ETV Bharat / bharat

Teesta Setalvad নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে পকেট ভরিয়েছেন তিস্তা, সুপ্রিম কোর্টে দাবি গুজরাত সরকারের - গুজরাত সরকার

রাজনৈতিক নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে পকেট ভরিয়েছেন তিস্তা সেতলওয়াড় (Teesta Setalvad)৷ সুপ্রিম কোর্টে এমনই দাবি করল গুজরাত সরকার (Teesta Setalvad bail plea hearing)৷

gujarat-govt-tells-sc-teesta-setalvad-conspired-with-political-leader-pocketed-money
থাম্বনেইল
author img

By

Published : Aug 29, 2022, 7:06 PM IST

Updated : Aug 29, 2022, 7:14 PM IST

নয়াদিল্লি, 29 অগস্ট: একজন শীর্ষ রাজনৈতিক নেতার নির্দেশে ষড়যন্ত্র করেছিলেন সমাজকর্মী তিস্তা সেতলওয়াড় (Teesta Setalvad bail plea hearing)৷ সোমবার সুপ্রিম কোর্টে এমনই দাবি করল গুজরাত সরকার (Gujarat govt tells SC)৷ 2002 সালের হিংসার মামলায় গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ও আধিকারিকদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানোর জন্য নথি জাল করে তিনি বিপুল পরিমাণে অর্থ পকেটস্থ করেছিলেন বলেও দাবি করা হয়েছে সরকারের তরফে ।

তিস্তা সেতলওয়াড়ের (Teesta Setalvad) জামিনের আবেদনের শুনানিতে গুজরাত সরকারের তরফে আদালতে অ্যাফিডেভিট দাখিল করা হয় (Gujarat govt accuses Teesta Setalvad of conspiring)৷ তাতে লেখা হয়েছে, "এখনও পর্যন্ত যে তদন্ত এগিয়েছে তাতে এফআইআর-এর বিষয়বস্তুকে প্রমাণ করার জন্য অকাট্য উপাদান পাওয়া গিয়েছে ৷ দেখা গিয়েছে, আবেদনকারী অন্যান্য অভিযুক্তদের সঙ্গে ষড়যন্ত্র করে রাজনৈতিক, আর্থিক এবং অন্যান্য সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন অপরাধমূলক কাজ করেছিলেন ।"

আরও পড়ুন: ফের জামিন নাকচ সমাজকর্মী তিস্তা সেতলওয়াড়ের

তাতে আরও লেখা হয়েছে, "আবেদনকারী কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছিলেন এবং বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছিলেন । সেই অর্থের সঙ্গে যে কোনও ত্রাণের সম্পর্ক ছিল না সেটা মেনে নেওয়া হয়েছে ৷"

তিস্তা সেতলওয়াড়ের জামিনের আবেদনের বিরোধিতা করেছে গুজরাত সরকার ৷ তাদের দাবি, তিস্তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে, যে অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাবাস । তাঁর জামিনের আবেদন ইতিমধ্যে হাইকোর্টের বিচারাধীন ৷ দীর্ঘ সময়ের মুলতুবির কারণে, সেতলওয়াড় দ্রুত শুনানির জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন । কিন্তু গুজরাত সরকার বলেছে যে, হাইকোর্টকে বাইপাস করে এই নিয়ে নির্দেশ দেওয়া উচিত নয়, যখন এই মামলা ইতিমধ্যেই হাইকোর্টে বিচারাধীন ৷

উল্লেখ্য, 2002 গুজরাত দাঙ্গা মামলায় নথি জালিয়াতির অভিযোগে গত 25 জুন তিস্তা সেতলওয়াড়কে গ্রেফতার করে গুজরাত পুলিশ ৷ তিস্তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 468 (জালিয়াতি) এবং 194 (ভুয়ো তথ্য দেওয়া) ধারায় অভিযোগ আনা হয়েছে ৷

নয়াদিল্লি, 29 অগস্ট: একজন শীর্ষ রাজনৈতিক নেতার নির্দেশে ষড়যন্ত্র করেছিলেন সমাজকর্মী তিস্তা সেতলওয়াড় (Teesta Setalvad bail plea hearing)৷ সোমবার সুপ্রিম কোর্টে এমনই দাবি করল গুজরাত সরকার (Gujarat govt tells SC)৷ 2002 সালের হিংসার মামলায় গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ও আধিকারিকদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানোর জন্য নথি জাল করে তিনি বিপুল পরিমাণে অর্থ পকেটস্থ করেছিলেন বলেও দাবি করা হয়েছে সরকারের তরফে ।

তিস্তা সেতলওয়াড়ের (Teesta Setalvad) জামিনের আবেদনের শুনানিতে গুজরাত সরকারের তরফে আদালতে অ্যাফিডেভিট দাখিল করা হয় (Gujarat govt accuses Teesta Setalvad of conspiring)৷ তাতে লেখা হয়েছে, "এখনও পর্যন্ত যে তদন্ত এগিয়েছে তাতে এফআইআর-এর বিষয়বস্তুকে প্রমাণ করার জন্য অকাট্য উপাদান পাওয়া গিয়েছে ৷ দেখা গিয়েছে, আবেদনকারী অন্যান্য অভিযুক্তদের সঙ্গে ষড়যন্ত্র করে রাজনৈতিক, আর্থিক এবং অন্যান্য সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন অপরাধমূলক কাজ করেছিলেন ।"

আরও পড়ুন: ফের জামিন নাকচ সমাজকর্মী তিস্তা সেতলওয়াড়ের

তাতে আরও লেখা হয়েছে, "আবেদনকারী কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছিলেন এবং বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছিলেন । সেই অর্থের সঙ্গে যে কোনও ত্রাণের সম্পর্ক ছিল না সেটা মেনে নেওয়া হয়েছে ৷"

তিস্তা সেতলওয়াড়ের জামিনের আবেদনের বিরোধিতা করেছে গুজরাত সরকার ৷ তাদের দাবি, তিস্তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে, যে অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাবাস । তাঁর জামিনের আবেদন ইতিমধ্যে হাইকোর্টের বিচারাধীন ৷ দীর্ঘ সময়ের মুলতুবির কারণে, সেতলওয়াড় দ্রুত শুনানির জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন । কিন্তু গুজরাত সরকার বলেছে যে, হাইকোর্টকে বাইপাস করে এই নিয়ে নির্দেশ দেওয়া উচিত নয়, যখন এই মামলা ইতিমধ্যেই হাইকোর্টে বিচারাধীন ৷

উল্লেখ্য, 2002 গুজরাত দাঙ্গা মামলায় নথি জালিয়াতির অভিযোগে গত 25 জুন তিস্তা সেতলওয়াড়কে গ্রেফতার করে গুজরাত পুলিশ ৷ তিস্তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 468 (জালিয়াতি) এবং 194 (ভুয়ো তথ্য দেওয়া) ধারায় অভিযোগ আনা হয়েছে ৷

Last Updated : Aug 29, 2022, 7:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.