ETV Bharat / bharat

মোদির রাজ্যে বৈধ হল মদ, সরকারি বিবৃতিতে নয়া বিতর্ক - গুজরাত

Gujarat government lifts ban on liquor in GIFT City: 1960 সালে তৎকালীন বোম্বে রাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে মহাত্মা গান্ধির জন্মভূমি কার্যত 'শুকনো' হয়ে গিয়েছে। অ্যালকোহলযুক্ত পানীয় তৈরি, সঞ্চয়, বিক্রি এবং পানের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল রাজ্যে। এবার সেই নিষেধাজ্ঞাই আংশিক প্রত্যাহার করল সরকার ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 6:52 PM IST

আমেদাবাদ, 23 ডিসেম্বর: আন্তর্জাতিক সম্মেলনের জন্য আবগারি-নীতি বদল করল মোদির রাজ্য ৷ গুজরাত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক-সিটি-তে 'গ্লোবাল বিজনেস ইকোসিস্টেম'-এর জন্য সাময়িকভাবে রাজ্য সরকার শুক্রবার এই এলাকায় মদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এক্ষেত্রে সরকারের দাবি, 'অনুকূল পরিবেশ' তৈরি করার জন্যই এই সিদ্ধান্ত ৷

1960 সালে তৎকালীন বোম্বে রাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে মহাত্মা গান্ধির জন্মভূমি কার্যত 'শুকনো' হয়ে গিয়েছে। অ্যালকোহলযুক্ত পানীয় তৈরি, সঞ্চয়, বিক্রি এবং পানের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল রাজ্যে। রাজ্য সরকারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, "গিফট সিটি ইতিমধ্যেই একটি আন্তর্জাতিক আর্থিক ও প্রযুক্তিগত কেন্দ্র হিসাবে উঠে এসেছে ৷ অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বিশ্বব্যাপী বিনিয়োগকারী, প্রযুক্তিগত বিশেষজ্ঞ এবং জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলিকে বিশ্বব্যাপী ব্যবসায়িক ইকোসিস্টেম প্রদানের জন্য গিফট সিটি এলাকায় 'ওয়াইন এবং ডাইন' সুবিধার অনুমতি দেওয়ার জন্য নিয়ম পরিবর্তনের জন্য শুক্রবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে,"

বিবৃতিতে আরও বলা হয়েছে, "নতুন ব্যবস্থার অধীনে, গিফট সিটি এলাকায় হোটেল, রেস্তোঁরা এবং ক্লাবগুলিতে মদ এবং খাবারের সুবিধার জন্য অনুমতি দেওয়া হচ্ছে ৷" তবে, এই ধরনের প্রতিষ্ঠানগুলি সাধারণ মানুষকে মদের বোতল বিক্রি করতে পারবে না। কেবল মাত্র, যারা আনুষ্ঠানিকভাবে গিফট সিটি এলাকায় কাজ করে এবং তাদের সরকারী অতিথিরা এই ধরনের হোটেল, রেস্তোরাঁ এবং ক্লাবগুলিতে ওয়াইন এবং খাবারের সুবিধার জন্য যেতে পারবেন বলেও সরকারের তরফে জানানো হয়েছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, গিফট সিটিতে কোম্পানিগুলির মালিক এবং কর্মচারীরা মদ নিয়ে যেতে পারবেন বলেও অনুমতি দেওয়া হয়েছে। রাজ্যের নিষেধাজ্ঞা এবং আবগারি দফতর শহরে মদের আমদানি, সঞ্চয় এবং বিক্রিতেও পরিবর্তন আনবে বলে জানা গিয়েছে। বর্তমানে, বহিরাগতরা অস্থায়ী পারমিট পাওয়ার পরে শুধুমাত্র অনুমোদিত আউটলেট থেকে মদ কিনতে পারে ৷

বিরোধী কংগ্রেস অবশ্য এই পদক্ষেপকে তীব্র কটাক্ষ করেছে ৷ কংগ্রেস নেতা মণীশ দোশি বলেন, "যে রাজ্যগুলিতে মদ অবাধে পাওয়া যায় সেই রাজ্যগুলির মহিলাদের অবস্থা দেখুন। পরিবারগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। মদ শুধুমাত্র স্বাস্থ্যের ক্ষতি করে না, এটি সামাজিক কাঠামোকেও বিঘ্নিত করে। মদের জেরে উন্নয়ন হতে পারে এমন কোনও প্রমাণ নেই। যদি তা হত, তাহলে যে রাজ্যগুলিতে নিষেধাজ্ঞা নেই সেগুলি উন্নয়ন শীর্ষে থাকত ৷" একইসঙ্গে তিনি বলেন, "মহাত্মা গান্ধি এবং সর্দার প্যাটেলের গুজরাতে 'মদ বিক্রি ও সেবনকে বৈধ করে' বিজেপি সরকার তার দ্বিচারিতা দেখাচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. 6 জানুয়ারি সূর্যের ল্যাগ্রাঞ্জিয়ান-1 পয়েন্টে পৌঁছবে সৌরযান 'আদিত্য-এল1'
  2. শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার সিদ্দারামাইয়ার, তীব্র কটাক্ষ বিজেপি'র
  3. বিরলতম ঘটনা ! অ্যাম্বুলেন্সের মধ্যেই 4 সন্তানের জন্ম দিলেন মহিলা

আমেদাবাদ, 23 ডিসেম্বর: আন্তর্জাতিক সম্মেলনের জন্য আবগারি-নীতি বদল করল মোদির রাজ্য ৷ গুজরাত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক-সিটি-তে 'গ্লোবাল বিজনেস ইকোসিস্টেম'-এর জন্য সাময়িকভাবে রাজ্য সরকার শুক্রবার এই এলাকায় মদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এক্ষেত্রে সরকারের দাবি, 'অনুকূল পরিবেশ' তৈরি করার জন্যই এই সিদ্ধান্ত ৷

1960 সালে তৎকালীন বোম্বে রাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে মহাত্মা গান্ধির জন্মভূমি কার্যত 'শুকনো' হয়ে গিয়েছে। অ্যালকোহলযুক্ত পানীয় তৈরি, সঞ্চয়, বিক্রি এবং পানের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল রাজ্যে। রাজ্য সরকারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, "গিফট সিটি ইতিমধ্যেই একটি আন্তর্জাতিক আর্থিক ও প্রযুক্তিগত কেন্দ্র হিসাবে উঠে এসেছে ৷ অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বিশ্বব্যাপী বিনিয়োগকারী, প্রযুক্তিগত বিশেষজ্ঞ এবং জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলিকে বিশ্বব্যাপী ব্যবসায়িক ইকোসিস্টেম প্রদানের জন্য গিফট সিটি এলাকায় 'ওয়াইন এবং ডাইন' সুবিধার অনুমতি দেওয়ার জন্য নিয়ম পরিবর্তনের জন্য শুক্রবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে,"

বিবৃতিতে আরও বলা হয়েছে, "নতুন ব্যবস্থার অধীনে, গিফট সিটি এলাকায় হোটেল, রেস্তোঁরা এবং ক্লাবগুলিতে মদ এবং খাবারের সুবিধার জন্য অনুমতি দেওয়া হচ্ছে ৷" তবে, এই ধরনের প্রতিষ্ঠানগুলি সাধারণ মানুষকে মদের বোতল বিক্রি করতে পারবে না। কেবল মাত্র, যারা আনুষ্ঠানিকভাবে গিফট সিটি এলাকায় কাজ করে এবং তাদের সরকারী অতিথিরা এই ধরনের হোটেল, রেস্তোরাঁ এবং ক্লাবগুলিতে ওয়াইন এবং খাবারের সুবিধার জন্য যেতে পারবেন বলেও সরকারের তরফে জানানো হয়েছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, গিফট সিটিতে কোম্পানিগুলির মালিক এবং কর্মচারীরা মদ নিয়ে যেতে পারবেন বলেও অনুমতি দেওয়া হয়েছে। রাজ্যের নিষেধাজ্ঞা এবং আবগারি দফতর শহরে মদের আমদানি, সঞ্চয় এবং বিক্রিতেও পরিবর্তন আনবে বলে জানা গিয়েছে। বর্তমানে, বহিরাগতরা অস্থায়ী পারমিট পাওয়ার পরে শুধুমাত্র অনুমোদিত আউটলেট থেকে মদ কিনতে পারে ৷

বিরোধী কংগ্রেস অবশ্য এই পদক্ষেপকে তীব্র কটাক্ষ করেছে ৷ কংগ্রেস নেতা মণীশ দোশি বলেন, "যে রাজ্যগুলিতে মদ অবাধে পাওয়া যায় সেই রাজ্যগুলির মহিলাদের অবস্থা দেখুন। পরিবারগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। মদ শুধুমাত্র স্বাস্থ্যের ক্ষতি করে না, এটি সামাজিক কাঠামোকেও বিঘ্নিত করে। মদের জেরে উন্নয়ন হতে পারে এমন কোনও প্রমাণ নেই। যদি তা হত, তাহলে যে রাজ্যগুলিতে নিষেধাজ্ঞা নেই সেগুলি উন্নয়ন শীর্ষে থাকত ৷" একইসঙ্গে তিনি বলেন, "মহাত্মা গান্ধি এবং সর্দার প্যাটেলের গুজরাতে 'মদ বিক্রি ও সেবনকে বৈধ করে' বিজেপি সরকার তার দ্বিচারিতা দেখাচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. 6 জানুয়ারি সূর্যের ল্যাগ্রাঞ্জিয়ান-1 পয়েন্টে পৌঁছবে সৌরযান 'আদিত্য-এল1'
  2. শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার সিদ্দারামাইয়ার, তীব্র কটাক্ষ বিজেপি'র
  3. বিরলতম ঘটনা ! অ্যাম্বুলেন্সের মধ্যেই 4 সন্তানের জন্ম দিলেন মহিলা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.