ETV Bharat / bharat

করোনা আবহে দশম শ্রেণির সবাই পাশ গুজরাতে, ফি ফিরিয়ে দেবে বোর্ড - গুজরাত

করোনা আবহে গুজরাতে দশম শ্রেণির সব পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হচ্ছে ৷ ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের থেকে নেওয়া পরীক্ষার ফি ৷

gujarat-board-to-refund-the-10th-exam-fees
করোনা আবহে দশম শ্রেণির সবাই পাশ গুজরাতে, ফি ফিরিয়ে দেবে বোর্ড
author img

By

Published : May 25, 2021, 8:06 PM IST

গান্ধিনগর, 25 মে : অতিমারির কারণে দশম শ্রেণির সমস্ত পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল গুজরাত সরকার ৷ সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির নেতৃত্বাধীন কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই সিদ্ধান্তের ফলে বোর্ড ছাত্রছাত্রীদের থেকে নেওয়া পরীক্ষার ফি ফিরিয়ে দেবে বলে জানিয়েছে ৷ তবে মার্কশিটের জন্য কত ফি নেওয়া হবে তা এখনও ঠিক হয়নি ৷

দশম শ্রেণির জন্য ছাত্রছাত্রী পিছু 255 টাকা করে পরীক্ষা বাবদ ফি নেয় বোর্ড ৷ এ বছর পরীক্ষায় বসার জন্য ফর্ম ভরেছিল 7.5 লাখ ছাত্রছাত্রী ৷ তাদের মধ্যে 60 শতাংশ ছিল ছাত্রী ৷ সব ছাত্রছাত্রীদেরই পরের ক্লাসে উত্তীর্ণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর ৷ নবম ও দশম শ্রেণির প্রথম ও দ্বিতীয় পরীক্ষার ফলের ভিত্তিতেই তাদের মার্কশিট তৈরি করা হবে ৷ মনে করা হচ্ছে মার্কশিট বাবদ 50-70 টাকা নিতে পারে বোর্ড ৷ পরীক্ষার জন্য নেওয়া ফি ফেরত দেওয়ার সময় মার্কশিটের জন্য প্রদেয় অর্থ বাদ দিয়ে বাকিটা দিয়ে দেওয়া হবে ৷

আরও পড়ুন: শীর্ষ আদালত থেকে আবেদন প্রত্যাহার সিবিআইয়ের, নারদ মামলা হাইকোর্টেই

তবে আলাদা আলাদা করে ছাত্রছাত্রীদের টাকা ফেরানো সমস্যা হওয়ায়, স্কুলকে অনলাইনে সেই অর্থ ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড ৷

গান্ধিনগর, 25 মে : অতিমারির কারণে দশম শ্রেণির সমস্ত পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল গুজরাত সরকার ৷ সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির নেতৃত্বাধীন কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই সিদ্ধান্তের ফলে বোর্ড ছাত্রছাত্রীদের থেকে নেওয়া পরীক্ষার ফি ফিরিয়ে দেবে বলে জানিয়েছে ৷ তবে মার্কশিটের জন্য কত ফি নেওয়া হবে তা এখনও ঠিক হয়নি ৷

দশম শ্রেণির জন্য ছাত্রছাত্রী পিছু 255 টাকা করে পরীক্ষা বাবদ ফি নেয় বোর্ড ৷ এ বছর পরীক্ষায় বসার জন্য ফর্ম ভরেছিল 7.5 লাখ ছাত্রছাত্রী ৷ তাদের মধ্যে 60 শতাংশ ছিল ছাত্রী ৷ সব ছাত্রছাত্রীদেরই পরের ক্লাসে উত্তীর্ণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর ৷ নবম ও দশম শ্রেণির প্রথম ও দ্বিতীয় পরীক্ষার ফলের ভিত্তিতেই তাদের মার্কশিট তৈরি করা হবে ৷ মনে করা হচ্ছে মার্কশিট বাবদ 50-70 টাকা নিতে পারে বোর্ড ৷ পরীক্ষার জন্য নেওয়া ফি ফেরত দেওয়ার সময় মার্কশিটের জন্য প্রদেয় অর্থ বাদ দিয়ে বাকিটা দিয়ে দেওয়া হবে ৷

আরও পড়ুন: শীর্ষ আদালত থেকে আবেদন প্রত্যাহার সিবিআইয়ের, নারদ মামলা হাইকোর্টেই

তবে আলাদা আলাদা করে ছাত্রছাত্রীদের টাকা ফেরানো সমস্যা হওয়ায়, স্কুলকে অনলাইনে সেই অর্থ ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.