ETV Bharat / bharat

Afghan drug smuggling: গুজরাতে উদ্ধার 9 হাজার কোটি টাকার হেরোইন - হেরোইন উদ্ধার

চলতি মাসে এই নিয়ে দু’বার হেরোইন উদ্ধার হল গুজরাত থেকে ৷ গত 19 সেপ্টেম্বর উপকূল রক্ষীবাহিনীর সঙ্গে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড যৌথ অভিযানে প্রায় 30 থেকে 50 কেজি হেরোইন উদ্ধার হয় ৷

gujarat-dri-seizes-heroin-worth-rs-9000-crore-at-mundra-port
Afghan drug smuggling: গুজরাতে উদ্ধার 9 হাজার কোটি টাকার হেরোইন
author img

By

Published : Sep 20, 2021, 12:58 PM IST

আমেদাবাদ (গুজরাত), 20 সেপ্টেম্বর : 9 হাজার কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করল দ্য ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টালিজেন্স (Directorate of Revenue Intelligence) বা ডিআরআই (DRI) ৷ সূত্র মারফত এই খবর জানা গিয়েছে ৷ গুজরাতের কচ্ছের মুন্দ্রা বন্দর থেকে এই হেরোইনের কন্টেনারগুলি উদ্ধার হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন : Heroin Seized : গুজরাত উপকূলে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার, বাজারদর 150 থেকে 250 কোটি

ওই সূত্র জানাচ্ছে, এই ড্রাগসগুলি আনা হয়েছিল আফগানিস্তান (Afghanistan) থেকে ৷ সেগুলি এনেছে অন্ধ্রপ্রদেশের বিজওয়াড়ার একটি সংস্থা অশি ট্রেডিং ফার্ম ৷ তারা ট্যালকম পাউডার আমদানির নামে এই হেরোইন আনছিল ৷ আফগানিস্তানের কান্দাহার থেকে হাসান হুসেন লিমিটেড নামে একটি সংস্থা ওই হেরোইন পাঠায় ৷ এই বেআইনি কারবার ধরার জন্য গত পাঁচদিন ধরে অভিযান চালিয়েছে ডিআরআই ৷

আরও পড়ুন : Modi's Birthday Video Controversy: মোদির জন্মদিনে বিজেপির উন্নয়ন-ভিডিয়োয় আমেরিকার ছবি, বিস্ফোরক কুণাল

চলতি মাসে এই নিয়ে দু’বার হেরোইন উদ্ধার হল গুজরাত (Gujarat) থেকে ৷ এর আগেরবার গত 19 সেপ্টেম্বর হেরোইন উদ্ধার হয় ৷ সেদিনও উপকূল রক্ষীবাহিনীর সঙ্গে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড যৌথ অভিযান চালায় ৷ সেই অভিযানে একটি ইরানের নৌকা আটক করা হয় ৷ সেই নৌকা থেকে আটক করা হয় সাতজনকে ৷

তাদের জিজ্ঞাসাবাদ করে প্রচুর পরিমাণে হেরোইন উদ্ধার হয় ৷ যার পরিমাণ ছিল প্রায় 30 থেকে 50 কেজি ৷ আন্তর্জাতিক বাজারে ওই হেরোইনের বাজার দর প্রায় দেড়শো থেকে আড়াইশো কোটি টাকা ৷

আরও পড়ুন : Kailash Satyarthi : আফগান শিশুদের সুরক্ষা নিশ্চিত করার আর্জি নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর

আমেদাবাদ (গুজরাত), 20 সেপ্টেম্বর : 9 হাজার কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করল দ্য ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টালিজেন্স (Directorate of Revenue Intelligence) বা ডিআরআই (DRI) ৷ সূত্র মারফত এই খবর জানা গিয়েছে ৷ গুজরাতের কচ্ছের মুন্দ্রা বন্দর থেকে এই হেরোইনের কন্টেনারগুলি উদ্ধার হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন : Heroin Seized : গুজরাত উপকূলে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার, বাজারদর 150 থেকে 250 কোটি

ওই সূত্র জানাচ্ছে, এই ড্রাগসগুলি আনা হয়েছিল আফগানিস্তান (Afghanistan) থেকে ৷ সেগুলি এনেছে অন্ধ্রপ্রদেশের বিজওয়াড়ার একটি সংস্থা অশি ট্রেডিং ফার্ম ৷ তারা ট্যালকম পাউডার আমদানির নামে এই হেরোইন আনছিল ৷ আফগানিস্তানের কান্দাহার থেকে হাসান হুসেন লিমিটেড নামে একটি সংস্থা ওই হেরোইন পাঠায় ৷ এই বেআইনি কারবার ধরার জন্য গত পাঁচদিন ধরে অভিযান চালিয়েছে ডিআরআই ৷

আরও পড়ুন : Modi's Birthday Video Controversy: মোদির জন্মদিনে বিজেপির উন্নয়ন-ভিডিয়োয় আমেরিকার ছবি, বিস্ফোরক কুণাল

চলতি মাসে এই নিয়ে দু’বার হেরোইন উদ্ধার হল গুজরাত (Gujarat) থেকে ৷ এর আগেরবার গত 19 সেপ্টেম্বর হেরোইন উদ্ধার হয় ৷ সেদিনও উপকূল রক্ষীবাহিনীর সঙ্গে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড যৌথ অভিযান চালায় ৷ সেই অভিযানে একটি ইরানের নৌকা আটক করা হয় ৷ সেই নৌকা থেকে আটক করা হয় সাতজনকে ৷

তাদের জিজ্ঞাসাবাদ করে প্রচুর পরিমাণে হেরোইন উদ্ধার হয় ৷ যার পরিমাণ ছিল প্রায় 30 থেকে 50 কেজি ৷ আন্তর্জাতিক বাজারে ওই হেরোইনের বাজার দর প্রায় দেড়শো থেকে আড়াইশো কোটি টাকা ৷

আরও পড়ুন : Kailash Satyarthi : আফগান শিশুদের সুরক্ষা নিশ্চিত করার আর্জি নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.