আহমেদাবাদ, 7 মার্চ: টিকার দ্বিতীয় ডোজ় নেওয়ার দিন কয়েকের মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন এক স্বাস্থ্য আধিকারিক । গুজরাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ।
শনিবার গান্ধিনগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. এমএইচ সোলাঙ্কি জানিয়েছেন, গান্ধিনগরের দেহগাম তালুকের বাসিন্দা ওই ব্যক্তি 16 জানুয়ারি কোভিড টিকার প্রথম ডোজ়টি নেন । এরপর 15 ফেব্রুয়ারি তিনি নেন দ্বিতীয় ডোজ় । এর দু-একদিনের মধ্যেই তাঁর জ্বর হয় । কোভিড পরীক্ষা করার পর 20 ফেব্রুয়ারি তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । তিনি বলেন, ''সামান্য উপসর্গ দেখা যাওয়ার পরই তাঁকে আইসোলেশনে রাখা হয় । সোমবার থেকে তিনি কাজে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন ।''
সোলাঙ্কির দাবি, টিকার দুটি ডোজ় নেওয়ার পর শরীরে ভাইরাসবিরোধী অ্যান্টিবডি তৈরি হতে প্রায় 45 দিন সময় লাগে । তাই টিকার দুটি ডোজ় নেওয়ার পরও সবারই মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা-সহ সব কোভিড নিয়ম মেনে চলা উচিত বলে জানিয়েছেন গান্ধিনগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন ।
আরও পড়ুন: কোরোনার টিকা নিয়ে গুজব ছড়ালেই শাস্তি : কেন্দ্র
শুক্রবার রাত পর্যন্ত গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা 2,72,240 । করোনার বলি হয়েছেন 4,413 জন ।