ETV Bharat / bharat

Gujarat Poll 2022: আদিভূমে 'গেরুয়া' ঝড় ! একাধিক আসনে 'রেকর্ড' মার্জিনে জিতেছে পদ্মের প্রার্থীরা

গুজরাত নির্বাচনে (Gujarat Poll 2022) 2টি বিধানসভা কেন্দ্রে 2 লক্ষ, 8টি 1-1.5 লক্ষ এবং 15টি আসনে 70 হাজার থেকে 1 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছে বিজেপি (BJP Breaks Records in High Victory Margins) ৷

Gujarat Poll 2022 BJP Breaks Records in High Victory Margins
Gujarat Poll 2022 BJP Breaks Records in High Victory Margins
author img

By

Published : Dec 9, 2022, 3:39 PM IST

আমেদাবাদ, 9 ডিসেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujarat Poll 2022) প্রায় 85 শতাংশের বেশি 156টি আসন জিতেছে বিজেপি ৷ যা গুজরাতে 27 বছরের শাসনকালে গেরুয়া শিবিরের ঐতিহাসিক জয় ৷ 2018 বিধানসভার নিরিখে এই জয় অনেক বড় ৷ তবে, শুধু বিপুল সংখ্যায় আসন পাওয়া নয় ৷ আর বেশ কয়েকটি ক্ষেত্রে রেকর্ড করেছে বিজেপি ৷ এমন একাধিক আসন পদ্ম শিবিরের পক্ষে গিয়েছে, যেখানে রেকর্ড ব্যবধানে জয় লাভ করেছেন বিজেপি প্রার্থীরা (BJP Breaks Records in High Victory Margins) ৷ উল্লেখ্য, ঘাটলোদিয়া এবং চরয়াসি কেন্দ্রে বিজেপির জয়ের ব্যবধান প্রায় 2 লাখের কাছাকাছি ৷

ভূপেন্দ্র প্যাটেল (Gujarat Chief Minister Bhupendra Patel) দ্বিতীয়বার সরাসরি মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে আমেদাবাদের ঘাটলোদিয়া কেন্দ্র থেকে জিতেছেন ৷ তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে প্রায় 1 লক্ষ 92 হাজার ভোট বেশি পেয়েছেন ৷ সেখানে বিপক্ষের কংগ্রেস প্রার্থী আমিবেন যাজ্ঞিক মাত্র 21 হাজার 267টি ভোট পেয়েছেন ৷ আর আম আদমি পার্টির প্রার্থী মাত্র 14 হাজার 35টি ভোট পেয়েছেন ৷ একইভাবে সুরাত কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 1 লক্ষ 16 হাজার 675 ভোট বেশি পেয়েছেন ৷ পারদি বিধানসভার জয়ী বিজেপি প্রার্থী 97 হাজার ভোটে জিতেছেন ৷

আরও পড়ুন: গেরুয়া রঙে ফিকে 'হাত', মোদি-রাজ্যে বিরোধী দলের তকমা জুটবে কংগ্রেসের ?

8টি আসনে বিজেপি প্রার্থীদের জয়ের মার্জিন 1-1.5 লক্ষ ভোটের মধ্যে রয়েছে ৷ এই কেন্দ্রগুলির মধ্যে রয়েছে, ভাতভা, ওলপাদ, সুরাত পশ্চিম, মঞ্জলপুর, মাজুরা, এলিসব্রিজ, রাজকোট পশ্চিম এবং ভালসাড় ৷ বিজেপির ভারতভাই প্যাটেল ভালসাড় কেন্দ্র থেকে 1 লক্ষ 3 হাজার 776 ভোটে জয়ী হয়েছেন ৷ অন্যদিকে, গুজরাতের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী হর্ষ সঙ্ঘভি মাজুরা বিধানসভা কেন্দ্র থেকে 1 লক্ষ 16 হাজার 675 ভোটে জিতেছেন ৷ 15টি আসনে বিজেপি প্রার্থীদের জয়ের ব্যবধান 70 হাজার থেকে 1 লক্ষের মধ্যে রয়েছে ৷ কেন্দ্রগুলি হল, মণিনগর, কামরেজ, পারদি, নরোদা, নারানপুরা, ভাবনগর গ্রামীণ, রাওপুরা, গান্দেবী, বারদোলি, আকোটা, দাসক্রোই, নবসারি, সবরমতি, সায়াজিগঞ্জ এবং ভাদোদরা শহর ৷

আমেদাবাদ, 9 ডিসেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujarat Poll 2022) প্রায় 85 শতাংশের বেশি 156টি আসন জিতেছে বিজেপি ৷ যা গুজরাতে 27 বছরের শাসনকালে গেরুয়া শিবিরের ঐতিহাসিক জয় ৷ 2018 বিধানসভার নিরিখে এই জয় অনেক বড় ৷ তবে, শুধু বিপুল সংখ্যায় আসন পাওয়া নয় ৷ আর বেশ কয়েকটি ক্ষেত্রে রেকর্ড করেছে বিজেপি ৷ এমন একাধিক আসন পদ্ম শিবিরের পক্ষে গিয়েছে, যেখানে রেকর্ড ব্যবধানে জয় লাভ করেছেন বিজেপি প্রার্থীরা (BJP Breaks Records in High Victory Margins) ৷ উল্লেখ্য, ঘাটলোদিয়া এবং চরয়াসি কেন্দ্রে বিজেপির জয়ের ব্যবধান প্রায় 2 লাখের কাছাকাছি ৷

ভূপেন্দ্র প্যাটেল (Gujarat Chief Minister Bhupendra Patel) দ্বিতীয়বার সরাসরি মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে আমেদাবাদের ঘাটলোদিয়া কেন্দ্র থেকে জিতেছেন ৷ তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে প্রায় 1 লক্ষ 92 হাজার ভোট বেশি পেয়েছেন ৷ সেখানে বিপক্ষের কংগ্রেস প্রার্থী আমিবেন যাজ্ঞিক মাত্র 21 হাজার 267টি ভোট পেয়েছেন ৷ আর আম আদমি পার্টির প্রার্থী মাত্র 14 হাজার 35টি ভোট পেয়েছেন ৷ একইভাবে সুরাত কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 1 লক্ষ 16 হাজার 675 ভোট বেশি পেয়েছেন ৷ পারদি বিধানসভার জয়ী বিজেপি প্রার্থী 97 হাজার ভোটে জিতেছেন ৷

আরও পড়ুন: গেরুয়া রঙে ফিকে 'হাত', মোদি-রাজ্যে বিরোধী দলের তকমা জুটবে কংগ্রেসের ?

8টি আসনে বিজেপি প্রার্থীদের জয়ের মার্জিন 1-1.5 লক্ষ ভোটের মধ্যে রয়েছে ৷ এই কেন্দ্রগুলির মধ্যে রয়েছে, ভাতভা, ওলপাদ, সুরাত পশ্চিম, মঞ্জলপুর, মাজুরা, এলিসব্রিজ, রাজকোট পশ্চিম এবং ভালসাড় ৷ বিজেপির ভারতভাই প্যাটেল ভালসাড় কেন্দ্র থেকে 1 লক্ষ 3 হাজার 776 ভোটে জয়ী হয়েছেন ৷ অন্যদিকে, গুজরাতের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী হর্ষ সঙ্ঘভি মাজুরা বিধানসভা কেন্দ্র থেকে 1 লক্ষ 16 হাজার 675 ভোটে জিতেছেন ৷ 15টি আসনে বিজেপি প্রার্থীদের জয়ের ব্যবধান 70 হাজার থেকে 1 লক্ষের মধ্যে রয়েছে ৷ কেন্দ্রগুলি হল, মণিনগর, কামরেজ, পারদি, নরোদা, নারানপুরা, ভাবনগর গ্রামীণ, রাওপুরা, গান্দেবী, বারদোলি, আকোটা, দাসক্রোই, নবসারি, সবরমতি, সায়াজিগঞ্জ এবং ভাদোদরা শহর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.