্তির জন্য এবং তাঁদের পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দেওয়ার জন্য, সে দিন শান্তির জন্য প্রার্থনা করতে আবেদন করছি ।"

আরও পড়ুন: সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নামি ঘড়ি প্রস্তুতকারক সংস্থা, কিন্ত কেন ? উত্তর অজানা মোরবি প্রশাসনের

সোমবার সংবাদমাধ্যমকে রাজকোট রেঞ্জের আইজি অশোক কুমার যাদব জানিয়েছেন, এই দুর্ঘটনার দায় কার তা জানতে ফরেন্সিক বিশেষজ্ঞ ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সাহায্য নেবে পুলিশ ৷ সবদিক খতিয়ে দেখা হবে ৷ যাদব বলেছেন, "আমাদের প্রাথমিক তদন্তে এটাই উঠে এসেছে যে, প্রযুক্তিগত ও পরিকাঠামোগত ত্রুটি, সার্টিফিকেশনের খামতি ও রক্ষণাবেক্ষণের সমস্যাই এই ট্র্যাজেডির জন্য দায়ী ৷"

তদন্তে বিশেষ সহযোগী দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ৷ সেখানে স্পষ্ট দেখা গিয়েছে যে, সেতুতে উপস্থিত মানুষজন সেতুর তারগুলিকে নাড়াচ্ছিলেন, সেখান থেকে ঝাঁপ দিচ্ছিলেন ৷ সেটাও সেতু ভেঙে পড়ার কারণ হতে পারে ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, তখনই হঠাৎ একটি সাসপেনশন তার ছিঁড়ে সেতুর সব লোকজন আছড়ে পড়ে নদীতে ৷ কয়েকটি সংবাদমাধ্যম আবার দাবি করেছে যে, এই ঘটনায় মোরবি সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওরেভা গ্রুপের চারজন কর্মী-সহ মোট 9 জনকে গ্রেফতার করেছেন তদন্তকারী আধিকারিকরা ৷

মোরবি (গুজরাত), 1 নভেম্বর: গুজরাতের মোরবিতে ভয়াবহ সেতু বিপর্যয়ের (Gujarat Bridge Disaster) জন্য দায়ী প্রযুক্তিগত ও কাঠামোগত ত্রুটি ৷ এ ছাড়াও ছিল মৌলিক কিছু রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমস্যা ৷ প্রাথমিক তদন্তের পর এমনই দাবি করেছেন তদন্তকারী আধিকারিকরা ৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত 134 জনের মৃত্যুর খবর মিলেছে ৷ এখনও নিখোঁজ অনেকে ৷ তাঁদের খোঁজে জোরকদমে চলছে উদ্ধারকাজ ৷ মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে 2 নভেম্বর, অর্থাৎ বুধবার রাজ্যজুড়ে শোক পালনের কথা ঘোষণা করেছে গুজরাত সরকার (Gujarat to mourn Morbi disaster)৷ পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল টুইট বার্তায় জানিয়েছেন, "2 নভেম্বর রাজ্যে শোক পালন করবে গুজরাত সরকার ৷ রাজ্যের সরকারি ভবনগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ৷" এই দিনে কোনও সরকারি অনুষ্ঠান, সংবর্ধনা বা বিনোদনমূলক অনুষ্ঠান হবে না বলেও জানিয়েছেন তিনি ৷ ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গান্ধিনগর রাজভবনে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তিনি টুইটে আরও বলেন, "আমি বিনীতভাবে রাজ্যজুড়ে সকলের কাছে এই ট্র্যাজেডিতে প্রাণ হারানো মানুষদের আত্মার চির শান্তির জন্য এবং তাঁদের পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দেওয়ার জন্য, সে দিন শান্তির জন্য প্রার্থনা করতে আবেদন করছি ।"

আরও পড়ুন: সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নামি ঘড়ি প্রস্তুতকারক সংস্থা, কিন্ত কেন ? উত্তর অজানা মোরবি প্রশাসনের

সোমবার সংবাদমাধ্যমকে রাজকোট রেঞ্জের আইজি অশোক কুমার যাদব জানিয়েছেন, এই দুর্ঘটনার দায় কার তা জানতে ফরেন্সিক বিশেষজ্ঞ ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সাহায্য নেবে পুলিশ ৷ সবদিক খতিয়ে দেখা হবে ৷ যাদব বলেছেন, "আমাদের প্রাথমিক তদন্তে এটাই উঠে এসেছে যে, প্রযুক্তিগত ও পরিকাঠামোগত ত্রুটি, সার্টিফিকেশনের খামতি ও রক্ষণাবেক্ষণের সমস্যাই এই ট্র্যাজেডির জন্য দায়ী ৷"

তদন্তে বিশেষ সহযোগী দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ৷ সেখানে স্পষ্ট দেখা গিয়েছে যে, সেতুতে উপস্থিত মানুষজন সেতুর তারগুলিকে নাড়াচ্ছিলেন, সেখান থেকে ঝাঁপ দিচ্ছিলেন ৷ সেটাও সেতু ভেঙে পড়ার কারণ হতে পারে ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, তখনই হঠাৎ একটি সাসপেনশন তার ছিঁড়ে সেতুর সব লোকজন আছড়ে পড়ে নদীতে ৷ কয়েকটি সংবাদমাধ্যম আবার দাবি করেছে যে, এই ঘটনায় মোরবি সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওরেভা গ্রুপের চারজন কর্মী-সহ মোট 9 জনকে গ্রেফতার করেছেন তদন্তকারী আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.